@@আমার বন্ধু গাজী @@
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০২ মে, ২০১৫, ০১:০৮:০৬ দুপুর
আমার বন্ধু গাজী! ন্ম্র-ভদ্র রাগী
না কভু ধূমপান,করুণ সুরে গায় গান
মাসাল্লাহ মুখে তার সুন্নতি দাঁড়ি ।
সাবালক বলে নয় !খাটি মধু যারে কয়
চোখ দুটো ছল-ছল ,বিশ্বাস মনোবল
স্বপ্নবিভোর হৃদয় খানা সত্যিই বিস্ময় !
মায়া ভরা মুখখানা ,মনে হয় চাঁদ মামা
অল্পতে খুশি রয়! নয় সে নির্দয়
ক্ষণিকের এই ধরা,নেই বিমা সঞ্চয় !
ঘুণে ধরা সমাজ দেয়, যাদের কদর
বন্ধুর সম হতে লাগবে,হাজার বছর ।
উৎসর্গ প্রিয় ব্লগার গাজী সালাউদ্দিন
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথায় কথায় ফাকি!
পড়া-লেখায় মন বসেনা
খেলায়-দোলায় বেশি!
স্কুলের কথা বলে দেখে সিনেমা
খেলতে গিয়ে সবার সাথে,বাধায় হাঙ্গামা।
আপনি বলছেন, ইয়াহু, আমি বলব, জিমেইল, তাতে কার বাবার কি!!!!!!
ধন্যবাদ বন্ধু কবিতার জন্য ।
আমি দানব আমি হিংস্র
দুর্লভ প্রণয় তব হয়নি শ্রেয়
আমার এ হৃদয়,হৃদয়হীন
আমার মন বলে কিছু নেই
হৃদয় বলেও কিছু নেই
আমি সর্বহারা আপনাতেই
অনেক করে ধন্যবাদ আফ্রুমনি ।আফ্রুম্নির জন্য
আমাকে কেউ পোস্ট করবে, তা চিন্তাও করতে পারি না, অথচ তাই হল!!!!! একবার আফরা আরো অনেকের সাথে আমাকে নিয়েও পোস্ট করেছিল, তখন বেশ ভালো লেগেছিল, কিন্তু আজকের ভাললাগা সব ভাললাগাকেই ছাড়িয়ে গেলো!!!!!!
আমাকে ভালো বাসে, তাতে আমি অনেক বেশি কৃতজ্ঞ, তবে অনুরোধ, এই অফুরন্ত ভালোবাসা অব্যাহত রাখবেন!
অভিজ্ঞতায় ঝোলা ভরা! তাইনে? @ আবু জান্নাত
আমি তোমার বন্ধু হব!
বিনিময় কি পাবো জানিনা!
তবুও ভালোবেসে যাব!
তোমার সুখে সুখি হব!
এটাই মোর কামনা!
মানুষ বলে আমার একখান আছে মন
সেই মনটির সঙ্গ পেতে সঙ্গী প্রয়োজন
তোমার মন তুলিতে,রঙ ঝুলিতে
একটু যায়গা দাও!
বন্ধু করে নাওনা আমায়
বন্ধু করে নাও ।
বাচা গেল, কথায় কথায় যদি সূর বের হয় তবে তবেরে মমতা................
বনবনিয়ে ঘুরছে মাথা,
এওকি তবে হয়!
অভিন্ন হৃদয় হবে,
সুখ দুঃখে সঙ্গে রবে,
বনধু তারেই কয়৷
প্রিয় বন্ধুর জন্যে ছন্দময় উপস্হাপনা ভালো লাগলো অনেক!
অনেক অনেক ভালবাসা ও জাযাহুমুল্লাহ বন্ধুদের জন্যে!!
মানুষই বারবার সাগরপাড়ে আসে,
ফিরেও যায়, মনে রাখহে মুহূর্তগুলো
সাগর কিন্তু সেখানেই রয়ে যা্য
বন্ধুত্বের সাগরপাড়ে আমারও তেমনি আসা যাওয়া
“ দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই॥
“ তোমার বন্ধু হচ্ছে সে, যে তোমার সব খারাপ দিক জানে; তবুও তোমাকে পছন্দ করে॥ ”
—অ্যালবার্ট হুবার্ড
“ বন্ধুর সাথে এমন ব্যাবহার কর যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়॥ ”
—প্লেটো।
“ বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন॥ ”
—সক্রেটিস।
আফসোস হচ্ছে, আমাকে নিয়ে যদি কেউ একটা কবিতা/প্রেমবিতা/ছড়াবিতা লিখতো! কত্তনা খুশি লাগতো আমার।
শুধু বলব তুমি সুন্দর
তুমি অনেক সুন্দর!
তার চেয়েও সুন্দর
তোমার ওই মনটা
তার চেয়ে সুন্দর
তোমার ওই হাসিটা
দেখতে লাগে বাচ্চা কালের পাজি
আল্লাহর ইচ্ছায়
হবেন হয়ত যুবক বয়সে হাজ্জি।
মন্তব্য করতে লগইন করুন