ঃঃঃঃঃঃদুষ্ট জনের মিষ্ট কথাঃঃঃঃঃঃঃ

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৮ এপ্রিল, ২০১৫, ০৯:৩০:৫০ রাত



জীবনের অনেক সঞ্চয় বয়সের সাথে হারিয়ে বা নষ্ট হয়ে গেলেও কিছু কিছু আজও মনের এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে৷ আজ অনেক দিন পরে হঠাৎ করে শেখ সাদী রঃ এর একটা উক্তি মনে পড়ল৷ অবশ্য তাকে খুঁচিয়ে জাগিয়ে তোলার জন্য বাংলাদেশের বর্তমান সিটি নির্বাচনে কিছু দায়ীত্ববান মানুষদের মূল্যবান উক্তিকে দায়ী করা যেতে পারে৷

সেখ সাদী সাহেব জনগনের জন্য অনেক উপদেশ রেখে গেছেন, যার মধ্যে একটি হল;-‘আকেবাতে গর্কেজাদাহ গর্ক শুধ, গর্চে বা আদমী বুজুর্গ শুধ’৷যার বাংলা করলে হয়, ব্যাঘ্র শাবক ব্যঘ্রই হবে অবশেষে/যদিও সে পালিত হয় ভদ্র মনুষ্য পরিবেশে৷ বাঘের বাচ্চাকে যদি কেউ ভদ্র মানুষের পরিবেশে বড় করে তোলে তুও সে বাঘেরই বাচ্চা৷ সেকি মাংস খাওয়া ভুলে যবে? যাবেনা৷ কেননা এটি তার জন্মগত স্বভাব৷ হয়ত একদিন তার সেই স্বভাব মাথা চাড়া দিয়ে উঠবে, আর তার মুনিবকেই আক্রমন করবে৷ তাই কোন অবস্থাতেই তাকে নিরামিষাশী বলে বিশ্বাস করা ঠিক নয়৷

কিন্তু অবাক হবার বিষয়, কুকুর ও ঘোড়া এর থেকে কিছুটা আলাদা৷ মরহুম শেখ সাদী সাহেবের আরও একটি উক্তির দু লাইনের প্রথম লাইনটি মনে আসছে না (কারও জানা থাকলে মনে করিয়ে দিতে অনুরোধ রইল) দ্বিতীয় লাইনটি হল;-‘সাগে আসহাবে কাহাফ ব রোজে চান্দ মরদুম শুধ’৷ যার অর্থ, আসাবে কাহাফের কুকুরটি অল্প দিনেই মানুষ হয়ে গিয়েছিল, অর্থাৎ মানুষের আচরণে অভ্যস্থ হয়ে গিয়েছিল৷

ছোট বেলায় বাড়িতে কুকুর পোষার সখ আমারও ছিল৷ আমাদের সংসরে আমরা তাকেও আমাদের সদস্যের মতই মনে করতাম৷ বাজারে কসাইয়ের দোকান থেকে গোশ্তের ছাঁট এনে দিতাম, তার সাথে খুদ ও মশলাদিয়ে আমার মা তার জন্যে আলাদা খিচুড়ী রান্না করে খাওয়াত৷ ফলে সে আমাদের একান্ত আপন হয়ে যেত৷ আমাদের রান্নাঘর খোলা থাকলেও কোনদিন সে হাঁড়তে মুখ দিতনা,বরং দরজায় পাহারা দিয়ে বসে থাকত৷ খুলনায় আসার পরও আমার কুকুর পালা অভ্যাস যায়নি৷ আমার অফিস যেতে প্রায় এক কিলো মিটার দূরে নদী পার হয়ে যেতে হত৷ কুকুরটি কতদিন আমি বা আমার মায়ের সাথে এসে নদীর পানিতে নেমে দাঁড়িয়ে থাকত৷ আবার বাড়ি ফিরে যেত৷

আর ঘোড়ার কথা আল্লাহ তায়ালা নিজেই সুরা ‘আদিয়াতে’ বলেছেন, তিনি সাধারণ একটি ঘোড়ার সাথে মানুষের তুলনা করে শিক্ষা দেবার চেষ্টা করেছেন৷ ঘোড়ার মনিব শুধু মাত্র তাকে যত্ন করে পালন করে আর আহার যোগাড় করে দেয়, তাতেই সে তার মনিবের এত কৃতজ্ঞ যে তাকে পিঠে নিয়ে তলোয়ার বর্শা তীরের ভয়কে তুচছ্করে যুদ্ধ ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে, আগুনে ঝাঁপ দেয়৷ অথচ মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, বাক বুদ্ধি বিবেচনা দিয়েছেন, পৃথিবীর যাবতীয় তার অধীনে করেছেন, আহার বাসস্থান, বসন রষণা দিয়েছেন, তার পরও তারা আল্লাহর আদেশ নিষেধ মানেনা৷ তার জন্য জীবন দেওয়াতো দূরের কথা৷

অনেক পেচাল করে আপনাদের সময় নষ্ট করলাম৷ এবার গোড়ার কথায় ফিরে যাই৷ সিটি নির্বাচনে আর একবার প্রমান হল যে, শেয়াল মাংশ খাওয়া ছেড়ে দিয়েছে বল্লেও মোরগের উচিৎ নয় তার সাথে বন্ধুত্ব করা৷

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317332
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৮
হতভাগা লিখেছেন : বিএনপির চরম বোকামী হয়েছিল নির্বাচনে আসাতে । কারণ এতে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন তারা গড়ে তুলেছিল তা আর গজিয়ে উঠতে পারবে না ।

২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:২১
258526
শেখের পোলা লিখেছেন : ভবিষ্যতই তা বলে দেবে৷ হয়ত আবারও সাধারণের জান কোরবানের সময় আসছে৷ ধন্যবাদ৷
317336
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শেখ সাদির উপদেশ শুনা নিষেধ!
এখন শুধু জাতির বাবা আর তাদের বংশধর রাই উপদেশ দিবেন!
২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:২৩
258527
শেখের পোলা লিখেছেন : বাবা যখন মেনেছেন উপদেশও মানতেই হবে৷ নচেৎ ত্যজ্যপুত্র৷ ধন্যবাদ৷
317345
২৮ এপ্রিল ২০১৫ রাত ১০:০৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। অনেক গুরুত্বপূর্ণ একটি লিখা মাশাআল্লাহ্‌। সব কিছুর যেমন শেষ আছে অন্যায়কারীদের পরিণতিও ঠিক তেমনি হবে। দুশ্চিন্তার কোন কারণ নেই। জাজাকাল্লাহু খাইর।
২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:২৫
258528
শেখের পোলা লিখেছেন : অ আলাইকুমুস সালাম৷ অবশ্যই একদিন সব কিিছুর শেষ হবে৷তা যত তাড়াতাড়ি হয় ততই ভাল৷৷ ধন্যবাদ৷
317353
২৮ এপ্রিল ২০১৫ রাত ১০:৩২
আফরা লিখেছেন : আমি রাজনীতি তেমন বুঝি না ,মনে হয় বি এন পি নির্বাচনে এসেছিল আন্দোলনের ব্যার্থতা ডাকার জন্য । তা ছাড়া এটা পাগলেও বুঝে নির্বাচন যে এরকম হবে ।

ধন্যবাদ চাচাজান সুন্দর লিখার জন্য ।
২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:২৭
258529
শেখের পোলা লিখেছেন : শুভেচ্ছা নিও৷ আমার মনে হয় পাঁচ সিকার মুরগী দিয়ে শেয়ালের ঈমান পরীক্ষা করতে বি এন পি এসেছিল৷
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৩
258565
দ্য স্লেভ লিখেছেন : @ আফরা ,আপনার দেখী অনেক বুদ্ধী Surprised Surprised Surprised Surprised
317371
২৮ এপ্রিল ২০১৫ রাত ১১:২৩
বৃত্তের বাইরে লিখেছেন : ফলাফল কি হবে তা আগে থেকেই জানা। দরকার ছিল একটা নাটক মঞ্চস্থ করা। এই সুযোগে বিরোধী দলগুলো কিছুটা সাহস যোগাতে পেরেছে। তা না হলে মানুষ তো ভুলেই গিয়েছিল যে দেশে আওয়ামী লীগ ছাড়া আরও কোনো দল আছে।
২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:৩০
258530
শেখের পোলা লিখেছেন : আশা করে ছিলাম এ বার অন্ততঃ ছাড় দিয়ে আওয়ামী লীগ বি এন পি কে সংসদ নির্বাচনে আসার লোভ দেখাবে৷ কিন্তু প্রমান হল স্বভাব যায়না মলে৷ ধন্যবাদ আপা৷
317381
২৯ এপ্রিল ২০১৫ রাত ১২:০০
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থই বলেছেন শ্রদ্ধেয় ভাইয়া। অনেক ধন্যবাদ Good Luck Good Luck
২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:৩০
258531
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ৷
317385
২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:২৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া! আপনাকে জাজাকাল্লাহু খাইরান সুন্দর ব্যাখ্যা দিয়ে লেখার জন্য!!
২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:৩২
258532
শেখের পোলা লিখেছেন : পড়া ও মন্তব্য করার জন্য আপনাকেও অবনেক ধন্যবাদ৷
317401
২৯ এপ্রিল ২০১৫ রাত ০২:১৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম । আমাদের দেশটা যথার্থ মগের মুল্লুকে পরিনত হয়েছে! কষ্ট লাগে পরিনতির কথা ভাবলে!

শুকরিয়া ভাইয়া!
২৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৬
258553
শেখের পোলা লিখেছেন : পরিনতি ভয়াবহ৷ আমরা রাণীর প্রজা হয়ে গেছি৷ আল্লাহ আমাদের মুক্তি দিন৷ আপনাকেও ধন্যবাদ৷
317431
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৪
দ্য স্লেভ লিখেছেন : আমি এসব ফাউলদের মধ্যে স্বপ্ন দেখিনা। জনগন যেদিক বাশ হাতে দাড়াতে পারবে,সেদিন তাদের মুক্তি,এর আগে নয়
২৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২৩
258595
প্রেসিডেন্ট লিখেছেন : বিএনপির ওপর ব্যর্থতার দায়ভার না চাপিয়ে জনগণ যেদিন মৃত্যভয় ভুলে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামবে সেদিনই মুক্তি আসবে।
২৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৬
258605
শেখের পোলা লিখেছেন : একমাত্র কোরআনই পারে মানুষকে অন্যায় অনিয়ম জুলুমের বিপক্ষে প্রতিবাদী করে গড়ে তুলতে৷ধন্যবাদ৷
১০
317453
২৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২২
প্রেসিডেন্ট লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শেখ সাদির উপদেশ শুনা নিষেধ!
এখন শুধু জাতির বাবা আর তাদের বংশধর রাই উপদেশ দিবেন!
২৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৯
258606
শেখের পোলা লিখেছেন : এই বাবার কথায় লাফিয়ে পড়েই বাঙ্গালী নিজের পায়ে নিজেই কুড়াল মারছে৷ জাতিয় তওবা ছাড়া এর থেকে মুক্তি নেই৷ ধন্যবাদ নাতী৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File