এ দেশ....!
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৮ এপ্রিল, ২০১৫, ১০:৫৭:৪৪ সকাল
এ দেশ আমার নয় তো
স্বাধীন বাংলাদেশ,
এ দেশে হচ্ছে প্রতিদিন
খুন,গুম,হত্যা বেশ বেশ।
এদেশে যারা করে নারীর
অধিকার আদায়ে আন্দোলন,
আবার ওরাই রাস্তায় করে
নারীর বস্ত্র হরন ।
এদেশে আছে বিজয় দিবস
কিন্তু নেই বিজয়ের লক্ষণ,
এদেশে বাকশাল কায়েম করে
স্বাধীনতাকে করছে ওরা বক্ষন।
এ দেশের নির্বাচন কমিশন
হয়ে গেছে সরকারের গোলাম,
এদেশের শ্রেষ্ট জাহিল হয়ে যায়
বাইতুল মোকাররমের ইমাম।
আমি দেশ নিয়ে ভাবতে চাই
কিন্তু মনে মনে ভয় পাই,
তবুও যা সাধ্যে হয়
সবার সামনে বলে যাই।
দেশকে নিয়ে ভাবলেই
মুখ দিয়ে আসে সত্য কথা,
আর সত্য বললেই
কাটা যেতে পারে নিজের মাথা।
তবুও ভাবি ভাবতে হয়
ভয় পেয়ে বসে থাকতি পারি না,
এদেশ তো আমার
এদেশ থেকে তো মুখ ফিরানো যাবেনা।
স্বপ্ন দেখি আমি
নিচ্ছি সত্যিকারের স্বাধীনতার স্বাদ,
চেষ্টা করি আমি
দেশের গায়ে না লাগে যেন কোন অপবাদ।
বিষয়: সাহিত্য
৮২৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রিয় দেশের প্রতি স্বীয় কর্তব্য ও দায়িত্ব যথাযথ পালন না করায় বাংলাদেশের এই নাযুক অবস্হা!
প্রিয় দেশ কে আল্লাহ হেফাজত করুন!!
মন্তব্য করতে লগইন করুন