‘সুষ্ঠু রকিব’ এর সুষ্ঠু নির্বাচন ও হাদীসে কুদসী
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ২৮ এপ্রিল, ২০১৫, ০৯:৩৫:০১ রাত
চারদিকে যখন ভোট উৎসব চলছে(‘সুষ্ঠু রকিবের’ মতে), তখন জামায়াত ব্যস্ত নেপালে ভূমিকম্প দুর্গতদের কাছে সাহায্যকারী টিম প্রেরণে!!
এটা কোনো কথা হলো? উৎসব বাদ দিয়ে আজাইরা কাম!! কয়েকজন ডাক্তারসহ একটা টিম নাকি প্রেরণও করে ফেলছে।
ভাবটা এমন যেনো শীগ্রই জামায়াত ক্ষমতায় আসতেছে। তাই এখন থেকেই প্রতিবেশি দেশের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে!!
জামায়াতের সেই আশায় গুঁড়ে বালি!! ‘সুষ্ঠু রকিব’ যতদিন সিইসি, ততদিন নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার আশা মিছামিছি!!
যুদ্ধের সময় মুরগি সাপ্লাই দিয়া শাহরিয়ার কবির হয়ে গেলেন ‘মুরগি কবির’।
দেশবাসীকে একের পর এক সুষ্ঠু(?) নির্বাচন সাপ্লাই দিয়া সিইসি রকিবও ‘সুষ্ঠু রকিব’ বনে যাওয়ার অবস্থা!! তাই আমি এখন থেকেই ওনারে ‘সুষ্ঠু রকিব’ সম্ভোধন করতেছি।
উৎসবমুখর সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদও নাকি জানিয়েছেন!!
অবাক হওয়ার কিছু নেই। আসুন দেখে নেই সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন কারা......
সংশ্লিষ্ট ছিলেন- স্কলাস্টিকা স্কুল কেন্দ্রের শিশু ভোটাররা, সব কেন্দ্রের ছাত্রলীগ, যুবলীগ, আম্লীগ ক্যাডাররা, পুলিশ, র্যাব, বিজিবি এবং জাল ভোটাররা।
তারা নির্ভিঘ্নে উৎসবমুখর পরিবেশে চোখ বন্ধ করে সিল মেরেছেন। তাদেরকে ধন্যবাদ না জানালে কাদেরকে জানাবে?
এতদিন দেখেছি যুদ্ধাপরাধ ট্রাইবুনালের রায় হাসিনার অফিস থেকে লেখা হয়....
এখন দেখছি সিইসির বক্তব্যও হাসিনার অফিস থেকে লিখে দেয়া হয়!!!
আজ নির্বাচন সম্পর্কে তার তাৎক্ষণিক ব্রিফিংয়েও লিখিত বক্তব্য পাঠ করা দেখে এবং বক্তব্য শুনে এটাই প্রমানিত হলো।
হাদীসে কুদসীর সঙ্গায় পড়েছি, যে হাদীসের ভাব আল্লাহর কিন্তু ভাষা নবীজির তাহাই হাদীসে কুদসী।
এখন সুষ্ঠু রকিবের বক্তব্যের ক্ষেত্রে দেখলাম, ভাব হাসিনার কিন্তু ভাষা রকিবের!!
এটাকে কি নাম দেয়া যায় সেটাই ভাবছি......
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন