সিটি কর্পোরেশন নির্বাচনী কবিতা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৭ এপ্রিল, ২০১৫, ১১:৫৫:০৮ সকাল

ন্যাড়া কখনো বেলতলা যাবে?

না, সেতো প্রবাদেই আছে,

শয়তান সাধু হবে

সেটা কি কেউ কখনো দেখেছে?

যে চুরি করে পেয়েছে অমুল্য ধন

সে কি সাধু হতে চাইবে কখন,

চাইবে কখনো না খেয়ে মরতে?

স্বৈরাচার চাইবে শুধুই গদি ছাড়তে?

শতকরা পাঁচ ভাগ ভোটে পাওয়া ক্ষমতা!

তা'দিয়ে লুট পাটের স্বাদ কি বুঝবে জনতা?

এই সিটি কর্পোরেশন নির্বাচন,

শুধু গদি রক্ষার আয়োজন |

দলবাজ র্যাব পুলিশ নামিয়ে

দলদাস ইসি মাথা ঘামিয়ে,

লোকান্তরিত গণতন্ত্র কাফনে সাজিয়ে ,

বাক-ব্যক্তি স্বাধীনতার মৃত্যু ঘন্টা বাজিয়ে

এ'স্বৈরাচার বিজয়ী সাজে সাজবেই,

তবুও ভোট চুরির আনন্দে নাচবেই|

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317171
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শ্রদ্ধেয় ভাইয়া। সুন্দর পোষ্টটির জন্য জাজাকাল্লাহু খাইর।
317176
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
কাব্যগাথা লিখেছেন : সন্ধাতারা:অনেক,অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য|খুবই ভালো লাগলো আপনার মন্তব্য দেখে|
329520
১১ জুলাই ২০১৫ সকাল ১১:২২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বাহ! দারুন তো। আরো আরো লিখুন.. অনেক ধন্যবাদ..
329527
১১ জুলাই ২০১৫ সকাল ১১:৫৩
কাব্যগাথা লিখেছেন : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File