- বাঁশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জুন, ২০১৫, ১২:৫৯:২১ দুপুর
বাঁশের বহর যাচ্ছে কোথায় কিসের এতো কাম-রে?
কিসের এতো তাড়ারে ভাই একটু না'হয় থামরে।
কে শুনেগো কার কথা যাচ্ছে বাঁশ বহরে বহর
মুলি বাঁশ তল্লা বাঁশ হরেক বাঁশে পুরছে শহর।
খেলার সাথে বাঁশের যোগ আছে নাকি নাই জানা
শুনলাম আজ খেলা আছে বাঁশ কি তবে দেবে হানা!
আমি বাপু ওসবে নেই বাশেঁর গিরায় চোট লাগে
ওই যে দেখো বাঁশের ভয়ে খেলা ছেড়ে দল ভাগে।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জনাব ইদানীং ম্যাগ,আপনার কাঙ্খিত স্থানে পৌঁছে দিয়েছি।
তাই হাসতে পারছি নাহ্
এর আগেও ভেগে গেছে পাকিস্তানের সিন্ধিয়া।
যত চায় দেয়া যাবে আনন্দ উল্লাসে
মন্তব্য করতে লগইন করুন