- গল্পটা আর লিখা হলোনা / অণুগল্প

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ এপ্রিল, ২০১৫, ০১:৩৮:৫২ দুপুর

বিলাল ভাই এর অণুগল্প গ্রুপে ভূত সপ্তাহ চলছে। সবাই কতো কি লিখছে, হাসির - গা শিউরে উঠার মতো নানান পদের। ফয়সালেরও মনে হলো একটা ভূতের অণুগল্প লিখবে সে।

মধ্যরাত। থমকে আছে ফয়সাল এর কলম, অনেক চেষ্টা করেও কলমটা সামনে আর এগুচ্ছেনা, কিভাবে শুরু করবে কুলিয়ে আনা যাচ্ছেনা, কি লিখবে সেটাও স্থির হয়নি এখনো, বন্ধু সাগর এর ঘটনাটাই হুবুহু লিখে দেয়া চলে তবে সেটা অণুগল্প হবে বলে মনে হয়না, গল্প বলা যেতে পারে, সেই রাতে সাগর এর সাথে ফয়সাল ছিলোনা তবে পরবর্তী ঘটনাগুলোর চাক্ষুষ স্বাক্ষী সে।

কাগজে কলমের নিব বসাতেই মাথার চুলে টান পড়লো পেছন দিক থেকে। সে অনুভব করলো পেছনে চেয়ারে হাত রেখে দাঁড়িয়ে আছে টুম্পা। আবার ভাবলো এতো রাতে টুম্পা জেগে আছে! "কিরে ঘুম আসছেনা?" প্রশ্নটা করবে বলে পেছনে ফিরে তাকায় ফয়সাল।

কেউ নেই, দেয়ালে একটা টিকটিকি কি যেন কি ভেবে ভেবে উপরের দিকে উঠছে আবার থমকে দাঁড়াচ্ছে।

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316941
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : চুলের টানে আৎকে উঠলাম প্রথমে এরপর বোকাই মনে হলো। ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৩
258094
বাকপ্রবাস লিখেছেন : অণুগল্পতো তাই বেশী বড় করা ঠিকনা, আমি সেভাবেই চেষ্টা করি অণুগল্পে, পড়তে পড়তে পাঠক যেন শেষ পর্যন্ত থাকে, লাষ্ট লাইন না পড়লে সমাধান পাবেনা, আর আগে যা বলা হবে শেষে এসে উল্টে যাওয়া, এভাবেই চেষ্টা করি
316952
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনু গল্প পড়লাম।বুঝিতে কসড় হয়েছ। এইকথা অন্য দেরকে বলিনাই,,,
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৬
258113
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
316982
২৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
আহসান সাদী লিখেছেন : লেখক কি তবে টুম্পাকে টিকটিকির সাথে তুলনা করলেন!
২৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
258133
বাকপ্রবাস লিখেছেন : আপনার কমেন্টও তেমন সুন্দর, দ্বন্দে পড়ে গেলাম দেখছি, টিকটিকির মনে দ্বিধা ঢুকিয়ে অবশ্য ফয়সাল এর মনের কিছুটা অভিব্যাকি ধরার চেষ্টা করেছি, টিকটিকি যেমন যেতে যেতে থমকে যাচ্ছে তেমনি ফয়সালেন ভাবনা, এটা কি হলো!!!!
317006
২৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভুতের গল্প লিথতে গিয়ে টিকটিকি ভুতের থপপরে!!
২৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৬
258156
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
317045
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৪১
বৃত্তের বাইরে লিখেছেন : টিকটিকি হোক আর ইদুর টুম্পা প্রসঙ্গটা বেশ কয়েকটা লেখায় ঘুরেফিরে আসছে দেখলাম Thinking Yahoo! Fighter
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৫
258260
বাকপ্রবাস লিখেছেন : রিদওয়ান কবির সবুজ ভাই আসলে আরো কিছু নাম দেবে হা হা হা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File