একটুখানি ধৈর্য,নিয়ে যেতে পারে বহু দূর...... ==============================

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০৮ মে, ২০১৫, ০৫:৫২:১৬ বিকাল

পাড়ার সবচেয়ে কালো ছিল যে ভাইয়াটি, যে কি না

মাঝে মাঝেই নিজের ঘরে মুখ লুকিয়ে কাঁদতো,

সেই ভাইয়াটিকেই আজ একটি সুন্দর ফুটফুটে আপুর

পাশে দেখা যায়।

তারা বিয়ে করেছেন।

ক্লাসের শেষ রোলের ছেলেটি— যে কি না

প্রায়ই বিরক্ত হয়ে বই ছিঁড়ে পুড়িয়ে ফেলতো,

তাকেই আজ দেখা যায় পাজেরোতে চেপে

অফিস যেতে।

হ্যাঁ, সে আজ দেশের বিখ্যাত একজন কম্পিউটার

ইঞ্জিনিয়ার।

রাগের কারণে যে ছেলেটি ছিল সবচেয়ে

বিখ্যাত, পাড়ার যেকোন গন্ডগোলে যেই

ছেলেটিকে ছুঁড়ি হাতে দৌঁড়াদৌঁড়ি করতে দেখা

যেত,সেই আজ মাথা ঠান্ডা রেখে পরিচালনা করে

পুরো একটি ব্রিগেড ফোর্স। কাঁধভর্তি চকচকে

স্টার আর জাতীয় প্রতীক শাপলা। সে আজ

সেনাবাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তা ।

যে ছেলেটি এক ফোঁটা রক্ত দেখলেই মাথা

ঘুরে পড়ে যেত, সেই আজ অপারেশন

থিয়েটারে রক্ত নিয়ে হাত মাখামাখি করে ফেলে।

হ্যাঁ, সে আজ দেশের নামকরা একজন ডাক্তার।

..........সবকিছুই বদলে যায়। বদলে যায় সমাজ, মানুষ

আর মানুষের জীবন।

শুধু দরকার একটু ধৈর্যের।

স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটার কাছে

ছ্যাঁকা খেয়ে আজ আপনি আত্মহত্যা করতে

দৌঁড়াচ্ছেন,অথচ আপনি জানেনই না সৃষ্টিকর্তা আপনার

জন্য ক্লাসের নয়,পুরো স্কুলের সবচেয়ে

সুন্দরী মেয়েটাকে সৃষ্টি করে রেখেছেন!

ক্লাস টেস্টে ফেল করে আপনি পড়ালেখাই বাদ

দিতে চাইলেন, অথচ ভবিষ্যতে মেডিকেলের

গেটটি আপনার পদধূলির জন্য উন্মুখ হয়ে অপেক্ষা

করছে!

ছোটখাটো ব্যর্থতা সবার জীবনেই থাকে,

থাকবে!

এই ব্যর্থতায় হতাশ হলে চলবে না। তাহলে দুঃখী

মুখটাতে কখনোই হাসির ঝিলিক দেখা যাবে না।

সবকিছুই একসময় বদলে যাবে। আপনার হতাশাও

একসময় রুপ নেবে প্রাণোচ্ছ্বল হাসিতে!!

কিন্তু দরকার একটু ধৈর্য!

হতাশার সময়টিতে শুধু এই

একটি জিনিসই বদলে দিতে পারে আপনার পুরো

জীবনকে।

.........তাই মানসিকভাবে ভেঙ্গে না পড়ে একটু ধৈর্য

দরুন।

সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন নিজের

উপর। বিশ্বাস রাখুন এই কথাটির উপর—

"হ্যাঁ, আমি পারবই।"

.......তাহলেই হয়তো একদিন ক্লাসের সবচেয়ে

শেষ রোলের ছেলেটিকেই দেখা যাবে

বুয়েটের ক্লাসে বসে দাঁত কেলাতে আর সেই

কেলানো দাঁতে সোনালী রোদ পড়ে

আলোকিত হবে পুরো ক্লাস।

জানি,অনেক পাঠক হয়তো আমাকে প্রশ্ন চূড়ে বলতে পারেন,

"মাকছুদ ভাই,শুধুমাত্র ধৈর্য্যই জীবন সফলতার মূল. চাবিকাঠি?"

না ভাই,আমি বুঝাতে চেয়েছি,হতাশা আর ব্যর্থতা কে আপনি কিভাবে সোনালী স্বপ্নে মাইগ্রেশন করবেন, সেটা!

দার্শনিকদের মতে,জীবনে সফলতার উপাদান ৩টি,

এক/চেষ্টা

দুই/ধৈর্য

তিন/সৃষ্টি কর্তার সাহায্য

বিষয়: বিবিধ

৮৫৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318892
০৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মুমিনের আসল লক্ষ হওয়া উচিত পরকাল তাহলে আল্লাহ ইহকালকে খুবই সহজ বানিয়ে দিবেন। মানুষ অল্পে তুষ্ট হবে। সুন্দর পোস্ট ভাইয়া।
318900
০৮ মে ২০১৫ রাত ০৯:১০
হতভাগা লিখেছেন : আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে আল্লাহর মদদে ধৈর্য্য রেখে (যাতে অভিযোগের লেশ মাত্র থাকবে না ) কাজ করে গেলে আল্লাহই তাকে এমনভাবে সফল করিয়ে দেবেন যা তার কল্পনারও বাইরে ।

সুন্দরী মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া একটা বড় ফিতনা । কারণ , যখন সে ছিল সিঙ্গেল তখন তাকে পাওয়ার জন্য কালো ভাইটিসহ আরও অনেকে কমপিট করেছে । আর এখন পাবার ফলে তাকে কমপিট করতে হবে ঐসব কমপিটিটরদের সাথে, প্লাস সেই সুন্দরী মেয়েটির ভাব মর্জির সাথেও । এটা শিরোপা ধরে রাখার চেয়েও অনেক কঠিন ব্যাপার ।
318903
০৮ মে ২০১৫ রাত ১০:১৯
318904
০৮ মে ২০১৫ রাত ১০:২৭
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
318907
০৮ মে ২০১৫ রাত ১০:৩৬
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : হতভাগা// আপনি মনেহয় আমার কোনো কথায় এক মত হতে পারেন না! সুন্দরী মেয়েকে দিয়ে উদাহরণ দিলাম, আর আপনি সেটাকে মূখ্য বিষয় করে দেখলেন?!
সত্যিকারার্থে,
গঠন মূলক সমালোচক লোক গুলো আমার প্রিয়, সো আই লাভ ইউ!
318909
০৮ মে ২০১৫ রাত ১০:৩৮
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : ঘুম ভাঙাতে চাই // অনেক অনুপ্রাণিত হলাম! ধন্যবাদ ভাইয়া!
318910
০৮ মে ২০১৫ রাত ১০:৪১
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : এ,এস,ওসমান/অনেক খুশী হলাম ভাইয়া!
319050
০৯ মে ২০১৫ বিকাল ০৪:৫২
319069
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি//জাজাকাল্লাহ খাইর.!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File