বাংলাদেশের ১১ প্রকল্পের জন্য ৪০ হাজার কোটি টাকা ঋন সহায়তা দিচ্ছে চীন সরকার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ এপ্রিল, ২০১৫, ০৭:০১:২৭ সন্ধ্যা
বাংলাদেশকে প্রায় ৪০ হাজার কোটি টাকা ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে চীন। এর আগে ১১টি প্রকল্প বাস্তবায়নে এ পরিমাণ ঋণের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। সেই প্রস্তাবে দেশটির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। চীনের কাছে প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ইস্টার্ন রিফাইনারি প্রজেক্ট, এটি বাস্তবায়নে চীনের কাছে চাওয়া হয়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা (২ বিলিয়ন মার্কিন ডলার)। ডিপিডিসির বিদ্যুত সঞ্চালন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চাওয়া হয়েছে প্রায় ৭ হাজার ৬০০ কোটি টাকা (৯৫ কোটি মার্কিন ডলার)। কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে চাওয়া হয়েছে প্রায় ৬ হাজার ৪০০ কোটি টাকা (৮০ কোটি মার্কিন ডলার)। সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প বাস্তবায়নে চাওয়া হয়েছে প্রায় ২ হাজার ৬৪০ কোটি টাকা (৩৩ কোটি মার্কিন ডলার)। ইআরডির হিসাবে চীনের অর্থায়নে প্রস্তাবিত প্রকল্পের গ্র্যান্ট এলিমেন্ট ২৯ দশমিক ৬৭ শতাংশ। চীনের সহায়তায় বাস্তবায়িতব্য ১৩২০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্রটি নির্মাণের জন্য মূল প্রকল্পের সহায়তা সহায়ক হিসেবে জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮০৬ কোটি ৫০ লাখ টাকা। ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে উল্লেখিত প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছাগল সরকার অমন ভূয়া ডলার ঋণ হিসাবে নিয়ে নিজেকে সাময়িক বাঁচাতে পারলেও - আখেরে বাংলাদেশের মানুষকে এক্সট্রিম দাস এ পরিনত করতে সক্ষম হচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন