- কে জানে!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ মে, ২০১৫, ০২:২১:৩৯ দুপুর

দিনে বাড়ছে বয়স

রাত্তিরে যায় কমে,

কি যে হল আমার

কে জানে, কে জানে!

যাচ্ছি আমি ভুলে

পড়ছে আবার মনে

হচ্ছি নাকি বুড়ো

কে জানে, কে জানে!


পাচ্ছি মজা গানে

জাগছে সুর প্রাণে

পড়ছি নাকি প্রেমে

কে জানে, কে জানে!

চুলটা যাচ্ছে পেকে

কলব করছি হেকে

দেখছে লোকে ভাবছেটা কি

কে জানে, কে জানে!


হাসছে রাগছে বউ

বলল এদিক আ-ও

আহা... পিঠে ব্যাথা কেন?

কে জানে, কে জানে!

বিষয়: বিবিধ

৮২৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317758
০২ মে ২০১৫ বিকাল ০৪:০৯
আহসান সাদী লিখেছেন : আমি জানি না ভাই। কি জানি কে জানে!
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
258900
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor পুষ্পিতা আপু জানে নিচে নামেন দেখতে পাবেন
317771
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০০
পুস্পিতা লিখেছেন : মানুষ বৃদ্ধ হওয়ার অর্থ যেন শিশুকালটিই ফিরে আসা। একটি নির্দিষ্ট বয়সের পর বয়স যত বাড়বে শিশুদের মতোই যেন সবকিছু হয়ে যায়।
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
258901
বাকপ্রবাস লিখেছেন : হুম, বাবার কথা বললেই ভয় পেতাম যখন হুংকার দিতো তখন দুনিয়া আন্ধার ছিলো, এখন আমাদের ভয়ে থাকে, অবাক লাগে মানব চক্য
০২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
258902
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ আপু
317813
০২ মে ২০১৫ রাত ০৯:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হুম!!
রাত্রে ইয়ং হচ্ছেন।
উনি জানে? না খবর দিমু পতেঙ্গায়!
০৩ মে ২০১৫ রাত ০১:০৬
258981
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Crying Crying Crying ধ্যুর আমনে শুধু ডর দেহান

317843
০৩ মে ২০১৫ রাত ০৩:১২
আব্দুল গাফফার লিখেছেন : জটিল সমস্যা ! Thinking Big Grin Big Grin
০৩ মে ২০১৫ সকাল ১১:০৯
259048
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File