- মানব খোদা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ জুন, ২০১৫, ১২:০৩:৩৭ রাত
ওপরে আল্লাহ আর নীচে হাসিনা
ছাড়া আমি কাউকে পরোয়া করি না
কাদের চিল্লায়
বাঘে ধরলে ছাড়তে পারে
হাসিনা ধরলে ছাড়েনারে
সুরঞ্জিত বিল্লাই।
বলতে বলতে শুনতে শুনতে
তেলে মালে গুলতে গুলতে
হয়ে যায় মানব
অনাচার অচিবার চলতে চলতে
হানাচার ব্যাভিচার করতে করতে
খোদা নামের দানব।
বিষয়: বিবিধ
৯৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন