- মধ্যবিত্তের টানাপোড়ন (মিনি গল্প)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মে, ২০১৫, ০৬:৪০:৫৬ সন্ধ্যা



রিকশার বিকল্প টমটম নেমেছে গলিতে, দুইজন ড্রাইভারের দুইপাশে বসে বাকি ছয়জন ভেতরে, ব্যাটারীতে চার্জ দিলে চলে পাঁচ ছয় ঘন্টা। ভালোই হলো রিকশাতে যেখানে দশ টাকা ভাড়া টমটমে পাঁচ টাকা দিযে হয়ে যায়।

সাদিয়া নিষেধ করেছিলো টমটমে না চড়তে। ঘরে বাজার নেই দেরী হয়ে যাবে। কারন সংসদীয় কোরাম সংকট এর মতো, যতক্ষণ আটজনের কোরাম সংকট পূর্ণ হবেনা ততক্ষণ ছাড়া হবেনা। মানুষের ভারে এমন করে চলে ভয়ও লাগে, মনে হয় এখনই উল্টে যাবে। তবুও ভাবলাম আমি উঠে বসলে বাকী আছে দুইজন, ছেড়েইতো দেবে, পাঁচটা টাকা বাঁচলো।

নামতে গিয়েই কেরররর। সিট এর কোনায় পেরেক এর সাথে লেগে শার্টটা গেছে ছিড়ে। মনটাই খারাপ হয়ে গেল। সাদিয়ার কথা শুনলে পাঁচ টাকার জন্য আমার বারশো টাকার শার্টটা রক্ষা হতো।

মূল্য বৃদ্ধির অজুহাতে অনেকদিন ইলিশ খাওয়া হয়না, সাদিয়া সেদিন একটু ইংগীত দিয়েছিলো, আমি না বুঝার ভান করে রুই নিয়ে এসেছিলাম।

দাদা এদিকে রাখুন হাতেরটা হলেই আপনারটা করে দেবো। বালাদাঁশ হাঁক দিলো। তার কাজ মাছ কুটা। হিন্দি সিরিয়াল আর মাছ কুটার মধ্যে আমি একটা গোপন সম্পর্ক দেখতে পাই। ঘরনীরা সিরিয়াল দেখার ছেদ পড়বে তাই বালাদাঁশরা বাজারে মাছ ছিলার দোকান দিযে বসে আছে। সবাই দেখছি কুটেই নিযে যায়। আমি ভাবলাম একটা মাত্র মাছ কি আর কুটাবো।

সেকি! মাছ কুটে আনোনি? ডালাতে মাছটা রেখে সাদিয়া মাথায় হাত দিয়ে বসে আছে। শার্টটা আমি গুঁজিয়ে রেখেছিলাম, দুইটা ইস্যু হাতে তুলে দেয়া উচিত হবেনা।

বিষয়: বিবিধ

১৫২২ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318882
০৮ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মজা পেলাম পড়ে।
০৮ মে ২০১৫ রাত ০৯:০১
260088
বাকপ্রবাস লিখেছেন : ইলিশ বলে কথা মজা তো একটু হবেই
318887
০৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাছ না শুধু এখন তরকারি কাটতে সময় লাগে বলে তরকারিও রান্ধেনা!!
০৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
260079
সাদিয়া মুকিম লিখেছেন : ভাইয়া একটু রেখে ঢেকে বলেন Tongue
০৮ মে ২০১৫ রাত ০৯:০১
260089
বাকপ্রবাস লিখেছেন : আপনার সাথে সবসবময় দ্বিমত করা উচিত না, যান আজকে একমত
০৯ মে ২০১৫ সকাল ০৯:৩১
260146
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য কইলে দোষ!
318888
০৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
সাদিয়া মুকিম লিখেছেন : কি কমেন্ট করবো বুঝতে পারছি না! শার্ট ও গেলো মাছও কেটে আনলেন না! গৃহিনীতো নারাজ হবেনই Worried

শুভাকামনা রইলো আপনাদের জন্য! সালাম জানবেন!
০৮ মে ২০১৫ রাত ০৯:০২
260090
বাকপ্রবাস লিখেছেন : আহারে ঠিকইতো পক্ষ নিলেন
318898
০৮ মে ২০১৫ রাত ০৮:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাছ না শুধু এখন তরকারি কাটতে সময় লাগে বলে তরকারিও রান্ধেনা!!
০৮ মে ২০১৫ রাত ০৯:০২
260091
বাকপ্রবাস লিখেছেন : সবুজ ভাই বেচারা হোটেলই ভরসা
০৯ মে ২০১৫ সকাল ০৯:২৮
260144
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রিগ্যাল হোটেল টা কাছে না থাকলে এতদিনে মেজবান এর দাওয়াত পাইতেন!
318899
০৮ মে ২০১৫ রাত ০৮:৫১
হতভাগা লিখেছেন : শুধু টমটমই না , রিকশা সিএনজি ব্যাবিট্যাক্সি এবং পাবলিক বাসে ওরা এমন কিছু কোনাকান্চি বানিয়ে রাখে বা এসব কোনাকান্চি ঠিক করে না যাতে অফিসগামী যাত্রীদের প্যান্ট বা শার্টের বারোটা বেজে যায় । এতে ওরা মনে হয় বিমল আনন্দই পায় । আমি ট্রেনে এরকম ঝামেলার মধ্যে পড়েছিলাম । আল্লাহর রহমতে ভাগ্য ভাল ছিল যে সেটা হয়েছিল বাসায় ফেরার পথে ।

আর বাসওয়ালারা যখন পুলিশের ফাঁপড় খায় তখন বাসে রং করে । ফলে পরের দিন সকালে যখন বাসের হ্যান্ডেল বা রড ধরা হয় বা সিটে বসা হয় তখন দেখা যায় যে হাতে কাঁচা রং লেগে গেছে । ব্যাপারটা বেশ এমব্যারাসিং। এছাড়াও যে সিটে বসা হয় পিঠের সাথের কাপড়গুলো থাকে তেল চিটচিটে ময়লায় ঠাসা । সাদা শার্ট হলে তো টেনশনে থাকতে হয় যদি কোন ভাইভাতে যাওয়ার দিন হয় বা অফিসিয়াল মিটিংয়ে।

০৮ মে ২০১৫ রাত ০৯:০৩
260092
বাকপ্রবাস লিখেছেন : হুমমমম মধ্যবিত্তের ঝঞ্জাট
318908
০৮ মে ২০১৫ রাত ১০:৩৮
দ্য স্লেভ লিখেছেন : ওরে ভাই আপনি গল্প লেখেন। আপনি যা লিখেছেন তার মান নিজে বুঝেছেন বলে মনে হয়নি। আপনি অসাধারণ ভঙ্গিতে লিখেছেন। খুবই আর্টিস্টিক। অতি অসাধারণ লাগল। চালান...
০৯ মে ২০১৫ রাত ০৩:০৯
260118
বাকপ্রবাস লিখেছেন : Crying Rolling on the Floor হ বুঝিনা বলেইতো মাছ না কুটে এনে ঝারি খাই হা হা হা দোয়া করবেন ভাইযান।
318931
০৯ মে ২০১৫ রাত ১২:৩৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : হুজুরে বলেন তো দেখি, ইলিশটি কোন জাগার ছিলো ?
০৯ মে ২০১৫ রাত ০৩:০৯
260119
বাকপ্রবাস লিখেছেন : ছাদফুইরাRolling on the Floor
318944
০৯ মে ২০১৫ রাত ০২:২১
আফরা লিখেছেন : মাছ খাইনা তাই কুটাকুটির ঝামেলা নাই ।
০৯ মে ২০১৫ রাত ০৩:১৩
260121
বাকপ্রবাস লিখেছেন : তাইলেতো ভালোই, ভাইযান ঝারি থেইক্কা বাইচ্চা গেলRolling on the Floor
318952
০৯ মে ২০১৫ রাত ০৩:৩২
দীপ জ্বেলে যাই লিখেছেন : মাছের রাজা ইলিশ

গিন্নীর রাগ ভ্যানিশ ।
০৯ মে ২০১৫ দুপুর ০৩:৫৫
260183
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০
318997
০৯ মে ২০১৫ সকাল ১১:০২
বৃত্তের বাইরে লিখেছেন : ছেলেটাও ইলিশের বায়না ধরে ঘুমিয়ে পড়েছে । মধ্যবিত্তের টানাপোড়ন এমন আবদার কি মানায়! যাক, এ যাত্রায় মেহমানদারীতে মুখ তো রক্ষা হল!
০৯ মে ২০১৫ দুপুর ০৩:৫৬
260184
বাকপ্রবাস লিখেছেন : হুমমমম
১১
319023
০৯ মে ২০১৫ দুপুর ০৩:২৯
তাসনুভা লিখেছেন : মাছ কাটাকাটি আসলেই কষ্ট
০৯ মে ২০১৫ দুপুর ০৩:৫৬
260185
বাকপ্রবাস লিখেছেন : হ হাসা কথা
১২
319049
০৯ মে ২০১৫ বিকাল ০৪:৫০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার লেখাটা সত্যি অসাধারন হয়েছে।
আমার বাড়ীর আশপাশে হলে না হয় মানুষ একজন জোগাড় করতাম আর নিজে দেশে থাকলে হয়তো আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতাম
জাজাকাল্রাহ
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
260208
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা ধন্যবাদ মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ভাই, বিপদে এগিয়ে আসার জন্য, আমি নিজেও দেশে নাই বানভাসীRolling on the Floor Rolling on the Floor
১৩
319133
১০ মে ২০১৫ রাত ০২:৪৯
১০ মে ২০১৫ রাত ০৩:০০
260255
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন বড় ভাই
১০ মে ২০১৫ রাত ০৩:০৬
260256
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : A new Bloger, doa for me brother..thank u very much..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File