- আশেপাশে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ মে, ২০১৫, ০৫:৫৮:৪৭ বিকাল
আশে পাশে হর হামেশায় দেখছ নাকি লাশ!
ভুলেও কভু চোখ দিওনা দেখবে শুধু ঘাস।
আশে পাশে যদি কেউ গুম হয়ে যায়
বলতে হবে হতে পারে জানা শুনা নাই।
আশে পাশে পুলিশ এসে যদি খোঁজ করে
দিতে হবে ভো-দৌড় কলমা শাহাদাত পরে।
আশে পাশে কত কিছু হয়ে যাবে রোজ
তাই বলে সবকিছুর নিতে নাই খোঁজ।
আশে পাশের চিন্তা ছেড়ে নিজের ভাবনা দেখো
আপনি বাঁচলে বাপের নাম সেইটা মনে রেখো।
এই আমাদের আশে পাশের আজব পরিবেশ
মিথ্যা নয় সত্যি বলছি হিরক রাজার দেশ।
বিষয়: বিবিধ
৯৪৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুন করতে যদি দেখ খুলবেনা মুখ তবু৷
যদি দেখ রাজার লোকে খুন ধর্ষণ করে,
জামাত শিবির করেছে বলে সাক্ষী দিও পরে৷
সেফ হোমেতে জামাই আদর নগদ পাবে কিছু,
রাজার সেপাই পাহারা রবে তোমার পিছু পিছু
গুম খুন সব করে ধুধু
দেন এবার জামায় আদর ভাই
নগদ পেলে কেনা চিন্তা নাই
অবশেষ!!
মন্তব্য করতে লগইন করুন