এখন তাদের হ্যান্ডশেক করা নিয়ে আর কেউ কথা বলে না!

লিখেছেন লিখেছেন নয়ন খান ১১ জুন, ২০১৫, ১২:০০:১৯ রাত





খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন, তখন কোন পুরুষ মানুষ তিনি যেই হোন না কেন হাত মেলাতেন না। ইরানের সেসময়কার প্রধানমন্ত্রী হাসেমী রাফসানজানী খালেদার এরকম দৃঢতার প্রশংসা করেছিলেন।উনার উদাহরণ টেনে বলতেন খালেদা জিয়া আন্তর্জাতিক সম্মেলনেও বিদেশি প্রভাবশালী নেতাদের সাথে হাত মেলান না। কেউ হাত আগায়ে দিলে উনি শুধু মুচকি হাসি দিতেন।

হাসিনাও রয়ে সয়ে মেলাতেন প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর। চুপি চুপি মেলাতেন। পোপের সাথে হাত মেলানোর ছবি মিডিয়ায় আসলে সারাদেশে যেন তুলকালাম কান্ড বেধে যায়। আওয়ামী নেতারা অনেক ব্যাখ্যা নিয়ে হাজির হতেন জনগনের প্রশ্নের উত্তর দিতে।

এখন আর এসব লাগে না। দুই নেত্রীর ব্যক্তিত্বে এমন ধ্বস নেমেছে যে এসব করতে আর একটুও বাধে না। পাপিস্ঠদের আল্লাহ এভাবেই মৃত্যুর আগে দেখিয়ে থাকেন।

বিষয়: বিবিধ

২২৮৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325100
১১ জুন ২০১৫ রাত ১২:১৪
মুক্ত কন্ঠ লিখেছেন : বিদেশি সংস্কৃতির করাল গ্রাস।
১১ জুন ২০১৫ রাত ১২:১৮
267142
নয়ন খান লিখেছেন : এই সংস্কৃতি তাদের দু'কালই খাবে।
১১ জুন ২০১৫ রাত ১২:৫৬
267149
নীলাঞ্জনা লিখেছেন : যিনি এহকালে মুমিনের এত মোনাজাত, কান্নাকাটি তে কিছুই দিতে পারেন্না তিনি আবার পরকালের লোভ দেখান!! অবাক কান্ড।
325101
১১ জুন ২০১৫ রাত ১২:১৮
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম ভাই
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
267283
নয়ন খান লিখেছেন : হুম তাই
325106
১১ জুন ২০১৫ রাত ১২:৫৩
নীলাঞ্জনা লিখেছেন : নারী-পুরুষের হ্যান্ডসেক দেখলে আল্যার মুমিনের ধর্ষন প্রবনতা জাগ্রত হয়? তাই এত আপত্যি??
১১ জুন ২০১৫ সকাল ১০:৩১
267196
ছালসাবিল লিখেছেন : তোমার হাতটি অনেক নররররম ডারলিং Love Struck
325114
১১ জুন ২০১৫ রাত ০২:৪৯
দুষ্টু পোলা লিখেছেন : হ্যান্ড সেকে সমস্যা কি ? Tongue
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
267284
নয়ন খান লিখেছেন : দুষ্ট পোলার সমস্যা নাই- ফতোয়ায়ে নয়ন খান।
325122
১১ জুন ২০১৫ সকাল ০৭:৩১
অবাক মুসাফীর লিখেছেন : যারা দিনের পর দিন জাতিকে ধর্ষন করে যাচ্ছে, তাদের সামান্‌য হাত মেলানোতে জাতি এখন আর অবাক হয় না।
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
267285
নয়ন খান লিখেছেন : একদম সত্য কথা বলেছেন মুসাফির সা'ব।
325145
১১ জুন ২০১৫ সকাল ১১:৫৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু!
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
267286
নয়ন খান লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহে ওয়া বারাকাতুহু!
325150
১১ জুন ২০১৫ দুপুর ১২:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশ মডার্ন হচ্ছে। উনারাও তাই হচ্ছেন!!
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
267288
নয়ন খান লিখেছেন : সেটাই। বুড়ী বয়সে উনারাও মডার্ণ হচ্ছেন!
325167
১১ জুন ২০১৫ দুপুর ০২:১৫
হতভাগা লিখেছেন :

এটাকে তো আমার কাছে হ্যান্ডশেক মনে হচ্ছে না , হ্যান্ড শেকে একজন আরেকজনের হাত গ্রিপ করার মত করে । এখানে শুধু মোদিই গ্রিপ করেছে ।


১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
267289
নয়ন খান লিখেছেন : মোদির গ্রিপ ফোর্স নিয়ে একটু কাজ করেন হতভাগা রিসার্সার।
325182
১১ জুন ২০১৫ দুপুর ০৩:৫৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল তো ভাল না! ধন্যবাদ..
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
267290
নয়ন খান লিখেছেন : ধন্যবাদ আপনাকেও.
১০
325245
১১ জুন ২০১৫ রাত ১১:৪৬
বৃত্তের বাইরে লিখেছেন : শুধু হ্যান্ডশেক টাই দেখলেন! এদিকে হাতে হাত রেখে মুলো ঝুলিয়ে দাদারা সব যে নিয়ে গেল!
১১ জুন ২০১৫ রাত ১১:৫০
267325
নয়ন খান লিখেছেন : ওসব এখন আর দেখি চোখ বন্ধ করে রেখেছি...
১১
325448
১২ জুন ২০১৫ রাত ১১:২৭
আবু জারীর লিখেছেন : গা সওয়া হয়ে গেছে। ক্ষমতার জন্য ভবিষ্যতে হয়ত আরও অনেক নিচে নামবে।
১৩ জুন ২০১৫ রাত ০৮:০০
267739
নয়ন খান লিখেছেন : একমত।
১২
325493
১৩ জুন ২০১৫ রাত ০৪:১৮
তরিকুল ইসলাম লিখেছেন : এরা ক্ষমতার জন্য অনেক কিছুই পারে।
অথচ ইসলাম এটা সমর্থন করে না।
১৩ জুন ২০১৫ রাত ০৮:০২
267741
নয়ন খান লিখেছেন : ঠিক বলেছেন। এই নির্বুদ্ধিতা তাদের অপমানিত অপদস্ত করবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File