-আজকের যতো নির্বাচনিক কাব্য (All in one)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ এপ্রিল, ২০১৫, ০৯:০০:১০ রাত



১.

ক্রিকেট খেলা দেখাইয়া

ভোট নিল কাড়িয়া

কেন্দ্র দখল এজেন্ট নাই

নির্বাচন বর্জন তাই।

২.

ভোট দিলো পোলাপান

ভোটার হয়নি তবু

জাল ভোটের মহড়ায়

ব্যালট বাকস উবু।

৩.

ঘরে বসে ভোট দেবেন

সিস্টেম করা আছে

কেন্দ্রে গিয়ে কাজ হবেনা

ছাত্রলীগ নাচে।

৪.

ডিজিটাল ভোট ভাইরে

ডিজিটাল ভোট

লুংগি খিইচ্ছা দিলাম দৌড়

কেন্দ্র যখন লুট।

৫.

চেয়ার মার্কায় দাঁড়ায়নি কেউ

চেয়ার তবু উড়ে

অবাক কান্ড দেখে এলাম

ভোট কেন্দ্র জুড়ে।

৬.

খাইয়া আর কাম নাই

ভোট কেন্দ্রে যায়

টিসুম টিসুম যুদ্ধ চলে

বুবুর ইশারায়।

৭.

অ বুবু তোর দোহায় লাগে

ভোট দিমুনা আর

পয়সা খরচ সময় নষ্ট

নির্বাচন কি দরকার।

আজীবন তুই গদিতে থাক

শাড়ীর কুচি খেইচ্ছা

ইচ্ছা হলে গালি দিবি

চুতিয়া বাংগালী লুইচ্যা।

তবুও তুই শান্তিতে থাক

করবোনা গুই গুই

সালাম বুবু হাজার সালাম

গড মাদার তুই।

৮.

নির্বাচন কারে কয়

বুঝলাম এতো দিনে

ব্যালট বাকস কুত কুত খেলে

ভোট দেয় জিনে।

৯.

ভোটের খেলায় ঝড় ছিলো

কে জিতে কে হারে!

খেলার আগেই ফলাফল

কেন্দ্র দখল করে।

১০.

আম্মু আমি ভোট দেব

দিচ্ছে সবাই দেখো

ভোটার হতে বয়েস লাগে

সেই চিন্তা রাখো।

রামিন দিচ্ছে রাহিন দিচ্ছে

দিচ্ছে শাহানা

আমি কেন দেখবো শুধু

তা হবেনা।

আমিও গেলাম ভোট দিতে

বয়েস সবে ছয়

ভোট সবাই দিচ্ছে দেখো

ভোটার যারা নয়।

১১.

ভেবেছিলাম ভোট দেবো

অবাক কান্ড হায়!

আগের রাতেই হয়ে গেছে

ব্যালট বাক্স ছিনতায়।

ইলেকশানটা সিলেকশনের

বুঝিনাইতো আগে

জাল ভোটের বন্যা দেখে

ছিড়ি চুল রাগে!

১২.

- লিমেরিক

নির্বাচনের গরমে ব্যালট বাকসো পুড়ছে

মেজাজটাও চরমে অপজিশন ধুকছে

বাকশাল

মিঠাঝাল

খেতে খেতে জনগণ হতাশায় ঝুকছে।

১৩.

- রাজনীতি থেকে অবসরে গেলেন মনজুর

ছেড়ে দে মা কেঁদে বাঁচি

নাম নেবনা মুখে

আগে কতো ভালো ছিলাম

ছিলাম তোর বুকে।

ভুল করেছি মেয়র হয়ে

খেপিয়ে ছিলাম তোকে

পুড়ছি আমি মনে প্রাণে

গ্যাস্ট্রিক হলো বুকে।

ব্যাবসা পাতি যা আছে সব

করবো মন দিয়ে

খেপিসনে মা কথা দিলাম

খেলবনা ভোট নিয়ে।

ডোনেশান যা দিতাম আগে

দেবো আবার দেবো

বিনিময়ে আচল তলে

ঠাঁইটা দিস মাগো।

১৪.

- গণতন্ত্রের খাঁচা

ভোট কেন্দ্রে গিয়ে দেখি

ব্যালট বাকসো নাই

ছাত্রলীগ ধাওয়া করে

পালায় পালায় পালায়।

প্রধনামন্ত্রী হেসে বলে

কোথায় যাও বাচা

এই দেখো তোমার জন্য

গণতন্ত্রের খাঁচা।

এখানেইতো নিরাপদ

মারবেনা কেউ ঢুস!

নড়াচড়া করলে কিন্তু

ফুটে যাবে ঠুস।

যেই কথা সেই কাজ

জানটা আগে বাঁচুক

গণতন্ত্র বন্দী খাঁচায়

প্রধানমন্ত্রী হাসুক।

১৫.

নির্বাচনের তামাশা

দেখছি হর হামাশা

খাচ্ছি যেন বাতাসা

হচ্ছে আবার আমাশা।

ডাক্তার বলে দেখি দেখি

উল্টা পাল্টা খাচ্ছোটা কি?

লাথি মারো গদিতে

দেশকি তাগো তালুক নাকি!

১৬.

নির্বাচন নাকি সুস্থ্য ছিলো

অসুস্থ্য নির্বাচন কমিশনার

ডাক্তার বলল টান পড়েছে

নাভির নিচে আবার।

সরছেনো-তে পানির পাইপটা

আটকে যাচ্ছে তাই

অ-কেজো মাল পাল্টাতে হবে

আর উপায় নাই।

28.04.2015

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317337
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভোট টা আপনাকেই দিলাম!
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৯
258485
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৯
258486
বাকপ্রবাস লিখেছেন : রাখেন আগে খাড়াইয়া লই
317370
২৮ এপ্রিল ২০১৫ রাত ১১:২২
বৃত্তের বাইরে লিখেছেন : ফলাফল কি হবে তা আগে থেকেই জানা। দরকার ছিল একটা নাটক মঞ্চস্থ করা। এই সুযোগে বিরোধী দলগুলো কিছুটা সাহস যোগাতে পেরেছে। তা না হলে মানুষ তো ভুলেই গিয়েছিল যে দেশে আওয়ামী লীগ ছাড়া আরও কোনো দল আছে।
২৮ এপ্রিল ২০১৫ রাত ১১:২৪
258512
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying Crying
317377
২৮ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : চরম গরম চরম গরম Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২৮ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৩
258518
বাকপ্রবাস লিখেছেন : পরম ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File