কে এই মীর কাশেম আলী?
লিখেছেন লিখেছেন নয়ন খান ০৮ জুন, ২০১৬, ০৮:১৭:৪৬ রাত
উনার সাথে সম্ভবত: ২০০৮ সালে প্রথম দেখা। আগে কখনো দেখা হয়নি, বক্তৃতাও শোনা হয়নি। শুধু নাম জানতাম, বড় টাকাওয়ালা মানুষ এরকম আর কি!
মুসলিম সার্কেল অব কানাডার এক সম্মেলনে মিন্টু ভাই তখন মন্ট্রিয়ালে। আমিও তাঁর সাথে সারা দিন ও রাত একসাথে কাটালাম। কাছ থেকে দেখার সৌভাগ্য হল।
অন্তত: ২৬ টি বড় বড় প্রতিষ্ঠানের কর্ণধার তিনি! অথচ কি সাদামাটা মানুষ! বাইরে থেকে বোঝার উপায় নেই যে, এই মানুষটি বাংলাদেশে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। প্রশ্ন করলাম কিভাবে এসব করেন? মুচকি হেসে উত্তর দিলেন। বেশ রসিক মানুষ!
নতুন আইডিয়ার কথা বললেন, পাল্পের বিজনেস! বাংলাদেশে পেপার চালানো কঠিন হয়ে যাচ্ছে, আদমজী বন্ধ হয়ে গেল, বিকল্প বের করতে হবে। জানো কি মন্ট্রিয়ালে না কি এর ভাল মার্কেট?
এই কথিত যুদ্ধাপরাধে অভিযুক্তর কিছু কাজ এক নজরে দেখে নেই:
১. দেশ যখন ব্যাংকিং সেবার নামে সুদে নিমজ্জিত হয়েছিল এই খারাপ (!) লোকটা তখন এ জাতিকে সুদের মত জঘন্য পাপ থেকে রক্ষা করতে শরীয়া ভিত্তিক ব্যাংকিং সেবা এদেশে চালু করেন।।।
২. চিকিৎসা সেবার নামে যখন রমরমা গলাকাটা ব্যবসায় চারিদিকে সয়লাব, গরীব অসহায় মানুষ যখন নিজের চিকিৎসা অধিকার না পেয়ে চিতকার করছিল তখন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন গঠন করেন। এ ফাউন্ডেশনের অধীনে সারা দেশে ইসলামী ব্যাংক হাসপাতাল বানিয়ে চারিদিকে চিকিৎসা সেবা ছড়িয়ে দেন।
এমন পাপ আর ক'জন করেছেন.???..!!! !
৩. শিক্ষার নামে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ছিল কোমলমতি শিশুদের মাঝে তখন এই খারাপ (!)
মানুষটি এগিয়ে আসেন আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সংমিশ্রনে নতুন যুগপৎ শিক্ষা ব্যবস্থা নিয়ে।
প্রতিষ্ঠা করেন ইসলামী ব্যাংক মডেল স্কুল এণ্ড কলেজ।
৪. ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থাকে মনে করা হতো খাস ইবলিশের শিক্ষা ব্যবস্থা...!!
এখান থেকে এক ভিন্ন প্রজাতি বের হয়ে আসতো যাদের সাথে ইবিলিশের কোন পার্থক্য নেই। নিজের বাবা মা খুন করে ফেলতে পারে মেয়ে সন্তান...!!!!
তিনি এখানেও কোরআন ভিত্তিক আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করলেন। গঠন করলেন ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল, আল রাবেতা ইন্টারন্যাশনাল স্কুল।
৫. বাম ও আওয়ামী মিডিয়ার হাত থেকে এদেশকে বাঁচাতে তিনি বানালেন দিগন্ত মাল্টিমিডিয়া কর্পোরেশন।
খবর পড়ার নামে মেয়েদের ল্যাংটা করে উপস্থাপনের যে প্রতিযোগিতা শুরু হয়েছিল মীর কাসেম আলী সেখানে ছাই ঢেলে দেন। হিজাব পরেও যে চরম আধুনিক হওয়া যায় উনি চোখে আংগুল দিয়ে পৃথিবীব্যাপী দেখিয়ে দেন...!!
৬. আবাসন সমস্যা সমাধানের জন্য গঠন করলেন কেয়ারি ডেভোলপার।।।
৭. আমাদের দেশের একমাত্র রুপালী দ্বীপ সেন্টমার্টিন যাওয়ার একমাত্র উপায় ছিল জীবনবাজি রেখে ট্রলারে করে যাওয়া।
এভাবে যেতে গিয়ে কত মায়ের বুক খালি হয়েছে তার হিসাব নেই।
তিনি এখানে নিয়ে এলেন "কেয়ারী সিনবাদ "নামক বিশাল জাহাজ...!!!
আল্লাহ্ আমাদের এই সমস্যা গ্রস্থ ছোট্ট দেশটির জন্য আরো কিছু এমন মানবতাবিরোধী অপরাধী মীর কাসেমের মত কিছু মানুষকে পাঠাও।
যাদের হাতের ছোয়ায় এদেশটি একদিন সোনার দেশ হিসাবে গড়ে উঠবে, ইনশাআল্লাহ। হে আল্লাহ, শুভংকর সাহাদের ডাকাতি থেকে তুমি রক্ষা করো এ মুসলিম জমিনকে!
এমন শাসক তুমি পাঠাও যে বলবে, "তোমরা আমাকে মীর কাশেম আলীর মত মাত্র ১০০ জন মীর কাশেম আলী দাও, আমি দেশকে বেকারমুক্ত করে দেব ইনশাআল্লাহ।"
বিষয়: রাজনীতি
৩৮৫৩৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাত্র ৩৬বছর ধরে জানি, সরাসরি পরিচয় ১৯৮৫তে, তারপর তো সব ইতিহাস!!
এখন শুধু স্মৃতিচারণ আর মা'বুদের দরবারে অশ্রুবর্ষণ.....
আল্লাহ উত্তম হেফাজতকারী
হে আল্লাহ, এই জালিম শাসকের হাত থেকে তুমি বাংলাদেশের মুসলিমদের হেফাজত করো।
মন্তব্য করতে লগইন করুন