কোনো শিরোনাম নাই...........
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২২ জুন, ২০১৫, ১১:৫৬:৩৯ সকাল
রমজান মাসে
গার্লফ্রেন্ড থাকার
উপকারিতা :
,
--ভোরবেলা ফোন দিয়ে
জাগিয়ে
দিবে,
--দুপুর হলে বলবে 'জান'
তোমার কি
খুব
কষ্ট হচ্ছে?
--বিকেল পাঁচটার দিকে
বলবে 'জান'
তুমি রোজা ভেঙে
ফেলো, আমি
তোমার রোজা
করে দিব (হাসবেন না)
--ইফতারের সময়
ইফতার আইটেম
নিয়ে
আলোচনা হবে। ফলে
নতুন আইডিয়া
পাওয়া যাবে।
বলবে জানো 'জান' তুমি
এত কষ্ট
করে
রোজা
রেখেছো বলে আমার
খুব কষ্ট
হচ্ছিলো
তাই
তোমায় ফেলে বেশি
ইফতার খাইনি
(চাপা)
--তারপর নামাজ পড়ার
তাগিদ দিবে।
--সন্দেহ কম করবে,
কারন রোজার
মাস
উপলক্ষ্যে ভাববে
আপনি তাকে
ফেলে
আরেক মেয়ের সাথে
ট্যাংকি
মারবেন না।
--অতিরিক্ত মায়া
দেখাবে, বলবে
তুমি অনেক
শুকিয়ে যাচ্ছো 'জান'
কেঁদেও দিবে
তবে
রোজার শেষ দশদিন
আপনার
পকেটের
উপর
বিরূপ প্রভাব ফেলবে
গার্লফ্রেন্ডে।
ফকিরও
হতে পারেন
--আরও অনেককিছুই
হবে।
.
.
আফসোস গার্লফ্রেন্ড
নাই
,
একটা কথা বলে রাখি
প্রেমিক-
প্রেমিকাদের
প্লিজ রোজার
পবিত্রতা রক্ষার্থে
ফোনালাপে
শালীন ভাষা বজায়
রাখবেন। একে
অপরকে
নামাজ ও কোর-আন
তেলাওয়াতে
উৎসাহ দিবেন।
দেখবেন আপনাদের
মোহাব্বত আরও বেড়ে
যাবে।
আত্মশুদ্ধির মাধ্যমে
নিজেদের ভুল
গুলো
শুধরে নিবেন।
,
,
হে আল্লাহ্ আমাদের
সবাইকে
তারাবীহ সহ
জামায়াতের সহিত পাচঁ
ওয়াক্ত নামাজ পড়ার
এবং কোর-
আন
তেলাওয়াত করে
আপনার
ইবাদতে মশগুল থাকার
তৌফিক দান
করুন
____আমিন
বিষয়: বিবিধ
১০০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এইটা কি ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে!!
মন্তব্য করতে লগইন করুন