***সমকালীন আহবান***
লিখেছেন লিখেছেন egypt12 ০২ মে, ২০১৫, ১০:৪৭:৫৩ সকাল
যুবকের পরিকল্পনা-
পরি উড়ে গিয়ে
কল্পনা হতে দেখেছো?
এসো এদেশে;
যেথা অনিঃশেষ স্বপ্ন ভাংগে;
বহু যত্নে যা এঁকেছো।
.
এখানে ভাষার ব্যাকরণও
এখন পাল্টে যাচ্ছে;
তাই শান্তির অপর নাম
অলীক কল্পনাই লিখা হচ্ছে।
.
শ্রদ্ধা-সংলাপ-একতা এখানে
প্রত্যাশার স্পর্ধা,
যা নিয়ত চাইছে আপামর
শিশু থেকে বৃদ্ধা।
.
এখন উন্নতি-প্রবৃদ্ধি-অগ্রগতি
গালির অপর নাম,
এটাই চাইছো? ভালো হবেনা
আমার-তোমার পরিণাম।
.
অনেক কিছু অচল এ ভূমে-
তবুও সচল কিছু কাজ,
ইচ্ছে হলেই পড়তে পারো
ফুকো প্রেমিকের ক্লাউন সাজ।
.
ইচ্ছে হলেই বসাতে পারো
আষাড়ে ছড়ার আসর,
ইচ্ছে হলেই টিএসসিতে
করতে পারো বাসর।
.
এসব করায় দোষ নেইতো
পাবে সুশীল আখ্যা,
বিপরীতে হাটলে কেবল
হবেনা তোর রক্ষা।
.
হে যুবক- হে সাধক
এখন বলো তুমি;
কোন পথটা তোমার কাছে
মনে হলো দামী?
.
কোন পথে আজ মুক্তি বসে
কোন পথে আজ রুদ্ধতা;
জেনে এসো নবীন নেতা
হটাও আলোর বদ্ধতা।
.
০১/০৫/১৫
বিষয়: সাহিত্য
৯৬৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রবীন শেখায় যাহা,
শুশীলই তাদের গুরু৷
খয়রাত করা কালচার,
ময়ূর পুচ্ছ কিছু ভালচার,
সবক শেখানো করেছে শুরু৷
মন্তব্য করতে লগইন করুন