Rose Rose Rose Rose Rose Roseপ্রতিটি মুমিনের দায়ীত্ব........আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ এপ্রিল, ২০১৫, ০৬:৩৬:৫৬ সন্ধ্যা



নগ্ন অর্ধনগ্ন হয়ে চলার অধিকার

চেয়ে হয় যদি নারী আন্দোলন,

সেই আন্দোলনকে ঘৃণা করবে

প্রতিনিয়ত আমার এই মন।

Rose Rose Rose Rose Rose Rose

পর্দার মাধ্যমে '' কর্ম '' যুগে যুগে

সম্মান বয়ে এনেছে নারীর জন্য,

কেন আন্দোলন আন্দোলন করে

নারীরা হতে চাই পন্য?

Rose Rose Rose Rose Rose Rose

পন্য হলে নারী কার ক্ষতি

নারীরা কি ভাবে কখনো?

নারীদের প্রতি অনুরোধ আল্লাহ ও রসুল কি অধিকার দিয়েছে তোমরা শুনো!!

Rose Rose Rose Rose Rose Rose

ইসলামে নারীর অধিকার কি জানতে

পড়ুন কোরআন ও সহী হাদীস,

সচেতন নারীরা তবেই সংশোধন

হতে পারবে নিজ নিজ!!

Rose Rose Rose Rose Rose Rose

আন্দোলনের মাধ্যমে নারী পন্য

হচ্ছে নাটক সিনামা ও বিজ্ঞাপনে,

যা দেখে সমাজের এ অবক্ষয়

অবক্ষয়ের পরিচিতি লাভ করছে খুন, ধর্ষণে!

Rose Rose Rose Rose Rose Rose

খুন ধর্ষণ নির্যাতন বন্ধ হবে আল্লাহর দেয়া

আইন ''হিজাব'' মানলে পুরুষ নারী,

আরো বন্ধ হবে আন্দোলনের নমে

কুশিক্ষিত জ্ঞানের ঐ আঁধরী!

Rose Rose Rose Rose Rose Rose

হ্যাঁ আন্দোলন যদি করতে হয় আল্লাহর

কথা প্রতিস্থাপন চেয়ে হতে হবে তা,

কোন সন্দহ নেই, কোরআনের

প্রতিটি আয়াত নিশ্চয় আল্লাহর কথা ।

Rose Rose Rose Rose Rose Rose

আল্লাহর কথা ঘর, সমাজ রাষ্টে

প্রতিস্থাপন করা প্রতিটি মুমিনের দায়ীত্ব,

আল্লাহর কথা মেনে চলার পথে

মানবেনা কোন মুমিন অন্য কোন শর্ত।

Rose Rose Rose Rose Rose Rose

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316014
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ্‌ অনেক সুন্দর শব্দ মাধুর্য ও ছন্দের সমাহারে মুমিনের করণীয় দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সজাগ করে দিয়েছেন। চমৎকার একটি লিখার জন্য জাজাকাল্লাহু খাইর।
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
257044
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধন্যবাদ আপনাকে, অনুভূতি রেখে যাবার জন্য!
316029
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
আফরা লিখেছেন : অনেক ভাল লেগেছে ধন্যবাদ ভাইয়া/ভাবী ।
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
257054
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও!
316040
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:০২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

আল্লাহর কথা ঘর, সমাজ রাষ্টে

প্রতিস্থাপন করা প্রতিটি মুমিনের দায়ীত্ব,

আল্লাহর কথা মেনে চলার পথে

মানবেনা কোন মুমিন অন্য কোন শর্ত।
খুবি ভালো লাগলো অংশটুকু!

জাযাকাল্লাহু খাইর! Good Luck
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৪
257095
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার এই অনুভূতি জানিয়ে আমাকে আরো ঋণী করে দিলেন!!

আশা করি আগামীতে এ ধরনের লিখতে উৎসাহ যোগাবে! ধন্যবাদ মন্তব্যের জন্য।
২০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৫
257099
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার এই অনুভূতি জানিয়ে আমাকে আরো ঋণী করে দিলেন!!

আশা করি আগামীতে এ ধরনের লিখতে উৎসাহ যোগাবে! ধন্যবাদ মন্তব্যের জন্য।
316054
২০ এপ্রিল ২০১৫ রাত ১০:১৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চমৎকার কবিতা, জাযাকাল্লাহ খাইর
২০ এপ্রিল ২০১৫ রাত ১০:২২
257105
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ফাস্টু হবার স্বাদ বুঝি এখন আর হয়না...!!!Rolling on the Floor Rolling on the Floor মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
২০ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৮
257109
আবু জান্নাত লিখেছেন : ইশ! কি না অপমান, Crying Crying Crying সহ্য করার মত নয়, কাছে পেলে না! Time Out Time Out Time Out হতচ্চড়া কোথাকার।
আসলে ভাইয়া, কয়েকদিন যাবৎ খুব ব্যস্ত, অনেক কাজ। ব্লগে আসার সময়ই পাই না, ফাঁকে ফাঁকে ঢুশ মেরে দেখে যাই প্রিয় ব্লগারদের কি অবস্থা, এই আর কি। নিয়মিত আসতে না পারলেও মন কিন্তু আপনাদের সাথেই রেখেছি।
316086
২১ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৩১
কাহাফ লিখেছেন :
এ বিষয়ে নারীকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বেশী!
মূল্যবান বস্তূর প্রতি লোভীদের চোখ পড়বেই, তা থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব মালিকেরই নিতে হবে!!
২২ এপ্রিল ২০১৫ রাত ০১:২৬
257310
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া, মন্তব্যের জন্য ধন্যবাদ।
316141
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৬
২১ এপ্রিল ২০১৫ রাত ০৮:০০
257272
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
316196
২১ এপ্রিল ২০১৫ রাত ১০:২৯
আওণ রাহ'বার লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
২২ এপ্রিল ২০১৫ রাত ০১:২৫
257309
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কি দেখছেন, শলা মিয়া....? Crying Crying Crying Crying
316212
২২ এপ্রিল ২০১৫ রাত ০৪:০০
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগা রেখেগেলাম,,,,
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
257645
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার ভালো লাগা অনুভূতির জন্য অসংখ্য ধন্যবাদ
316299
২২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ভাই!

মুমিনের আয়না! আপনি প্রকৃত মুমিনের কাজটি করেছেন! আমাকে স্মরন করিয়ে দিয়ে! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন!জাযাকাল্লাহু খাইর!
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
257647
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File