প্রতিটি মুমিনের দায়ীত্ব........আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ এপ্রিল, ২০১৫, ০৬:৩৬:৫৬ সন্ধ্যা
নগ্ন অর্ধনগ্ন হয়ে চলার অধিকার
চেয়ে হয় যদি নারী আন্দোলন,
সেই আন্দোলনকে ঘৃণা করবে
প্রতিনিয়ত আমার এই মন।
পর্দার মাধ্যমে '' কর্ম '' যুগে যুগে
সম্মান বয়ে এনেছে নারীর জন্য,
কেন আন্দোলন আন্দোলন করে
নারীরা হতে চাই পন্য?
পন্য হলে নারী কার ক্ষতি
নারীরা কি ভাবে কখনো?
নারীদের প্রতি অনুরোধ আল্লাহ ও রসুল কি অধিকার দিয়েছে তোমরা শুনো!!
ইসলামে নারীর অধিকার কি জানতে
পড়ুন কোরআন ও সহী হাদীস,
সচেতন নারীরা তবেই সংশোধন
হতে পারবে নিজ নিজ!!
আন্দোলনের মাধ্যমে নারী পন্য
হচ্ছে নাটক সিনামা ও বিজ্ঞাপনে,
যা দেখে সমাজের এ অবক্ষয়
অবক্ষয়ের পরিচিতি লাভ করছে খুন, ধর্ষণে!
খুন ধর্ষণ নির্যাতন বন্ধ হবে আল্লাহর দেয়া
আইন ''হিজাব'' মানলে পুরুষ নারী,
আরো বন্ধ হবে আন্দোলনের নমে
কুশিক্ষিত জ্ঞানের ঐ আঁধরী!
হ্যাঁ আন্দোলন যদি করতে হয় আল্লাহর
কথা প্রতিস্থাপন চেয়ে হতে হবে তা,
কোন সন্দহ নেই, কোরআনের
প্রতিটি আয়াত নিশ্চয় আল্লাহর কথা ।
আল্লাহর কথা ঘর, সমাজ রাষ্টে
প্রতিস্থাপন করা প্রতিটি মুমিনের দায়ীত্ব,
আল্লাহর কথা মেনে চলার পথে
মানবেনা কোন মুমিন অন্য কোন শর্ত।
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহর কথা ঘর, সমাজ রাষ্টে
প্রতিস্থাপন করা প্রতিটি মুমিনের দায়ীত্ব,
আল্লাহর কথা মেনে চলার পথে
মানবেনা কোন মুমিন অন্য কোন শর্ত।
খুবি ভালো লাগলো অংশটুকু!
জাযাকাল্লাহু খাইর!
আশা করি আগামীতে এ ধরনের লিখতে উৎসাহ যোগাবে! ধন্যবাদ মন্তব্যের জন্য।
আশা করি আগামীতে এ ধরনের লিখতে উৎসাহ যোগাবে! ধন্যবাদ মন্তব্যের জন্য।
আসলে ভাইয়া, কয়েকদিন যাবৎ খুব ব্যস্ত, অনেক কাজ। ব্লগে আসার সময়ই পাই না, ফাঁকে ফাঁকে ঢুশ মেরে দেখে যাই প্রিয় ব্লগারদের কি অবস্থা, এই আর কি। নিয়মিত আসতে না পারলেও মন কিন্তু আপনাদের সাথেই রেখেছি।
এ বিষয়ে নারীকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বেশী!
মূল্যবান বস্তূর প্রতি লোভীদের চোখ পড়বেই, তা থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব মালিকেরই নিতে হবে!!
মুমিনের আয়না! আপনি প্রকৃত মুমিনের কাজটি করেছেন! আমাকে স্মরন করিয়ে দিয়ে! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন!জাযাকাল্লাহু খাইর!
মন্তব্য করতে লগইন করুন