সংবাদ যখন উপভোগের বিষয় !! চলুন উপভোগ করি রসময় মতি আলোর সংবাদ !!
লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ১৮ এপ্রিল, ২০১৫, ১১:০০:৩৫ রাত
সত্যিই প্রথম আলোর নিউজটা খুব উপভোগ করলাম !! বিনোদিতও হইলাম !! সংবাদ ও আজ কাল উপভোগের জিনিষে রূপান্তরিত হয়েছে। টিভি চ্যানেল গুলোতে একটা অ্যাড খুব প্রচারিত হচ্ছে “ আপনার বাংলালিংক নাম্বার থেকে ---- এত নাম্বারে ডায়াল করুণ, আর উপভোগ করুণ প্রথম আলোর সংবাদ”। অ্যাডটা দেখে প্রথমে একটু হতভম্ব হলেও পরে অবশ্য সাম্প্রতিক কালে তাদের সংবাদ গুলো বিশ্লেষণ করে বুঝতে পারলাম, তারা সংবাদকে নাটক – সিনেমার মতই উপভোগের বস্তূতে পরিণত করেছে। সাবাস !! প্রথম আলো গং ।
আজকের সংবাদটি পড়ে মনে হল বলিউডের কোন বি গ্রেড থ্রিলার মুভি উপভোগ করলাম!! এখন দেখার অপেক্ষায় কবে প্রথম আলো বা জনকণ্ঠ বলবে যে কামারুজ্জামান কবর থেকে উঠে এসে ঐ অপকর্মটি করে গেছে। এই ভাবে চলতে থাকে আগামী কিছুদিন পর সংবাদ গুলো বিবর্তিত হতে হতে চটি সাহিত্যে রূপান্তরিত হবে। ভয় হয় কখন আবার অভিষেক বচ্চন কিংবা বিরাট কোহেলি কে, রসময় মতিগুপ্ত-জঘন্যকণ্ঠ গং রা শিবিরের ভারত শাখার সভাপতি বানীয়ে দেয়।
এই ঘটনা ঘটার পর প্রথম দিন বাংলার তথাকথিত মেইন স্ট্রিম সংবাদ পত্রগুলো নীরব ছিল, একমাত্র মানবজমিন ছাড়া। ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার চাপে পরের দিন তারা কিছু কিছু নিউজ করে, এবং তাদের নিউজ ছিল উল্টো, তারা এই ঘটনার উপর আবরণ ঢেলে একটি সন্দেহ তৈরি করতে চেয়েছিল যে এই রকম ঘটনা এই দিন ঘটেইনি !! কিন্তূ মানবজমিনএবং আমারদেশ লিড নিউজ করায় তাদের সেই গুপ্তভাসনা পুরন হয় নি।
অথচ গত ১৬ ই এপ্রিল বাংলার নাস্তিকদের গোয়াল ঘর খ্যাত DW (বাংলা ভাষা) এর নিউজ ছিল “প্রিয় পাঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের অনুষ্ঠানে কয়েকজন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত এরকম এক সংবাদ নিয়ে ফেসবুক, টুইটারে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে৷ তবে এই নিয়ে বিভ্রান্তিও সৃষ্টি হয়েছে৷ আলোচিত সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত হিসেবে যে ছবিটি ফেসবুকে দেখা যাচ্ছে, সেটি কোন নারীর নয় বলেও দাবি করছেন কেউ কেউ৷
আপনি বা আপনার পরিচিত কেউ কি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী? আপনার কাছে এই বিষয়ে কোন তথ্য থাকলে জানান আমাদের৷ পরিচয় গোপন রাখতে চাইলে আমাদের এই পাতার ম্যাসেজেও লিখতে পারেন৷”
সেই দিন আমি কমেন্ট করেছিলাম “এখন শুধু দেখার বাকী এবং শুনার বাকী যে এক কাজটি জামাত-শিবির করেছে--------। হা হা হা হা হা , আসলেই ! সংবাদ এখন উপভোগের বিষয়”।
আর আজ শনিবার দুপুরে ডিবির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘পহেলা বৈশাখের দিন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে বিবস্ত্রের কোনো ঘটনা ঘটেনি। কোনো নারীকে বিবস্ত্র করার প্রমাণ এখনো পাওয়া যায়নি। এমন ঘটনা ঘটেছে কিনা তা কোনো প্রত্যক্ষদর্শী এখনো নিশ্চিত করেনি। থানা বা পুলিশের কাছে কেউ এখনো অভিযোগও দায়ের করেনি। এতে ঘটনাটিতে যথেষ্ট কনফিউশন রয়েছে।’
******* জয় রসময় মতিগুপ্ত ***** জয় মানিক ***** জয় আফ্রিকান মাগুর **** জয় চেতনা ***
বিষয়: বিবিধ
২৪৩৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছাত্রলীগের কুত্তাদের বাঁচাতে আরোও দুএকটি কুত্তার উল্টো চিৎকার!!!!!! http://www.monitorbd.net/blog/blogdetail/detail/4081/kala/64210#.VTKa7nOoVAg
রসময়গুপ্তের কাজগুলো সুনিপুণ ভাবে আন্জাম দিতেই মতিগংরা এ দেশে আছে!
ভোগ সর্বস্ব জীবনাচার প্রতিষ্ঠাই ওদের পণ!
এমন সাংঘাতিকতা কে ধিক জানাই!!
ঘটনা পুর্ব পরিকল্পিত এতে সন্দেহ নাই!
কিন্তু পান্জাবী পড়া বা হালকা দাঁড়ি নিয়ে প্রশ্ন তুলা যায় না! কেননা-এটা বর্তমানে ফ্যাশনে রুপ নিয়েছে!!
ইসলাম ও মুসলিম অনুভূতি তে আঘাত করাই ওদের ধর্ম! কখনো সোজা হবে না ওরা,মরার আগে!!
এদেশে বিজ্ঞ মানুষ আছে বলে কি আপনার মনে হয় !! আছে বিজ্ঞ মানুষের মুখোসের আড়ালে কিছু শয়তান,এরা এক চোখা। এরা সব সময় উদর পিণ্ডি ভুদোর গাঁড়ে চাপায়। আপেক্ষায় না থেকে জাগেন আপু।
মন্তব্য করতে লগইন করুন