- গল্পটা আর লিখা হলোনা / অণুগল্প
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ এপ্রিল, ২০১৫, ০১:৩৮:৫২ দুপুর
বিলাল ভাই এর অণুগল্প গ্রুপে ভূত সপ্তাহ চলছে। সবাই কতো কি লিখছে, হাসির - গা শিউরে উঠার মতো নানান পদের। ফয়সালেরও মনে হলো একটা ভূতের অণুগল্প লিখবে সে।
মধ্যরাত। থমকে আছে ফয়সাল এর কলম, অনেক চেষ্টা করেও কলমটা সামনে আর এগুচ্ছেনা, কিভাবে শুরু করবে কুলিয়ে আনা যাচ্ছেনা, কি লিখবে সেটাও স্থির হয়নি এখনো, বন্ধু সাগর এর ঘটনাটাই হুবুহু লিখে দেয়া চলে তবে সেটা অণুগল্প হবে বলে মনে হয়না, গল্প বলা যেতে পারে, সেই রাতে সাগর এর সাথে ফয়সাল ছিলোনা তবে পরবর্তী ঘটনাগুলোর চাক্ষুষ স্বাক্ষী সে।
কাগজে কলমের নিব বসাতেই মাথার চুলে টান পড়লো পেছন দিক থেকে। সে অনুভব করলো পেছনে চেয়ারে হাত রেখে দাঁড়িয়ে আছে টুম্পা। আবার ভাবলো এতো রাতে টুম্পা জেগে আছে! "কিরে ঘুম আসছেনা?" প্রশ্নটা করবে বলে পেছনে ফিরে তাকায় ফয়সাল।
কেউ নেই, দেয়ালে একটা টিকটিকি কি যেন কি ভেবে ভেবে উপরের দিকে উঠছে আবার থমকে দাঁড়াচ্ছে।
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন