পহেলা বৈশাখের সার্বজনীনতা!!!

লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ১৪ এপ্রিল, ২০১৫, ১১:৫৭:০২ সকাল

পহেলা বৈশাখে পান্তা—ইলিশ খাওয়ার ইতিহাস ঠিক কত দিনের তা নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে ৷ তবে এটা যে সার্বজনীন হতে পারেনি বা পারছেনা এর পক্ষে মতামত দিন দিন বৃদ্ধিই পাচ্ছে বৈ কমছেনা ৷

উৎসব আসে ধনী গরীব মানুষের মাঝে তফাৎ ঘুচিয়ে সমভাবে আনন্দ বিলিয়ে দিতে ৷ কিন্তু পহেলা বৈশাখ কি পেরেছে তা করতে???



ঈদ উৎসবের সময় আমরা দেখি ধনীরা যেমন নতুন পোশাক গায়ে দিয়ে সেমাই-পায়েস-ফিরনী সহ মিস্টান্ন খাওয়ার মধ্যদিয়ে দিনটিকে উদযাপন করে ৷ তেমনি গরীবদের মাঝেও সেই আনন্দ বিলিয়ে দিতেও চেষ্টার ত্রুটি থাকেনা ৷ ঈদ উপলক্ষ্যে বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান গরীবদের মাঝে নতুন পোশাক, সেমাই-চিনি সহ ঈদ সামগ্রী বিতরণ করে ৷ তরুণরা মহল্লায় মহল্লায়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে চাঁদা তুলে নতুন পোশাক, সেমাই-চিনি গরীবদের মাঝে বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করে ৷ কিন্তু পহেলা বৈশাখের পান্তা ইলিশ কি সার্বজনীন সেই আনন্দের স্বাদ আমাদের দিতে পেরেছে???

গরীবদের বারমাসের খাদ্য পান্তাকে নিয়ে কি রসিকতাই না হয়! আর ইলিশের যা দাম হয় নিম্নবিত্ত-নিম্নমধ্যবিত্ত-মধ্যবিত্তদের তা কেনার সামর্থ থাকেনা, শুধু পাশ দিয়ে হেটে চলে যায় ৷ হাজার হাজার টাকা উঠে একটু পান্তা আর ইলিশের দাম, যার স্বাদ নেওয়ার সামর্থ খুব কম মানুষরই হয় ৷

পহেলা বৈশাখের এই পান্তা ইলিশের উদযাপনে আজ পুজিবাদের ছোঁয়া লেগেছে ৷ এভাবে চলতে থাকলে খুব বেশি দিন লাগবেনা তা পুজিবাদের মত ব্যর্থ হতে ৷

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314854
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৯
আফরা লিখেছেন :
পহেলা বৈশাখের এই পান্তা ইলিশের উদযাপনে আজ পুজিবাদের ছোঁয়া লেগেছে ৷ এভাবে চলতে থাকলে খুব বেশি দিন লাগবেনা তা পুজিবাদের মত ব্যর্থ হতে ৷তাড়াতাড়ি হোক এই কামনা করি ।
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২১
255814
আশাবাদী যুবক লিখেছেন : মন্ত্যের জন্য মুবারকবাদ
314862
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটি সামাজিক উৎসব কে বেশি চেতনা দিতে গিয়ে বানিজ্যিক করে তার সামাজিক আবেদন এই নষ্ট করে দেওয়া হয়েছে।
314874
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২১
আশাবাদী যুবক লিখেছেন : ঠিক বলেছেন
314876
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৮
আবু জান্নাত লিখেছেন : সবগলোই অপসাংস্কৃতি। হিন্দুদের থেকে ধারকরা । অপসাংস্কৃতি নিপাত যাক, মানবতা মুক্তিপাক।
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৮
255875
আশাবাদী যুবক লিখেছেন : মুবারকবাদ মন্তব্যের জন্য
314891
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্য থাকলে কাজ হবেই! আমরা আমাদের পরিবার থেকে শুরু করি.... ধন্যবাদ সময় উপযোগী পোস্ট।
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৯
255876
আশাবাদী যুবক লিখেছেন : আপনাকে মুবারকবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File