আপনাদের আগমনে সত্যিই আমরা অনুপ্রাণীত!
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৬ এপ্রিল, ২০১৫, ০১:৪৯:৩৯ দুপুর
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আপনাদের জনা কয়েকের উপস্থিতি সত্যিই মনের মাঝে অনপ্রেরণা যোগাচ্ছে। আজকে যারা উপস্থিতি দিয়েছেন সুন্দর ও শিক্ষনীয় লেখা নিয়ে তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা। আর তাদের এই ব্লগে নিয়মিত হওয়ার ও কামনা করি। আজকে এমন কয়েকজন ব্লগার লেখা নিয়ে হাজির হয়েছেন তাদের সকলের প্রতি আমরা পাঠকরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর কয়েকজন লেখক যারা মনের খোরাক যোগাড়ে বিশেষ ভূমিকা রাখেন তাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি ও তাদের এই ব্লগে নিয়মিত আসা করি। আল্লাহ কবুল করুন আপনাদেরকে এই ব্লগে নিয়মিত ভাবে বিচরণ করার সুযোগ করে দিন!
আর পাঠককে সঠিক দিক নির্দেশনা দিতে সুন্দর ও শিক্ষনীয় লেখা নিয়ে আমাদের মনের খোরাক যোগাতে অতুলনীয় ভূমিকা রাখতে সহায়তা করুন। এতদিন ধরে যে আমরা আপনাদেরকে মিস করেছি সেই মিস করাটা পুষিয়ে দিন আপনাদের মহা-মূল্যবান লেখা দিয়ে। এই ব্লগে কতেক লেখক আছেন যাদেরকে কলম সৈনিক ও বলা চলে আপনাদের মূল্যবান লেখা আমাদের আগামির পাথেয় তাই অনুরোধ আমাদেরকে বঞ্চিত করবেন না আপনাদের সেই মূল্যবান লেখা থেকে। আমরা অতিথিরা ও পাঠকরা আপনাদের লেখা পড়ার জন্য তৃষ্ণার্ত চাতকের মত ছটফট করি। কেউ বুঝবে না সেই চাতকের ছটফট করা কষ্টকে আমার মত পাঠক না হলে। মাঝে মাঝে মনের মাঝে অনুভব করি মরুভূমির তৃষ্ণার্ত কষ্টকে। মরুভূমির ও হয়তো এমনই কষ্ট হয় বৃষ্টিকে ছাড়া। আপনারা যারা আমাদের পাঠকের হৃদয়ের খোরাক যোগার করে দেন তাদেরকে আন্তরিক অনুরোধ করবো তারা যেন নিয়মিত হয়ে আমাদের তৃষ্ণার্ত আত্মাকে তৃষ্ণাপূর্ণ করেন।
এই লেখাটা পোস্ট করেছিলাম ৮ই এপ্রিল! আজকে মনে হচ্ছে লেখাটা লিখে স্বার্থকতা পেয়েছি আলহামদুলিল্লাহ! কারনঃ-
আমার সেই মিস করেছি লেখার পরে প্রবাসী মজুমদার ভাইয়ের লেখা আজকে পেয়েছি।
অনেকদিন পর আবু জারীর ভাইয়ার লেখা পেলাম হয়তো উনিও ভূমিকম্পে পড়ে ব্লগে এসেছেন।
আমার প্রিয় লেখিকাদের একজন এই সম্মানিতা বড়আপি।
আহসান সাদী ভাইয়ার লেখাও আমার খুব ভালো লাগে।
এই লিংকে আরো দুইজন লেখক-লেখিকা আছেন যাদেরকে সম্মানের উচ্চাসনে রেখেছি।
এই সম্মানিত ভাইয়াকে মহান আল্লাহ সুস্থতা দান করুন আর তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসুন।
http://www.monitorbd.net/blog/blogdetail/detail/4322/QUAHAF/62564#.VTyU8pPxEw8
এই আমার আরেকজন পছন্দশীল লেখক। এই ভাইয়ার লেখার সংখ্যা কম হলেও উনার মন্তব্য খুবই শিক্ষনীয়।
http://www.monitorbd.net/blog/blogdetail/detail/3047/rehnuma/40832#.VTyWB5PxEw8 এই বোন আমার আরেক প্রিয় লেখিকা।
এই আমার আরেকজন প্রিয় লেখক! কিন্তু তার লেখাও পাইনা অনেকদিন ধরে।
এই লেখকের দেখাও পাইনা অনেকদিন। মহান আল্লাহ তাদের সকলকে ভালো রাখুন ও আমাদের মাঝে এনে দিন।
নজরুল ইসলাম টিটু ভাইয়াও চমৎকার লিখেন এবং ভাইয়া অনেকদিন ব্লগে অনুপস্থিত! তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসুন! আপনার মূল্যবান লেখা আমরা সবাই খুব মিস করছি!
http://www.monitorbd.net/blog/blogdetail/bloglist/3283/Vishu ভিশু ভাইয়ার ব্লগ পাড়ায় গিয়ে মনটাই খুব খারাপ হয়ে গেলো। মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন এই সম্মানিত ভাইয়াকেও কল্যাণের মাঝে রাখেন। আর আমাদের মাঝে ফিরে আসেন অচিরেই।
আমরা চাই এই ভাইয়াও আমাদের মাঝে তাড়াতাড়ি উপস্থিত হোন। আরো অনেক লেখক আছেন যাদের লেখা আমাদের সামনে চলার পাথেয় তাদের সকলের কল্যাণ কামনা করি ও আশা করি অচিরেই তারা আমাদের মাঝে আসবেন এবং আমাদের হৃদয়ের খোরাক যোগাড় করবেন সুন্দর সুন্দর লেখনীর মাধ্যমে। সেই সকল ভাইও বোনের নেক হায়াত ও সর্বাঙ্গীন কল্যাণ কামনায় এখানেই ইতি,,,,,,,আপনাদের সকলকে যাযাকুমুল্লাহ!
বিষয়: বিবিধ
১৩৫৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবাইকে আরেরকবার স্মরন করিয়ে দেয়ার জন্য শুকরিয়া!
নজরুল ইসলাম টিটু ভাইয়াও চমৎকার লিখেন এবং ভাইয়া অনেকদিন ব্লগে অনুপস্থিত!
কয়েকজন শ্রদ্ধেয়-প্রিয় মানুষ আছেন এই ব্লগে,যারা ব্লগ-ব্লগার-পোস্ট নিয়ে অন্তর থেকেই ভাবেন অনেক!
শ্রদ্ধয়া'মাহবুবা সুলতানা লায়লা'আপুজ্বী তাদের অন্যতম!
ইসলাম-মুসলিম ও মানবতার প্রতি নিখাদ দরদ থেকেই তিঁনি উৎসাহ দিয়ে যান বরাবর!
মহান আল্লাহ প্রিয় এই সব ভাই-বোনদের কে 'জাযা-ই হাসানাহ' দান করুন!
আর ব্লগারবৃন্দ! আপনারা নিয়মিত হোন-এই মিনতীও জানাই!!
মন্তব্য করতে লগইন করুন