**** একজন সুপার ম্যান, তাঁর জন্য দোয়ার আবেদন ****

লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ২৪ মে, ২০১৫, ০৩:২০:৩৩ রাত

এই রকম আর একটি মানুষ, আমি দেখিনি জীবনে আমার। তাঁর সমস্ত জীবনটা তিনি বিলিয়ে দিয়েছেন, তাঁর মা-বাব, ভাইবোন, স্ত্রী-পুত্রদের জন্য, কখন পিছনে ফিরে দেখেনি, হিসাব মিলিয়ে দেখেন নাই, কি পেয়েছেন জীবনে ?? সম্ভবত তাঁর জীবন খাতায় “নিজ” এই একটি শব্দ নেই, নিজেকে নিয়ে কখনও স্বপ্নেও ভাবেন নি, অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে চলেছেন আজ পর্যন্ত।

সমাজ জীবনে, লড়েছেন গরীবের-ইয়াতিমের হক আদায়ের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, লড়েছেন সত্যের জন্য, আপোষ করেননি অন্যায়-মিথ্যার সাথে কখনও, সততার প্রতীক হিসাবে মাথা উঁচু করে দাঁড়ীয়ে আছেন সমাজে।

আর আমার জন্য !! আমার জীবনে, মহান আল্লাহ্‌র রহমতের ছায়া হয়ে বট বৃক্ষের ন্যায় প্রচণ্ড রোদে সুশীতল ছায়া দিয়ে যাচ্ছেন,জীবনের কাল বৈশাখী ঝড়গুলোতে সিনা টান করে দাঁড়ীয়ে যান ঝড়ের সামনে আর আমাকে আশ্রয় দিচ্ছেন নিরাপদ বাহুডোরে।এখনও স্বপ্নে এক পাহাড়ের চুড়া থেকে অন্য পাহাড়ের চুড়ায় জাম্প দিয়ে বেড়াই এই মানুষটি আছেন বলে।

এই মানুষটি আমার হিরো, আমার সুপারম্যান, আমার স্বপ্নের গৌতম শহরের হেফাজত কারী ব্যাডম্যান, আমার জন্মদাতা পিতা, আমার বাবা।আজ ১০দিন ধরে এই মানুষটি পড়ে আছে বিছানায়, আজ চারদিন ধরে পড়ে আছে হাসপাতালের ব্যাডে, আজ রাতে তাকে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে, বুকের ভিতর চিন চিন করছে বেদনায়। হে মহান রাব্বুল আলা-মিন, জীবন ও মৃত্যুর মালিক হে আল্লাহ্‌, আমার মাথার উপর থেকে আপনার রহমতের ছায়াটি সরিয়ে নিবেন না। হে আমার মালিক আমার বাবাকে সুস্থ করে দিন।আমীন, ছুম্মা আমীন।

( সবাই আমার সুপার ম্যান, আমার বাবার জন্য দোয়া করবেন)

বিষয়: বিবিধ

১৯৫৯ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322135
২৪ মে ২০১৫ রাত ০৩:৫০
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
২৪ মে ২০১৫ রাত ০৩:৫১
263223
এ,এস,ওসমান লিখেছেন : সাথে আপনার বাবার জন্য দোয়া রাখবেন।
আল্লাহ তাকে সুস্থতা দান করুন।
২৫ মে ২০১৫ রাত ০৪:২৬
263427
লজিকাল ভাইছা লিখেছেন : আমীন ছুম্মা আমীন। জাযাকাল্লাহু খাইর।
322138
২৪ মে ২০১৫ সকাল ০৫:০৬
কাহাফ লিখেছেন :
'জান্নাতের দরজা' হলেন শ্রদ্ধেয় এই বাবা!
সন্তান আর পরিবারের জন্যে স্বার্থহীন ভাবে নিজেকে উজার করে দেয়ার বিমুর্ত প্রতিক!
মহান আল্লাহ আপনার বাবা কে পরিপুর্ণ সুস্হ্যতা দান করুন! আমাদের বাবা কেও সুস্হ্য রাখুন! আমিন ছুম্মা আমিন!!
২৫ মে ২০১৫ রাত ১২:৩৫
263407
লজিকাল ভাইছা লিখেছেন : হে আল্লাহ্‌ এই সুন্দর মনের মানুষগুলোর দোয়া কবুল করুণ, আমার বাবাকে সুস্থ করে দিন, উনাকে নেক হায়াত দান করুণ। আমীন ছুম্মা আমীন । জাযাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck Good Luck Good Luck
322144
২৪ মে ২০১৫ সকাল ০৮:০৫
বৃত্তের বাইরে লিখেছেন : আল্লাহ রাব্বুল আলামীন বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে প্রিয়জনদের কাছে ফিরিয়ে দিন. Praying দোয়া করি বাবার আদর্শে আমাদের ভাইয়াটাও যেন সুপারহিরো হতে পারে. Good Luck আমিন
২৫ মে ২০১৫ রাত ১২:৩৫
263408
লজিকাল ভাইছা লিখেছেন : হে আল্লাহ্‌ এই সুন্দর মনের মানুষগুলোর দোয়া কবুল করুণ, আমার বাবাকে সুস্থ করে দিন, উনাকে নেক হায়াত দান করুণ। আমীন ছুম্মা আমীন । জাযাকাল্লাহু খাইরান।
322151
২৪ মে ২০১৫ সকাল ০৮:৩৯
হতভাগা লিখেছেন : আল্লাহ আপনার বাবাকে সুস্থ করে দিন , ভাল রাখুন - আমিন ।
২৫ মে ২০১৫ রাত ১২:৩৬
263409
লজিকাল ভাইছা লিখেছেন : হে আল্লাহ্‌ এই সুন্দর মনের মানুষগুলোর দোয়া কবুল করুণ, আমার বাবাকে সুস্থ করে দিন, উনাকে নেক হায়াত দান করুণ। আমীন ছুম্মা আমীন । জাযাকাল্লাহু খাইরান।
322158
২৪ মে ২০১৫ সকাল ০৯:১৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : মহান আল্লাহ আপনার বাবাকে সুস্থতা দান করুন। আমীন
২৫ মে ২০১৫ রাত ১২:৩৬
263410
লজিকাল ভাইছা লিখেছেন : হে আল্লাহ্‌ এই সুন্দর মনের মানুষগুলোর দোয়া কবুল করুণ, আমার বাবাকে সুস্থ করে দিন, উনাকে নেক হায়াত দান করুণ। আমীন ছুম্মা আমীন । জাযাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck Good Luck Good Luck
322165
২৪ মে ২০১৫ সকাল ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আল্লাহতায়লা তাকে নেক হায়াত দিন।
২৫ মে ২০১৫ রাত ১২:৩৬
263411
লজিকাল ভাইছা লিখেছেন : হে আল্লাহ্‌ এই সুন্দর মনের মানুষগুলোর দোয়া কবুল করুণ, আমার বাবাকে সুস্থ করে দিন, উনাকে নেক হায়াত দান করুণ। আমীন ছুম্মা আমীন । জাযাকাল্লাহু খাইরান।
322171
২৪ মে ২০১৫ দুপুর ১২:৫২
আফরা লিখেছেন : হে আল্লাহ ,আপনি আমার ভাইয়ার বাবাকে অসুস্থ্যতা থেকে সুস্থ্যতা দান করুন ,উনাকে নেক হায়াত দান ,বেশি করে নেক আমল করার তৌফিক দিন আর আমার ভাইয়ার পেরেশানি দুর করে দিন । আমীন ।
২৫ মে ২০১৫ রাত ১২:৩৭
263412
লজিকাল ভাইছা লিখেছেন : হে আল্লাহ্‌ এই সুন্দর মনের মানুষগুলোর দোয়া কবুল করুণ, আমার বাবাকে সুস্থ করে দিন, উনাকে নেক হায়াত দান করুণ। আমীন ছুম্মা আমীন । জাযাকাল্লাহু খাইরান।
322172
২৪ মে ২০১৫ দুপুর ০১:১৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আল্লাহ রাব্বুল আলামীনের শাহী দুয়ারে তাঁর সুস্থতার জন্য আবেদন জানাই। আমিন।
২৫ মে ২০১৫ রাত ১২:৩৭
263413
লজিকাল ভাইছা লিখেছেন : হে আল্লাহ্‌ এই সুন্দর মনের মানুষগুলোর দোয়া কবুল করুণ, আমার বাবাকে সুস্থ করে দিন, উনাকে নেক হায়াত দান করুণ। আমীন ছুম্মা আমীন । জাযাকাল্লাহু খাইরান।
322197
২৪ মে ২০১৫ দুপুর ০৩:১৫
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ রাব্বুল আলামীন আপনার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে প্রিয়জনদের কাছে ফিরিয়ে দিন. আমীন।
২৫ মে ২০১৫ রাত ১২:৩৭
263414
লজিকাল ভাইছা লিখেছেন : হে আল্লাহ্‌ এই সুন্দর মনের মানুষগুলোর দোয়া কবুল করুণ, আমার বাবাকে সুস্থ করে দিন, উনাকে নেক হায়াত দান করুণ। আমীন ছুম্মা আমীন । জাযাকাল্লাহু খাইরান।
১০
322252
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
ইবনে আহমাদ লিখেছেন : পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলেন মা'বাপ। তাদের সন্তুষ্ঠিই আমাদের সকলের জন্য দুনিয়া ও পরকালের জন্য জরুরী।
আল্রাহ তাকে উত্তম হায়াত দান করুন।
২৫ মে ২০১৫ রাত ১২:৩৭
263415
লজিকাল ভাইছা লিখেছেন : হে আল্লাহ্‌ এই সুন্দর মনের মানুষগুলোর দোয়া কবুল করুণ, আমার বাবাকে সুস্থ করে দিন, উনাকে নেক হায়াত দান করুণ। আমীন ছুম্মা আমীন । জাযাকাল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File