- পাত্র দায় গ্রস্থ পিতা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ মে, ২০১৫, ১০:৫১:৩৮ সকাল

মেয়ের বাবা এখন থেকে দেখতে আসবে ছেলে

যুগটা হায়! বদলে গেছে পুরোনো নিয়ম ফেলে।

দেখতে ছেলে কেমন দেখি আয় রোজগার কতো?

পারবে নাকি মিটিয়ে দিতে মেয়ের আহ্লাদ যতো।

দশটা নয় পাঁচটা নয় একটা মেয়ে আমার

বাদ রাখিনি যখন যা করেছে সে আবদার।

আসল কথায় আসি এবার শুনতে লাগবে কৌতুক

মেয়ে আমার পেতে হলে লাগবে কিন্তু যৌতুক।

মেয়ে আমার টাকার মেশীন ভাল আয় রোজগার

আমিও তাই চাকরী ছেড়ে করিনা কিছু আর।

মডেল হচ্ছে নাটক করছে অফার সিনেমার

কোনটা রেখে কোনটায় যাবে আলিশান কারবার।

নাচতে পারে গাইতে পারে বলুন আর কি চাই!

ঘুরে দেখুন এমন মেয়ে খুঁজে পাওয়া দায়।

স্যুটিং সেরে মেয়ে আমার আসবে গভীর রাতে

এসব নিয়ে বাঁধা নিষেধ, চলবেনা কোন মতে।

কোথায় খেলো দুপুরের খাবার কার সাথে বাড়ি

ছোট খাট ব্যাপার এসব বুঝবেন আশা করি।

ক্যারিয়ারটাই আসল কিন্তু বাকি সব পরে

ছেলে পুলে নেবে সে হিসেব নিকেশ করে।

জানেনইতো বিয়ের পর ডিমান্ড যায় কমে

তার উপর বাচ্চা নিলে মিডিয়া কি আর জমে?

ভেবে দেখুন থাকতে সময় বুঝে শুনে বলুন

পাত্রের কিন্তু অভাব নেই, না পোষালে আসুন।

কত ছেলে ডাক্তার উকিল, আছে ইঞ্জিনিয়ার

ফিল্ম মেকার কিংবা বেকার, রাখি কার আবদার।

এইতো সেদিন অদ্ভূত কান্ড হাতে পায়ে ধরে

বিলাত ফেরত পাত্র এসে দিলো কান্না জুড়ে।

কন্যা আমার না পেলে সে, গলায় দেবে দড়ি

বললো আঙ্কেল কি চাই বলুন, গাড়ি নাকি বাড়ি।

যদি বলেন দুটোই দেবো ওসব ব্যাপার না

প্রয়োজনে জীবন দেবো বলে দেখুন না!

চাইলেই কি যায় পাওয়া, আসমানের চাঁদ

এতো গাছের ফল নয়, পেড়ে খাবেন স্বাদ।

যাচাই হবে বাছাই হবে প্রয়োজনে অডিট

তবেই পাত্র সিলেক্ট হবে, কে হচ্ছে ফিট!

দিতে হবে ব্যাংক গ্যারান্টি কথা বার্তার আগে

৫ % রেখে আবার বাকিটা রিটার্ন পাবে।

কাবিন কিন্তু নগদ চাই বাকী চলবেনা

এটা নিয়ে টাল বাহানা সহ্য হবেনা।

বানের জলে কন্যা আমার, যাচ্ছে নাতো ভেসে

ইশারাতেই হাজার প্রার্থী আসবে হেসে হেসে।

বলছি কি তাই পরে হোক পাত্র দেখা দিখি

তার আগে দেখান আমায়, সহায় সম্বল কি?

পাত্রী সেতো দেখায় আছে দেখছেন তো রোজ

এমনতো নয় ঘটক দিয়ে নিতে হবে খোঁজ।

প্রত্রিকা খুলুন টিভি দেখুন কিংবা দেখুন ফিল্ম

সবখানেই কন্যা আমার দেখতে পাবেন স্লিম।

ফিগারটাকে রাখতে ধরে কতো আয়োজন!

এটা খাচ্ছে ওটা ছাড়ছে হলে প্রয়োজন।

আজ তাহলে উঠি আমি হাতে অনেক কাজ

মনে রাখবেন কন্যা গুণে, পাত্র মহারাজ।

জানান আমায় সব কিছু, হিসেব নিকেষ করে

পাত্র কিন্তু থাকতে হবে স্বয়ং পাত্রীর ঘরে।

বুঝেনইতো বিয়ের পর এ্যাসেট যা আছে

সবইতো দিতে হবে, লিখে পাত্রীর কাছে।

মিষ্টি আমার খাওয়া নিষেধ তবুও একটু নিলাম

মেয়ের বিয়ে বলে কথা, ডায়াবেটিস ভুলে গেলাম।

আজকের মতো দিন বিদায় আজ তাহলে আসি

মনে রাখবেন হাতে কিন্তু নেই সময় বেশী।

মন স্থির করেন যদি দেবেন ছেলের বিয়ে

(420...) এই নিন ফোন নাম্বার দেবেন জানিয়ে।

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319978
১৪ মে ২০১৫ সকাল ১১:০৬
আফরা লিখেছেন : Fantastic kbita !! Good Luck Good Luck
১৫ মে ২০১৫ রাত ০২:৪২
261230
বাকপ্রবাস লিখেছেন : Fantastic ধন্যবাদ
319981
১৪ মে ২০১৫ সকাল ১১:২০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক সুন্দর লিখেছেন। Excellent Excellent Thumbs Up Thumbs Up
১৫ মে ২০১৫ রাত ০২:৪২
261231
বাকপ্রবাস লিখেছেন : Excellent ধন্যবাদ নেবেন
319982
১৪ মে ২০১৫ সকাল ১১:২৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : daruuuuuuuuunnnnnnnnn!!! ভালো লাগলো
১৫ মে ২০১৫ রাত ০২:৪২
261232
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন বড় ভাই
১৬ মে ২০১৫ রাত ১২:৫৫
261321
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেও।
319987
১৪ মে ২০১৫ দুপুর ১২:২০
গাজী সালাউদ্দিন লিখেছেন : অসম্ভব ভালো লেগেছে! এমন লেখা স্টিকি না হলে বুঝে নেব স্টিকি নির্বাচনে গলদ আছে।
১৫ মে ২০১৫ রাত ০২:৪৩
261233
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor ধন্যবাদ ভাইযান, আপনার কমেন্ট পেয়ে মনের মাঝে ষ্টিকি হয়ে গেছে
319988
১৪ মে ২০১৫ দুপুর ১২:২২
egypt12 লিখেছেন : ৪২০ নাম্বারে কল দিয়ে বিপদে পড়ার দরকার নাই বাপু
১৫ মে ২০১৫ রাত ০২:৪৪
261234
বাকপ্রবাস লিখেছেন : সকলেতো বুঝেনা, আপনি বুঝে গেছেন, ধন্যবাদ রইল কিন্তু
319998
১৪ মে ২০১৫ দুপুর ০১:১৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি শত মেয়ের বাপ হউন... Praying
১৫ মে ২০১৫ রাত ০২:৪৪
261235
বাকপ্রবাস লিখেছেন : এতো টাকা দিয়া কি করুম
320052
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
শেখের পোলা লিখেছেন : এমন দিনই আসছে ধেয়ে
তৈরী থাকুন সবে,
এমন করই পাত্র চয়ন
ভবিষ্যতে হবে৷

চমৎকার হয়েছে৷ ধন্যবাদ৷
১৫ মে ২০১৫ রাত ০২:৪৪
261236
বাকপ্রবাস লিখেছেন : দেরী নাই দেরী নাই
সেই দিন আসে ভাই
320074
১৪ মে ২০১৫ রাত ০৮:১০
অনেক পথ বাকি লিখেছেন : চমৎকার
১৫ মে ২০১৫ রাত ০২:৪৫
261237
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ লইবেন
320075
১৪ মে ২০১৫ রাত ০৮:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাকপ্রবাস এর নতুন শশুড় এর গল্প না তো!!
১৫ মে ২০১৫ রাত ০২:৪৫
261238
বাকপ্রবাস লিখেছেন : পুরানটা কি দোষ করছে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File