- হাসি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মে, ২০১৫, ০৪:১৫:৫৭ বিকাল



হাসিটা ঠোটে এসে টুক করে গিলতেই

ভাবলাম থাকনা ছেড়ে দেই ছেড়ে দেই।

না না ছাড়বোনা হাসিটাতো আমারই

হাসিটা জমা থাক সেটা খুব দরকারী।

হাসিটা চেপে রেখে ভাবলাম ঠিক আছে

মোচড়টা খেলাম তবে তলপেটের খুব কাছে।

না না ঠিক নেই ধরে রেখে হাসিটা

ছেড়ে দিয়ে বুঝলাম উবে গেছে ব্যাথাটা।

হাসি তায় ছড়া চাই সময়ের গোড়াতে

অসময়ে হাসি পেলে বলবেনা খাড়াতে।

হাসাহাসি করে তায় চলে যাক দিনটা

জীবনটা কেটে যাক তা ধিন ধিন তা।

০৪.০৫.২০১৫/১৩.০৫

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318087
০৪ মে ২০১৫ বিকাল ০৪:৩৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : হাসিটা আপনারই।
সুন্দর লিখেছে।।
০৫ মে ২০১৫ রাত ০২:১৫
259469
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল কিন্তু
318091
০৪ মে ২০১৫ বিকাল ০৪:৫৮
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ প্রিয় আবু সামীহা ভাই। হাসিটা সত্যিই অতুলনীয়। তাই আরো একটি হাসি উপহার দিলাম

০৫ মে ২০১৫ রাত ০২:১৬
259471
বাকপ্রবাস লিখেছেন : হা হা একেবারে বেহেস্ত এর হাসি, ধন্যবাদ আপনাকে এমন সুন্দর হাসিটা উপহার দেবার জন্য
318093
০৪ মে ২০১৫ বিকাল ০৫:০৭
অনেক পথ বাকি লিখেছেন : ওয়াও চো চুইট হাসি। Big Grin Big Grin Big Grin
০৫ মে ২০১৫ রাত ০২:১৭
259472
বাকপ্রবাস লিখেছেন : হা হা থেংক্স ভাইযান
318095
০৪ মে ২০১৫ বিকাল ০৫:১১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ মে ২০১৫ রাত ০২:১৭
259474
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন
318199
০৫ মে ২০১৫ রাত ০২:০৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি দেখি ফেসবুকে এক জনের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন!! ! কেউ ভুলে আছে বলে সে অন্য কোন কারও ভুলের কথা বলতে পারবেনা এমন মানসিকতা নিন্দনীয়!!!


আপনি ছন্দে ছন্দে দারুণ লিখতে পারেন তাই বলে অন্য কাউকে অপমান করবেন কেন?


ওনার ভুল থাকলে ওনাকে শুদ্ধ করে দিন! আমার থাকলে আমাকে আমাকেও .....
০৫ মে ২০১৫ রাত ০২:১৪
259467
বাকপ্রবাস লিখেছেন : গায়ে পড়ে অতি ইসলাম দেখালে আমার গাত্র জ্বালা করে, মেজাজ ঠিক থাকেনা
০৫ মে ২০১৫ রাত ০২:২৯
259475
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অতি ইসলাম বলে কিছু আছে নাকি?
আমাদের সংস্কৃতিতে কিছু কুসংস্কার ঢুকে পড়েছে যা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে চলে যায়। কিন্তু আমরা সচেতন হবার বদলে মাথা গরম করি!!!

সত্য সবসময় সবার কিছুর উপরে এটা মানতে পারলেন সব সমস্যার সমাধান।

মনে করবেননা আপনাকে আমি জ্ঞান দিতে চাচ্ছি... আমি শুধু মাত্র স্বরন করিয়ে দিচ্ছি, বাকিটা আপনার চেতনা ও সিদ্ধান্তের বিষয়। ধন্যবাদ।
০৫ মে ২০১৫ রাত ০৩:০৩
259480
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File