শপথ...
লিখেছেন লিখেছেন egypt12 ১৪ মে, ২০১৫, ১১:০২:৩৪ সকাল
অনেক চেনা মুখটি আমার
হয় কিভাবে পর?
আজ প্রণয়ে কাছে ডাকে
কালকে বলে সর!
.
এই হৃদয়ের সব গলিতে
ছাপ যে আছে তার,
জানি সে খুব খেলতে পারে
যেনো পাষাণ জার।
.
আজ পাষাণীর ধার ধারিনা
আমিও নই কম,
শপথ নিলাম আর হবেনা
কোনই পন্ড শ্রম।
.
ভুলতে চাইলে ভোলা যায় কি?
তবু চলে চেষ্টা,
বিস্বাদ জীবন খোঁজে নহর
মেটাতে প্রেম তেষ্টা।
.
১৩/০৫/১৫
বিষয়: সাহিত্য
১১০০ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার শীকে শোকাহত হয়ে এই গানটাই মুখে আসলো।
মরুভূমী নয়,
মরিচিকায় নাইক পানি,
জীবন চলে যায়৷
মা শাআল্লাহ কবিতা সুন্দর হয়েছে৷
যতই শপথ নেন না কেন আবারও যাবেন বেল তলায় ।
মনকে বুঝাই করিস না তুই
প্রেম পাগলামি আর,
তোর জন্যই তো স্যারের হাতে
খেলাম কত মার।
মিছে মোরে নষ্ট করে
লাভ হবে কি তোর,
প্রেমের নেশায় বানাইলি তুই
প্রেমের নেশাখোর।
বাপ মানে না, লজ্জাহীনা
নিত্য করে ঢং
বিয়ের বয়স হয়নি তবু
চায় তার আজি সং।
গোঁফ উঠেনি, ভাবটা এমন
হয়নি বয়স কম,
বিয়ের পাগল মইত্যা তবু
ছাড়ে বড় দম।
মন নহে তো পাগলা গারদ
মিছে জ্বালায় মোরে,
পাইলে কষে মারতাম জোরে
কানটা টেনে ধরে।
স্বার্থের মোহে পড়ে এমন করে পাষানীরা!
ওদের স্বভাবই এমন! শত ধিক জানাই!!
মন্তব্য করতে লগইন করুন