তানকা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ এপ্রিল, ২০১৫, ০৫:৪২:১৬ বিকাল
-১
পড়ছিলাম
শুয়ে বসে তানকা
ঘুমে চোখ 'থ'
উল্টে যেতে যেতে 'ধ'
ঘুরছে ভো পাংখা।
- ২
মুক্ত আকাশ
দিগন্ত সীমানায়
একা পথিক
ভেবে না পায় সারা
পাখীরা কোথা যায়?
-৩
বৈশাখ আসে
হালখাতা থাকনা
চোখ ইলিশে
সাঁজে রং পালিশে
টিএসসি ও রমনা।
-৪
সত্যটা আধা
বাকিটার শূন্যতা
অবোধ্য ধাঁধা
মিথ্যের জারী গান
ইউসুফ জোলেখা।
-৫
আমার দেশে
নবজাতক খায়
ইঁদুর এসে
সুলভে নষ্ট সুখে
সম্ভ্রম ভেসে যায় ।
২০.০৪.২০১৫
বিষয়: বিবিধ
৭৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
সন্ধ্যাতারায়
প্লবন বয়ে যায়
করি স্বপ্ন আবাদ (তানকা)
মন্তব্য করতে লগইন করুন