"বিশুদ্ধতার সাধনায় হোক বিনম্র আত্মসমর্পণ"
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২০ জুন, ২০১৫, ০৮:৫৩:১০ সকাল
"বিশুদ্ধতার সাধনায় হোক বিনম্র আত্মসমর্পণ"
আসসালাম... বারাকাতুহ
শিরোনামের চারটি শব্দ আলোচনার বিষয়ঃ
বিশুদ্ধতা= ইখলাস
নিয়ত একমাত্র আল্লাহ সন্তুষ্টি,
নিয়ম হবে শরীয়াহর নিখুঁত অনুসরণ
সাধনা= আমরণ প্রচেষ্টা ও মানোন্নয়ন, যার উচ্চতা সীমাহীন। প্রবল প্রতিরোধ গড়তে হবে অবনতির আশঙ্কায়।
বিনম্র= অন্তরে ও বাহ্যিক আচরণে অহঙ্কার ও রিয়ামুক্ত, কারণ এ সবের যোগ্যতা ও সামর্থ্য মহান রবেরই দান, নিজের কৃতিত্ব কিছুই নয়।
আত্মসমর্পণ= আল্লাহর আদেশ-নিষেধ শুধু নয়, বরং তাঁর পছন্দ- অপছন্দকেও নিজের মাঝে ধারণ করা, যা তাঁর রাসূল সঃএর মাধ্যমে জানা যায়। যত কষ্ট বা ত্যাগের প্রয়োজন হোক, সন্তুষ্টচিত্ত শুধু নয়, বরং আনন্তচিত্তে তা বরণ করা এবং তা করতে পারার জন্যও শোকর আদায় করা।
যখন কারো এ চারটি বিষয়ে মান অর্জিত হয় তখন তার সাথে আল্লাহর এমন এক সম্পর্ক তৈরী হয় যে, তখন পরস্পরের সাক্ষাতের জন্য উদ্গ্রীব হয়ে পড়ে, বান্দা মৃত্যুবরণ ভালোবাসে, শুধু সময়ের অপেক্ষা, এবং সময় হলে আল্লাহতায়ালাও বান্দাকে বলেন "ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ.....
সূরা আল ফাজর এর শেষ চার আয়াত,
বিস্তারিত তাফসীর দ্রষ্টব্য
শুদ্ধতা=ইখলাস
এর সাথে "ইন্না সলাতী ওয়া নুসুকী...." আয়াত
বিশুদ্ধতা তথা ইখলাসের মাঝেই লুকিয়ে আছে আরো দুটো শব্দ- তাযকিয়া ও ইহসান
"তাযকিয়া" হলো সামগ্রিক পরিশুদ্ধতা- ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব
ঠিক তেমনি ইহসানের বাস্তব রূপ হলো পরোপকার, অপরের কল্যান কামনা ও প্রচেষ্টা।
সর্বোত্তম কল্যান হলো পরকালীন মুক্তি, আর দুনিয়ার কল্যান হলো সকল কষ্ট ও মন্দ থেকে রক্ষার চেষ্টা করা
রমাদান মাস মূলতঃ এ চারটি বিষয়ের অনুশীলন, মূল্যায়ন, সংশোধন ও মানোন্নয়নের জন্য।
বিবেচ্য বিষয়ঃ
১)আল্লাহর আদেশ ও পছন্দের তালিকা থেকে কি কি বাদ পড়েছে তা অর্জন করা
২)আল্লার নিষিদ্ধ ও অপছন্দনীয় কি কি আমার মাঝে বিদ্যমান তা বর্জন করা
৩)অতীতে যা ভুল হয়ে গেছে (কর্তব্য না করা ও বর্জনীয় বিদ্যমান থাকা) তার জন্য ক্ষমাপ্রার্থনা করা, সম্ভাব্য ক্ষতিপূরণ করা ও ভবিষ্যতে পূণরাবৃত্তি না করার শপথ করা....
এটাই মাহে রমাদানের সিদ্ধান্তের মূল বিষয়।
আল্লাহতায়ালা আমাদের প্রচেষ্টা কবুল করুন, "নাফসুল মুত্বমাইন্নাহ"র সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন, আমীন।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকুমুল্লাহ...
প্রত্যাশীদের জীবন সাফল্যমন্ডিত হোক
এবারের মাহে রমাদানে
জাযাকুমুল্লাহ...
প্রত্যাশীদের জীবন সাফল্যমন্ডিত হোক
এবারের মাহে রমাদানে
জাযাকুমুল্লাহ...
প্রত্যাশীদের জীবন সাফল্যমন্ডিত হোক
এবারের মাহে রমাদানে
জাযাকুমুল্লাহ...
প্রত্যাশীদের জীবন সাফল্যমন্ডিত হোক
এবারের মাহে রমাদানে
জাযাকুমুল্লাহ...
প্রত্যাশীদের জীবন সাফল্যমন্ডিত হোক
এবারের মাহে রমাদানে
জাযাকুমুল্লাহ...
প্রত্যাশীদের জীবন সাফল্যমন্ডিত হোক
এবারের মাহে রমাদানে
জাযাকুমুল্লাহ...
প্রত্যাশীদের জীবন সাফল্যমন্ডিত হোক
এবারের মাহে রমাদানে
জাযাকুমুল্লাহ...
প্রত্যাশীদের জীবন সাফল্যমন্ডিত হোক
এবারের মাহে রমাদানে
জাযাকুমুল্লাহ...
প্রত্যাশীদের জীবন সাফল্যমন্ডিত হোক
এবারের মাহে রমাদানে
জাযাকুমুল্লাহ...
প্রত্যাশীদের জীবন সাফল্যমন্ডিত হোক
এবারের মাহে রমাদানে
জাযাকুমুল্লাহ...
প্রত্যাশীদের জীবন সাফল্যমন্ডিত হোক
এবারের মাহে রমাদানে
মন্তব্য করতে লগইন করুন