সিটি কর্পোরেশন নির্বাচনী কবিতা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৭ এপ্রিল, ২০১৫, ১১:৫৫:০৮ সকাল
ন্যাড়া কখনো বেলতলা যাবে?
না, সেতো প্রবাদেই আছে,
শয়তান সাধু হবে
সেটা কি কেউ কখনো দেখেছে?
যে চুরি করে পেয়েছে অমুল্য ধন
সে কি সাধু হতে চাইবে কখন,
চাইবে কখনো না খেয়ে মরতে?
স্বৈরাচার চাইবে শুধুই গদি ছাড়তে?
শতকরা পাঁচ ভাগ ভোটে পাওয়া ক্ষমতা!
তা'দিয়ে লুট পাটের স্বাদ কি বুঝবে জনতা?
এই সিটি কর্পোরেশন নির্বাচন,
শুধু গদি রক্ষার আয়োজন |
দলবাজ র্যাব পুলিশ নামিয়ে
দলদাস ইসি মাথা ঘামিয়ে,
লোকান্তরিত গণতন্ত্র কাফনে সাজিয়ে ,
বাক-ব্যক্তি স্বাধীনতার মৃত্যু ঘন্টা বাজিয়ে
এ'স্বৈরাচার বিজয়ী সাজে সাজবেই,
তবুও ভোট চুরির আনন্দে নাচবেই|
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন