নির্বাচনিক কাব্য

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ এপ্রিল, ২০১৫, ১২:৫৬:০৭ দুপুর



১.

ক্রিকেট খেলা দেখাইয়া

ভোট নিল কাড়িয়া

কেন্দ্র দখল এজেন্ট নাই

নির্বাচন বর্জন তাই।

২.

ভোট দিলো পোলাপান

ভোটার হয়নি তবু

জাল ভোটের মহড়ায়

ব্যালট বাকস উবু।

৩.

ঘরে বসে ভোট দেবেন

সিস্টেম করা আছে

কেন্দ্রে গিয়ে কাজ হবেনা

ছাত্রলীগ নাচে।

৪.

ডিজিটাল ভোট ভাইরে

ডিজিটাল ভোট

লুংগি খিইচ্ছা দিলাম দৌড়

কেন্দ্র যখন লুট।

৫.

চেয়ার মার্কায় দাঁড়ায়নি কেউ

চেয়ার তবু উড়ে

অবাক কান্ড দেখে এলাম

ভোট কেন্দ্র জুড়ে।

৬.

খাইয়া আর কাম নাই

ভোট কেন্দ্রে যায়

টিসুম টিসুম যুদ্ধ চলে

বুবুর ইশারায়।

৭.

অ বুবু তোর দোহায় লাগে

ভোট দিমুনা আর

পয়সা খরচ সময় নষ্ট

নির্বাচন কি দরকার।

আজীবন তুই গদিতে থাক

শাড়ীর কুচি খেইচ্ছা

ইচ্ছা হলে গালি দিবি

চুতিয়া বাংগালী লুইচ্যা।


তবুও তুই শান্তিতে থাক

করবোনা গুই গুই

সালাম বুবু হাজার সালাম

গড মাদার তুই।

৮.

নির্বাচন কারে কয়

বুঝলাম এতো দিনে

ব্যালট বাকস কুত কুত খেলে

ভোট দেয় জিনে।

৯.

ভোটের খেলায় ঝড় ছিলো

কে জিতে কে হারে!

খেলার আগেই ফলাফল

কেন্দ্র দখল করে।













বিষয়: বিবিধ

১০২৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317365
২৮ এপ্রিল ২০১৫ রাত ১১:০১
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
২৮ এপ্রিল ২০১৫ রাত ১১:২৩
258511
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File