আজকের এই দিনে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ এপ্রিল, ২০১৫, ১১:০৫:৫৬ সকাল
সাবধানে থেকো ঢাকা
উত্তর-দক্ষিণের দুটো পকেট
না হয় যেন ফাঁকা,
অনেক হয়েছে--আর কোন কলঙ্কের ছবি
না হয় যেন আঁকা!
সাবধানে থেকো চিটাগাং
উপরে ফিটফাট রেখে
নিচে যেন না হয় গাঙ,
ভাতারের ভাত খেয়ে-দেয়ে
কি দরকার নতুন নাঙ!
বিষয়: সাহিত্য
৯৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন