- হাসি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মে, ২০১৫, ০৪:১৫:৫৭ বিকাল
হাসিটা ঠোটে এসে টুক করে গিলতেই
ভাবলাম থাকনা ছেড়ে দেই ছেড়ে দেই।
না না ছাড়বোনা হাসিটাতো আমারই
হাসিটা জমা থাক সেটা খুব দরকারী।
হাসিটা চেপে রেখে ভাবলাম ঠিক আছে
মোচড়টা খেলাম তবে তলপেটের খুব কাছে।
না না ঠিক নেই ধরে রেখে হাসিটা
ছেড়ে দিয়ে বুঝলাম উবে গেছে ব্যাথাটা।
হাসি তায় ছড়া চাই সময়ের গোড়াতে
অসময়ে হাসি পেলে বলবেনা খাড়াতে।
হাসাহাসি করে তায় চলে যাক দিনটা
জীবনটা কেটে যাক তা ধিন ধিন তা।
০৪.০৫.২০১৫/১৩.০৫
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর লিখেছে।।
আপনি ছন্দে ছন্দে দারুণ লিখতে পারেন তাই বলে অন্য কাউকে অপমান করবেন কেন?
ওনার ভুল থাকলে ওনাকে শুদ্ধ করে দিন! আমার থাকলে আমাকে আমাকেও .....
আমাদের সংস্কৃতিতে কিছু কুসংস্কার ঢুকে পড়েছে যা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে চলে যায়। কিন্তু আমরা সচেতন হবার বদলে মাথা গরম করি!!!
সত্য সবসময় সবার কিছুর উপরে এটা মানতে পারলেন সব সমস্যার সমাধান।
মনে করবেননা আপনাকে আমি জ্ঞান দিতে চাচ্ছি... আমি শুধু মাত্র স্বরন করিয়ে দিচ্ছি, বাকিটা আপনার চেতনা ও সিদ্ধান্তের বিষয়। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন