:-: ঝড়:-:

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ এপ্রিল, ২০১৫, ১১:২৮:৩২ সকাল

অনেক চেষ্টায় ভুলতে ভুলতে পড়ছে মনে আবার

হরেক রকম চিন্তা এসে খেলছে আলো আধাাঁর।

সদর দরাজ বদ্ধ করে দিচ্ছি যতো লাগাম

ফাগুন মাসে বৈশাখী ঝড় দিচ্ছে হানা আগাম।

মন ভালো নেই মন ভালো নেই বৃষ্টি আসবে বলে

আকাশ পানে চেয়ে থাকি ভাসি নয়ন জলে।

রংধনু রং স্বপ্ন দিয়ে জাগালে প্রেম মিছে

ভুলের হিসেব দিচ্ছি একা মরিচিকার পিছে।

- কবিতার ব্যাকরণ

পর্ব ৩

অতিপর্ব ১

প্রতিটা পর্ব এর মাত্রা ৪

অতিপর্ব এর মাত্রা ২

মোট মাত্রা ১৪

ছন্দ স্বরবৃত্ত

অন্তমিল

অনেক চেষ্টায় /ভুলতে ভুলতে/ পড়ছে মনে/আবার

২+২ / ২+২/২+২/২

হরেক রকম/চিন্তা এসে/ খেলছে আলো/আধাাঁর

২+২/২+২/২+২/২

সদর দরাজ/ বদ্ধ করে/ দিচ্ছি যতো/ লাগাম

২+২/২+২/২+২/২

ফাগুন মাসে/বৈশাখী ঝড়/দিচ্ছে হানা/আগাম

২+২/২+২/২+২/২

মন ভালো নেই/মন ভালো নেই/ বৃষ্টি আসবে / বলে

১+২+১/১+২+১/২+২/২

আকাশ পানে/ চেয়ে থাকি/ ভাসি নয়ন/জলে

২+২/২+২/২+২/২

রংধনু রং/ স্বপ্ন দিয়ে/ জাগালে প্রেম/ মিছে

১+২+১/২+২/৩+১/২

ভুলের হিসেব/দিচ্ছি একা/মরিচিকার/পিছে

২+২/২+২/৪/২

বিষয়: বিবিধ

১০১১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317116
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঘর আর বর ছেড়ে হঠাত ঝড়!!!
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৬
258275
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying টিনের চালা ফুটাCrying Crying Crying
317127
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০০
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৮
258282
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ নেবেন কিন্তু
317145
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১২
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ এপ্রিল ২০১৫ রাত ০২:০০
258406
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে
317150
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঝড় উঠেছে ঝড়
এই
২৮ এপ্রিল ২০১৫ রাত ০২:০০
258407
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে
317153
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৬
আবু তাহের মিয়াজী লিখেছেন :
ঝড় উঠেছে ঝড়
এইতো আমার ঘর
বাক প্রবাস ভাইয়ে
ঘর রেখে এখন ঝড়।

পরে কোনটা নিয়ে আসবেন, সেই অপেক্ষায় থাকলাম।
২৮ এপ্রিল ২০১৫ রাত ০২:০০
258408
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor
317265
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:৩২
বৃত্তের বাইরে লিখেছেন :

কাল বৈশাখীর মাতন দেখে লাগছে খোকার ভয়!
ঘুম ভেঙ্গে জেগে গেলে না জানি কি হয়!
কাজ নেই এই মিছে প্রেম মরীচিকার আলো
সঙ্গে আছে উমামার মা সেই আমার ভালো Tongue Rolling on the Floor
সরি ভাইয়া,কবিতা ভালো হয়েছে Rose Good Luck
২৮ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪৪
258451
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File