- অচল পয়সা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জুন, ২০১৫, ০৪:১০:৪০ রাত

অচল পয়সা গুলো ছিলো খেলার সাথী

দেশ ভাগের পর যার কোন মূল্য ছিলনা

ঝপাস করে বিছানায় ফেলে দিবারাতি

ঝনঝন শব্দ গুলো যেন এক সূর মূর্ছনা।

পয়সাগুলো আজও আছে আলমারীর কোনটায়

এটা সেটা শার্ট স্যুট খুঁজতে গেলে দেয় ধরা

হাতে নিয়ে ছুঁয়ে দেখতে দেখতে গভীর শূন্যতায়

ছেলে বেলার সেই দিনগুলোতে আজ মড়ক ক্ষরা।


কতো কি মনে পড়ে যায় রাখলে কিবোর্ডে হাত

স্মৃতিরা সব ভীড় করে বাজায় তীর ভাঙ্গার বীণ

কতো দিন চলে যায় সাদামাটা কতো নির্ঘুম রাত

ভুলতে ভুলতে মনে পড়ে আজ মিরু'র জন্মদিন।

বিষয়: বিবিধ

৯২১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326882
২০ জুন ২০১৫ দুপুর ০২:৫৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক সুন্দর হয়েছে এবং ভাল লেগেছে। ধন্যবাদ।
২২ জুন ২০১৫ রাত ১১:২৬
269373
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ বড়ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File