এক বউ জান্নাতী সুখ দুই বউ মরন
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৯ মে, ২০১৫, ১০:৩২:১২ রাত
দুই সতীনের লড়াই!
এক লোকের ছিল দুই বউ । বউ দুজনের মধ্যে সারাক্ষন ঝগড়া লেগে থাকত। লোকটার ছিল শরীর টিপানোর অভ্যাস। দুই বউ এক সাথে লোকটার শরীর টিপতো। সেখানেও তারা ঝগড়া করতো কে শরীরের কোন অংগ টিপবে। প্রতিদিন এই নিয়ে দুজনের ঝগড়া দেখে , লোকটা একদিন দুজনকে তার শরীরের অংশ ভাগ করে দিল কে কোথায় টিপবে। বড় বউকে দিল ডান হাত, ডান পা। ছোট বউকে দিল বাম হাত, বাম পা।
যাই হোক কিছুদিন ভাল ভাবে সব চলল।একদিন বড় বউ শরীর টিপার জন্য তেলের বাটি(কাসার বাটি)হাতে নিয়ে লোকটার বাম দিক দিয়ে ডান দিকে যাওয়ার সময় হটাৎ তার হাত থেকে কাসার বাটিটা লোকটার বাম পায়ের উপর পড়ে গেল। ভারী বাটিটা গরম তেলসহ লোকটার বাম পায়ের উপর পড়া মাত্রই লোকটা চিৎকার করে উঠল। লোকটার চিৎকার শুনে ছোট বউ দৌড়ে এল। এসে ঘটনা জানতে পেরে স্বামি ব্যাথার প্রতি সহানুভূতী দেখানোর বদলে বড় বউয়ের সাথে ঝগড়া শুরু করে দিল। কি ব্যাপার আপনি আমার ভাগের পায়ের উপর কেন বাটি ফেললেন?
এই বলে সে তার হাতের ভারী কাসার বাটিটা লোকটির ডান পায়ের উপর ফেলল। এবার ডান পায়ের উপর বাটিটা পড়া মাত্র লোকটা আবার মরন চিৎকার দিয়ে উঠল। বড় বউ ছোট বউয়ের কান্ড দেখে দৌড়ে একটা লাঠি নিয়ে এল।
তোকে বললাম হঠাৎ পড়ে গেছে তারপরও তুই আমার ভাগের পায়ের উপর বাটি ফেললি, তবে এই দেখ এবার ইচ্ছে করে মারলাম । এই বলে হাতের লাঠি উচিয়ে লোকটার বাম হাতে দিল এক বাড়ি । গেল লোকটার বাম হাতটা ভেংগে। লোকটার এখন মরন দশা। দুই বউয়ের এসব দেখার সময় নাই। ভাগের বাম হাত ভাংগতে ছোট বউ হুশ হারা হয়ে গেল। সেও এবার দৌড়ে একটা লাঠি নিয়ে এল। মৃত প্রায় লোকটার ডান হাতে মারল এক বাড়ি।
এভাবে জিতাজিতি করে মারতে মারতে এক সময় দুই বউয়ে তাদের স্বামিকে মেরেই ফেলল। দুজনে বিধবা হয়ে গেল। তারপরও ওদের ঝগড়া থামেনি পরস্পর পরস্পরকে দোষারোপ করছে আর বলছে তোর কারনে স্বামীটা মরল।
বিষয়: বিবিধ
৪২৫৭ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নে না তারা দুই করলে এমনই হয় ।
কই আমি বউ পাই
[img]http://
http://www.monitorbd.net/blog/bloggeruploadedimage/sottolikhon/1432921393.jpg[/img]
যা চাই তা খাবার বা যৌবিক কিছু নয়।
স্বামী বলে ঐদিকে যেওনা..... স্ত্রীর ঐদিক পছন্দ!!! এসব সামাল দেব কি করে?
বিষয় ভালো ব্যবহার।
অন্য হাদীসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “স্বামীকে খুশী রেখে যে স্ত্রীলোক মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে।” (ইবনে মাযাহ, তিরমিযী ও হাকেম।)
সুতরাং বুঝা যাচ্ছে যে, জান্নাতী হওয়ার জন্য স্বামী ও স্ত্রী উভয়ের জন্য উভয়ের ভালো হওয়ার সার্টিফিকেট এর প্রয়োজন আছে!
তে হলে আরো অনেক পথ বাকি ।তাই সাইকেলে নয় রকেটে দোড়াতে হবে ।
আলহামদুল্লিলাহ। ভাল লাগেছে।
আপা , দুই নৌকায় পা দিলে কি আর জানের কিছু থাকে ? আপনিই বলেন? বর্তমানে এই ভাইরাস টা বেশি ছড়ায়ে যাচ্ছে।তাই পোস্ট টি দিলাম ।
ইনসাফ করতে পারলে দুইটা কেন চারটা করার অনুমতি কুরআন দিয়েছে।
মন্তব্য করতে লগইন করুন