বাংলাদেশে গরু প্রবেশে ভারতের অবরোধঃ বাংলাদেশের অপার সম্ভাবনা

লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ২০ এপ্রিল, ২০১৫, ০৬:৪৮:৫৬ সন্ধ্যা

বাংলাদেশে গরু প্রবেশ ঠেকাতে হবে, যাতে করে গরুর দাম বৃদ্ধি পায় এবং বাংলাদেশিরা গরুর মাংস খাওয়া বন্ধ করতে বাধ্য হয় ৷ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র(!) ভারত থেকে বাংলাদেশে গরু প্রবেশ বন্ধ হয়ে গেছে ৷ গরু ও গরুর গোস্তের বাজারেও পরেছে তার প্রভাব, যেমনটি ভারত চেয়েছিল ৷ সাধারণ মানুষ, নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের পক্ষে গরুর গোস্ত ক্রয় করা হয়ে পরেছে দুঃসাধ্য ব্যাপার ৷



সবাই বাংলাদেশে গরুর গোস্ত খাওয়ার ভবিষ্যৎ নিয়ে দুঃচিন্তা শুরু করে দিয়েছেন ৷কিন্তু কয়জন ভেবে দেখেছেন যে ভারতের এই অন্যায় পদক্ষেপ এনে দিয়েছে বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা ৷

দীর্ঘদিন যাবত ভারত থেকে গরু আসায় বার বার ভেঙ্গেছে বাংলাদেশি গরু খামারিদের আশা ৷ অনেক ধার দেনা করে গরুর খামার করলেও পাননি ন্যায্য দাম, গুনতে হয়েছে লোকসান ৷ তবে এবার সুযোগ এসেছে এ গরু খামার শিল্পকে এগিয়ে নেয়ার ৷ গরু পালনকে লাভজনকরুপে গঠন করার ৷ বেকার যুবকদের প্রশিক্ষণ ও ঋণ প্রদান করে যেমন একাজে লাগাতে পারলে বেকারত্ব যেমন কমবে, তেমনি আমরা হয়ে উঠবো আত্ননির্ভর ৷

আর অন্যের দিকে হাত পাতা নয়, নয় অন্যের উপর নির্ভরশীলতা ৷ গরুর খামার প্রকল্পের মাধ্যমে দেশকে করা হোক বেকারত্ব মুক্ত, আত্ননির্ভর ৷

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316031
২০ এপ্রিল ২০১৫ রাত ০৮:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশি গরুর গোস্ত সুস্বাদু এবং সাস্থকর। তরুন দের এই ব্যবসায় এগিয়ে আসা উচিত।
২০ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৩
257075
আশাবাদী যুবক লিখেছেন : আমিও আপনার সাথে একমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File