জাগো মুসলিম জাগো
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৮ এপ্রিল, ২০১৫, ০৯:১৪:০৯ রাত
ধর্ম বিরোধীর পা চেটে চেটে
গালভরা মহাশয় বুলি,
আল্লাহ্ রাসূলের কটাক্ষকারীদের
আর কতো নিবি পদধুলি।
আর কতোদিন তোরা জুতা খাবি
খেয়ে লজ্জা শরম,
ওহে মুসলিম জাতি জাগো
উঁচিয়ে ধরো পায়ের খড়ম।
দিকে দিকে হাকিছে আজ
মুসলিম বিদ্বেষ,
ডুবে আছো পাপে, জাগো
শত্রু করো শেষ।
দিকে দিকে আজ বারুদের গন্ধ
লেলিহান অগ্নিশিখা,
অলস হয়ে গৃহে বসে
যায় না তো আর দেখা।
আর কতো গুম, হত্যা, ফাঁসি
গুলি, গ্লানি অপমান,
হাজারো জনতার ভীড়ে
করে তারা বস্ত্রহরণ।
অনুচিত দুষ্কর্মে বিভোর
ওহে মুসলমান,
তাই তো ধর্ষিতা মা বোন
হারিয়েছে মান সন্মান।
গ্লানির বোঝা হচ্ছে ভারী
বাড়ছে সদা খুন ধর্ষণ,
অন্যায়ের বিরুদ্ধে গড়তেই হবে
তীব্র আন্দোলন।
বিষয়: বিবিধ
১৯৪৩ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মূল্যবান মন্তব্যটির জাজাকাল্লাহু খাইর।
আল্লাহ্ পাক আমাদের সকলকেই হেফাজত করুণ। আমীন।
উঁচিয়ে ধরো পায়ের খড়ম।
দেখেছো?
জাজাকাল্লাহ খুব ভালো লাগলো।
তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
কবিতা ভালো হলো তো তাই।
) ) ) )
জাজাকাল্লাহ খাইরান রক্ত গরম করা কবিতার জন্য ।
রক্ত গরম হয়েছে বুঝি আমার ছোট্ট আপির?
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার সাথে একমত। এরূপ পরিস্থিতির উদ্ভব না হলে একটি মুসলিম দেশে কীভাবে এতোসব কুৎসিত ঘটনা ঘটতে পারে?!!
ভীষণ কষ্ট হয়!!
কেমন আছেন আপুম্নি?? লিখেন নে কেন আপু??!!
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবেন বেশী বেশী করে।
তোমার উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখিও বেশী বেশী করে।
স্বীয় দায়িত্ব ভূলে জাগতিক বিষয়ে উদ্ভ্রান্তের মত ছোটে চলা মুসলিম সমাজ কে নিজের কর্তব্য ও অধিকার আদায়ে জাগানিয়া আহবানে অনেক অনেক ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান হে শ্রদ্ধেয়া আপুজ্বী!!
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবেন বেশী বেশী করে আবেদন রইলো।
আরো একটি বোঝা আছে, তা হল ডিজিটাল নির্বাচন। ধন্যবাদ।
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। সবাই কেমন আছেন?
কথা নেই কেন? বোনের উপর অনেক অভিমান বুঝি?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আহারে... আপনার সমস্যার কথা জেনে খুবিই কষ্ট পেলাম সেইসাথে লজ্জিত হচ্ছি অহেতুক আপনার সাথে ফান করার জন্য। জাজাকাল্লাহু খাইর।
খেয়ে লজ্জা শরম,
ওহে মুসলিম জাতি জাগো
উঁচিয়ে ধরো পায়ের খড়ম।
আপনার এ কবিতা ঘুমন্ত শার্দূলদের জাগাতে অনুপ্রেরণার খোরাক হিসেবে কাজ করবে আশা রাখি। এ ধরণের লেখা আরো বেশী আশা করি। কিছু দিন আগে ফেইসবুকে একটা পোস্ট দিয়েছিলাম মাত্র দু'লাইনে। তা হলো-
অচেতন ঘুমে আজ সিংহ-শার্দূল, সত্যের কাণ্ডারি ।
সর্বস্ব ব্যয়ে, উদ্যত অবিরত বাতিলের ধ্বজাধারী।
জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
আপনি দু লাইনে যা প্রকাশ করেছেন আমি তা অসংখ্য লাইনেও ব্যক্ত করতে পারিনি সেটাই আমার সীমাবদ্ধতা!!
আর হ্যাঁ ভাইয়া আপনার থিসিস পেপারের আয়োজন কতদূর?
আমি তো ভেবেছিলাম তুমি আর আমার লিখায় মন্তব্য করতে আসবে না!! কয়েকদিন দিন যাবত যা লক্ষ্য করেছি তার আলোকেই এই ধারণা হয়েছে আমার। আমার ধারণা ভুলও হতে পারে!!
ঘুম ভাঙ্গানিয়া ও আশা জাগানিয়া বেশী বেশী লিখা চাই।
তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবে বেশী বেশী করে আবেদন রইলো।
আপু এমন মনে হবার কি কারণ? আমি তো কিছুই বুঝতে পারছিনা। যাইহোক আপি আমি কারো উপরে রাগ করিনা। কারো উপর রাগ করে ফেললে, কেউ আমার কথায় কষ্ট পেলে উল্টা আমার নিজেরই মন খারাপ হয়। আর আপু সাদিয়া আপুও কেন জানি এটা বলেছে আপুর লেখায় কমেন্ট করেছি, "বাসায় লুকিয়ে লুকিয়ে ব্লগ লেখতাম ছোটবোনের ল্যাপটপটা ব্যাবহার করে। ছোটবোন তার ল্যাপটপ নিজের কতৃত্বে নিয়ে নিয়েছে। বাসার কম্পিউটারটা সমসময় ছোটদের দখলে থাকে সেটায় হাত দিতে গেলে তুলকালাম কান্ড হয়ে যাবে, বড় ভাইয়ের ল্যাপটপে হাত দেয়ার সাহস নেই আর নিজের মোবাইলটা হারিয়ে গেছে তাই লেখালেখি এখন খুব কঠিন হয়ে গেছে ইচ্ছা হলেও তেমন উপায় নেই। ইচ্ছে তো হয় সারাদিন লেখি কিন্তু হয়না। আমার উপর আমার ফ্যামিলির লোকেরা খুবই বিরক্ত, রাগান্বিত তাই সেদিক দিয়েও সবসময় খুব চাপে থাকতে হয়, কটুকথা শুনতে হয়, মাঝেমাঝে খুব পালিয়ে যেতে ইচ্ছে করে। এর মাঝেও যখন হয়ত সুযোগ পাই কিছু লিখে ফেলি যা তোমাদের চোখে আটকায়। কেউ বা আবার ক্ষেপে যায়। আর আমার লেখার চাইতে তোমাদের লেখাগুলো পড়তেই বেশি ভাল লাগে। তোমাদের ব্লগিংয়ের সামনে আমি তো শিশু।" এই হল ব্যাপার বুঝেছ?তুমি তো আপু কেন রাগ করব?
মন্তব্য করতে লগইন করুন