- বাস প্রবাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ মে, ২০১৫, ১০:০১:৪৪ রাত
বউ রাঁধে
আমেও রাঁধি
কেউ খায়না কারো রান্না
নিরব এক শুষ্ক কান্না।
বউ কাঁদে
আমিও কাঁদি
কেউ দেখেনা কারো কান্না
কেউ বলেনা আর না।
বউ হাসে
আমিও হাসি
লাগলে হাসি আর থামেনা
ভালো বাসি কেউ বলেনা।
বউ দেশে
আমি প্রবাসে
স্বপ্ন গুলো আর নামেনা
অযথা তাই স্বপ্ন বাড়াইনা।
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডালিম গাছে মৌ;
মাঝ রাতে উঠে দেখি
ঘরে নাই কো বউ
ভাই প্রবাসীদের এরকমই হয়।
এই কমেন্ট কইরা আপনার পেটে মোচড় আনাইয়া দিলাম নাকি ?
বিরহে উনার অবস্থা খারাপ!!!
আজকের কবিতার দেখছি খুব মন খারাপ! কবিতার চোখে জল!
কবে যাচ্ছেন দেশে?
মন্তব্য করতে লগইন করুন