তোদের কি মা-বোন নেই? মুজিব সেনারা, এবার তোরা মানুষ হ !
লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ১৯ এপ্রিল, ২০১৫, ০১:০০:২৯ রাত
“তোমরা যারা ছাত্রলীগ করো“ শিরোনামে জাফর মশাই যদি কোনো কলাম লিখতেন তাহলে হয়তো লিখতেন ‘একজন যুবক একজন যুবতির প্রতি আকর্ষন জন্মাতেই পারে, আকর্ষনে পরস্পর কাছে আসতে-ধাক্কা লাগতেই পারে, পোশাক উতার দিতেই পারে ৷ আর পোশাক উতার দিয়া তো প্রগতিশীলতা হ্যায় না? সুতরাং তোমরা কোনো অন্যায় কাজ করো নি ৷ যার এটা নিয়ে ঘাটছে তারা ব্যাকডেটেড, মৌলবাদী‘
ডারউইনের থিউরী আমি মানতাম না, কিন্তু ছাত্রলীগের কর্মকান্ড দেখে মনে হচ্ছে পৃথিবীতে এখনও কিছু বিবর্তন হয় ৷ তবে সেটা বানর পরিবর্তন হয়ে মানুষ না, শয়তান বিবর্তত হয়ে ছাত্রলীগ হয় ৷
তোদের কুকর্মের অনেক নজির দেখিয়েছিস, এগুলো না দেখালেই কি হতো না? তোদের কি মা বোন নেই? অনেক হয়েছে, এবার থাম ৷ মুজিব সেনারা, এবার তোরা মানুষ হ ৷
বিষয়: রাজনীতি
১৪৯৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন