এস বি থেকে বি ডি টু ডে তে...
লিখেছেন লিখেছেন nirvik sottobadi ০৪ মে, ২০১৫, ০৩:১১:১৩ দুপুর
আসসালামু আলাইকুম সবাইকে। যেদিন এস বি ব্লগ বন্ধ করে দেয়া হয় সেদিন থেকেই বি ডি টুডে পড়ে আসছি। কিন্তু রেজিস্টার করার আগ্রহ পাইনি। মন খারাপ করেই পড়ে যেতাম। নাই মার চেয়ে কানা মা ভাল এই সেন্সে।
যদিও এসবি বল্গের অনেক কে যেমন আবু জারীর ভাই, দ্য স্লেভ, রেহনুমা বিনতে আনিস, বাকপ্রকাস এধরনের অনেক কে দেখে কিছুটা শান্তনা পেয়েছি। আর নতুন সবাই তো আছেনই।
তার পরেও এসবির মত পরিপূর্ণতার অভাব ফিল করেই যাই। কিন্তু কখনো পড়া বাদ দেইনি। কয়েকবার রেজিস্ট্রেসন করেও ওপেন করতে পারিনি।তাই আরো আগ্রহ কমে যায়। আমি অবশ্য ওখানেও খুব কমই লিখতাম। দুএকটা লিখা আর কমেন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম।
দেশের অবস্থা নিয়ে মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয় আবার ভাবি অযথা সময় নস্ট।
জানিনা আবার আগের নামেই রেজিস্টার করলাম, যদিও বাংলায় নামটা হচ্ছিলনা তাই ইংরেজি তে হওয়ায় ক্ষমাপ্রার্থী সবার কাছে।
আর আমার বল্গে যেটা আমি এসবির প্রথমটায় লিখেছিলাম সেটা এখানেও একটু শেয়ার করতে চাই। সমালোচনা আমি পছন্দ করি কিন্তু তার নামে খারাপ ভাষা বা গালিগালাজ আমি মোটেও পছন্দ করিনা,অন্তত আমার বল্গে। যেখানে অনেক ব্লগই পড়া যায়না অশালিনভাষার কারনে।
নবী করিম (সাঃ) এর মত আমাদের সবার ভাষা হউক সুন্দর ও শালীন এই কামনায়।
আর অনেকদিন পর বাংলা লিখায় বানানের সমস্যার জন্য সবার কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ...
শুভ ব্লগিং
ধন্যবাদ পরামর্শের জন্য। মাঝে মাঝে ছোটরা
বড়দের চেয়ে ভালো পরামর্শ দেয়
পুরাতনদের সঠিক দিক নির্দেশনায় নতুনরা তাদের ভিত মজবুত করবে-এটাই নিয়ম!
আন্তরিক ফুলেল শুভেচ্ছা আপনাকে হে শ্রদ্ধেয়!
আপনাদের থেকেই কিছু শিখতে চাই আমরা সাধারণরা!
দুঃক্ষিত আমিও সাধারনদের একজন
মন্তব্য করতে লগইন করুন