কুরআনের সাথে সখ্যতা গড়তে হবে
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ২৯ জুন, ২০১৫, ০২:১৪:৫৮ দুপুর
সময় এসেছে কুরআনের সাথে দূরত্ব ভুলে আমাদের সখ্যতা গড়তে হবে। একটু চিন্তা করলে সহজেই অনুধাবন করা যায় যে, মুসলিম জাতিকে কুরআন থেকে দূরে রাখতে সুকৌশলী ও সুদূরপ্রসারী ষড়যন্ত্র করা হয়েছে যা অনেকটা সফলও হয়েছে বলা যায়। কুরআন এখন আমাদের অস্পৃশ্য ও তোলা বস্তু ফলে তা অতি যত্নে কাপড়ে মুড়িয়ে সাধারণের নাগালের বাইরে সবচেয়ে উঁচু স্থানে রাখার অভ্যাস ঘরে ঘরে পরিপালিত হচ্ছে। একটি অনাকাঙ্ক্ষিত বার্তা ছড়িয়ে দেয়া হয়েছে এবং তা সমাজে শক্তিশালী অবস্থানে প্রতিষ্ঠিতও হয়েছে যে, অযূ ছাড়া কুরআন স্পর্শ করা যায় না। অথচ এটি ডাহা মিথ্যা কথা। এ কথাটি যদি আমাদের বিশ্বাসের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা না যেত তাহলে আজ বোনদের ভ্যানিটি ব্যাগে ব্যাগে, ভাইদের পকেটে পকেটে, ছাত্রদের হাতে হাতে কুরআন থাকতে পারত। প্রয়োজন হলেই কুরআন থেকে দীক্ষা, সুবাস নিতে পারা সহজ হতো। মুসলিমদের সবচেয়ে প্রিয় ও প্রয়োজনীয় গ্রন্থ তো এটিই হওয়া বাঞ্ছনীয়।
আজ মুসলিম সম্প্রদায় কুরআনের সাথে সম্পর্কচ্ছেদ পর্যায়ে চলে গেছে, তাহলে কে তাদের চরিত্র গঠন, দিকনির্দেশনার দায়িত্ব নিবে ? তবে এখানে বলে রাখা ভালো যে, অপবিত্র অবস্থায় (যখন কারো ওপর গোসল ফরয হয়) কুরআন স্পর্শ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। কুরআনে বলা হযেছে, লা ইয়ামাসসুহূ ইল্লাল মুতাহ্হারূন।
আমার মনে হয় সময় এসেছে কুরআনের সাথে সখ্যতা গড়ে তোলার। আমাদের দৈনন্দিন জীবনে কুরআন হোক নিত্য সঙ্গী। কুরআন থাকুক সবার হাতে হাতে সাথে সাথে।
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানে কুরআন কে আমরা অতি সন্মান এর সাথে উপরের থাকে তুলে রাখি আর আমল করি কুরআন বিরোধিদের কথায়!
মন্তব্য করতে লগইন করুন