সবার জন্য শুভেচ্ছা

লিখেছেন লিখেছেন আলোর কথা ২৪ মে, ২০১৫, ০৯:০২:০৮ সকাল



আমি এই ব্লগে নতুন। আসলে ব্লগ জগতেই নতুন। ইদানীং ব্লগ ও ব্লগার এই শব্দ দুইটি বেশ শুনি। কিন্তু এই ব্যাপারে আমার তেমন কোন স্বচ্ছ ধারণা ছিল না।

তিনদিন আগে আমার খালাত বোনের বাসায় বেড়াতে এসে আপুর কাছে ব্লগ সম্পর্কে মোটামুটি একটি ধারনা পাই। তিনি আবার এখানে মাঝে মধ্যে লিখেন। তো আমার সেই আপু-ই আমাকে এখানে রেজিঃ করিয়ে দিলেন। এবং কিভাবে লিখতে হবে, মন্তব্য করতে হবে তা বুঝিয়ে দিলেন। আমার আপুর জন্য সবাই দোয়া করবেন। তিনি হলেন 'ফাতিমা মারিয়াম'।

উনি যদি আমাকে সঠিকভাবে ব্লগের বিষয় (যা আমি এখনও জানিনা বা বুঝিনা) না শিখিয়ে দেন তবে এই আমি হুমকি দিচ্ছি তার ছোটবেলার দুষ্টুমিগুলো আপনাদের সাথে শেয়ার করব! [এটা আবার উনাকে কেউ বলে দিবেন না।] তা হলে উনিও হয়ত আমারগুলো.........।

নীল অপরাজিতা আমার ভীষণ প্রিয় একটি ফুল। উজ্জ্বল বর্ণের এই ফুলটি আমাকে খুব মুগ্ধ করে। বিশেষ করে এর নামটি আমাকে ভীষণ আপ্লুত করে।

গান শুনতে আমি খুব পছন্দ করি। আমার দুই মেয়ে। বড়মেয়ে ক্লাস ফোরে পড়ে। আর ছোটজনকে ইনশাআল্লাহ আগামী বছর স্কুলে দেব। আমি এখন থেকেই ওদের আমার দেশ, সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ে সচেতন করতে চাই।

বেড়াতে আমি খুব পছন্দ করি।যদিও নানান সীমাবদ্ধতার জন্য তা হয়ে উঠেনি।এই শখটা আমি কল্পনাতেই পূরণ করি।ছোট একটা বাগান হবে আমার একদিন,সে বাগানের হাসনাহেনা মিষ্টি সৌরভ ছড়াবে এবং সবাইকে মোহিত করবে।রঙ্গিন রঙ্গিন ফুলে ভরা থকবে আমার বাগানটি।জোছনা রাতে আমি বাগানে বসে চা খাব,গান শুনব।আমার সাথে থাকবে আমার প্রিয় মানুষেরা। 'সেই দিন আমার কবে যে আসবে......?'

ছোট বেলায় আমি ভীষণ দুষ্টু ছিলাম।আমার খুব শখ ছিল আমি দাওয়াত ছাড়া একটা বিয়ে খাব।কিন্তু সেটা তো একা সম্ভব না।

বান্ধবীদের বললাম।

কেউ সাহস দিল না।কিছুদিন পর পরই আমি ওদের বলতাম। কিন্তু আমার এই শখ পূরণ করার জন্য কারো মধ্যে কোন ব্যাকুলতা দেখতে পেলাম না। আমি ধরেই নিলাম আমার এই শখ কোন দিন পূরণ হবার নয়।

অনেক বছর পর আমার এক পাড়াত বান্ধবী(আমার চেয়েও দ্বিগুণ পাগলা )ওকে আমার ইচ্ছের কথা বলতেই সে মহা উৎসাহে নাচতে লাগলো।

এবার আমার অস্থির হবার পালা ।'বল কবে যাবি? কবে যাবি?'

এখন আমার বুকের ভিতর কেমন একটা শব্দ শুনতে পাচ্ছি। সত্যিই কবে যাব? আমার এত কাঙ্ক্ষিত ইচ্ছে এবার পূরণের সময় এসেছে,আমি ভাবছি -না থাক যাব না। কিন্তু পড়েছি এবার মোগলের হাতে আমাকে এবার কে বাঁচাবে? অবশেষে এক শুক্রবারে চলে গেলাম বাসা থেকে সবচেয়ে কাছের কমিনিউটি সেন্টারে।

তারপর? নিরাপদে বাড়ি ফিরেছি।

আজ এটুকুই থাক। পরে একদিন না হয় আপনাদের কাছে আমার সেই বিনা দাওয়াতে খাওয়ার গল্পটি বলব!

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ৫৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322156
২৪ মে ২০১৫ সকাল ০৯:০৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : ব্লগে স্বাগতম
২৪ মে ২০১৫ সকাল ০৯:৪৮
263245
আলোর কথা লিখেছেন : ধন্যবাদ আপু, এভাবেই বৃক্ষ হয়ে আমাকে ছায়া দিও।
২৪ মে ২০১৫ সকাল ০৯:৫১
263246
ফাতিমা মারিয়াম লিখেছেন : এটাতো বৃক্ষ নারে....ঝিলমিল করা ফুলTongue
২৪ মে ২০১৫ দুপুর ০৩:১৬
263268
ছালসাবিল লিখেছেন : Surprised প্রথম দিন শুরু করেই ব্লগার Smug
আমি এখন ব্লগার হতে পারলাম নাহ Crying Crying
322166
২৪ মে ২০১৫ সকাল ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্বাগতম ব্লগে। পড়ুন,মন্তব্য করুন এবং লিখুন।
নিজেই বুঝে যাবেন ব্লগের মজা!!!
২৬ মে ২০১৫ দুপুর ০২:১০
263775
আলোর কথা লিখেছেন : ধন্যবাদ ভাইয়া।
322168
২৪ মে ২০১৫ দুপুর ১২:২১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
আপনার জন্য রহিলো আন্তরিক শুভেচ্ছা! শুভ ব্লগিং...!
২৬ মে ২০১৫ দুপুর ০২:১২
263778
আলোর কথা লিখেছেন : অনেক ধন্যবাদ।
322169
২৪ মে ২০১৫ দুপুর ১২:৪৬
আফরা লিখেছেন : ব্লগে আলো আপুর আগমন সুভেচ্ছা-স্বাগতম
২৬ মে ২০১৫ দুপুর ০২:১২
263779
আলোর কথা লিখেছেন : ধন্যবাদ।
322173
২৪ মে ২০১৫ দুপুর ০১:১৪
জেদ্দাবাসী লিখেছেন : প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ফাতিমা মারিয়ামকে আপনাকে ব্লগ জগতে নিয়ে আসার জন্য। শিক্ষিত মা'ই পারে সৎ সভ্য রুচিশিল সমাজ সচেতন জাতি গটন করতে। আপানার থেকে
দেশ,সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ে সচেতন মুলক লেখা আশা করি এবং নিজের বাস্তব শিক্ষনিয় গঠনাও লিখুন। আল্লাহ আপনার কলমের জোর বাড়িয়ে দিন,জাযাকাল্লাহ খায়ের
আন্তরিক দোয়া করি আপনার বাচ্চাদের আল্লাহ রহমত করুন।

২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
263875
আলোর কথা লিখেছেন : আপনাদের সহায়তা ও অনুপ্রেরনা পেলে ইনশা আল্লাহ্ আপনাদের সাথে থাকব।
ধন্যবাদ।
322181
২৪ মে ২০১৫ দুপুর ০২:১৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। ফাতিমা মারইয়াম আপুর বোন তাহলে তো অপরিচিত রইলেন না। নতুন হলেও পাকা ব্লগারদের মতই লিখেছেন মোটেও কাঁচা হাতের লেখা মনে হয়নি। স্বাগতম আপু।
২৬ মে ২০১৫ রাত ০৮:০৫
263877
আলোর কথা লিখেছেন : আপনার মন্তব্য পড়ে অনুপ্রানিত হলাম।খুব ভাল লাগছে।আপনার আন্তরিকতায় আমি ধন্য।
322183
২৪ মে ২০১৫ দুপুর ০২:২২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ব্লগে আপনায় স্বাগতম হে আলোর পথযাত্রী
আশা আছে সব মোড়েতেই হবো সহযাত্রী,,

আন্তরিক শুভেচ্ছা ও আভনন্দন..... Big Hug Rose
২৬ মে ২০১৫ রাত ০৮:১২
263878
আলোর কথা লিখেছেন : আব্দুল মান্নান মুন্সী ভাই
এভাবেই উৎসাহ চাই।
যদি তা না পাই
দেখবেন একদিন আমি আর নাই।
অনেক অনেক ধন্যবাদ।
322198
২৪ মে ২০১৫ দুপুর ০৩:১৮
ছালসাবিল লিখেছেন : এইযে নতততুন আপপপপপি, Day Dreaming
এততত ব্লগার হলে পড়বে কে Waiting Crying
কমেন্টাবে কে Smug

____> এজন্য আমি ব্লগার নাহ Tongue Day Dreaming
২৬ মে ২০১৫ রাত ০৮:১৭
263879
আলোর কথা লিখেছেন : ভাইজান,আপনি কমেন্টাবেন এই আশায় আমিও নিশ্চয় ব্লগাব।
ধন্যবাদ।
২৬ মে ২০১৫ রাত ১০:৫২
263899
ছালসাবিল লিখেছেন : Surprised Surprised Worried ব্লগান Worried Crying
আমি কমেন্টাবো নাহ্ Tongue
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২০
264101
আলোর কথা লিখেছেন : হায় হায় 'আলোর কথা 'তাহলে পড়বে কে?আমার কি হবে?????????
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
264105
ছালসাবিল লিখেছেন : পড়বো নাহ তবে কমেন্ট করবো Tongue তবে যেটা মনে লাগবে সেটা পড়বোই Smug Crying Tongue Love Struck
322199
২৪ মে ২০১৫ দুপুর ০৩:২২
ছালসাবিল লিখেছেন : বেড়াতে আমি খুব পছন্দ করি। Love Struck

আপপপপু, আমার বাসায় দাওয়াত রইলো, ছোট ভাই একটু খাওয়ায়ে যাবেন Day Dreaming নিজ দায়িত্বে রান্না করে খাবেন আমাকেও খাওয়াবেন Big Grin Big Grin

বিশেষ দ্র: খরচ পতির টাকা দুলাভাই দিবেন আমি বাজার খরচ করে দিবো Love Struck Tongue
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
264103
আলোর কথা লিখেছেন : নিজের টাকা খরচ করে দাওয়াত খাওয়ার মত বোকা আমি নই।বাজার করে খবর দিয়েন।
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
264106
ছালসাবিল লিখেছেন : আপপপপু বাজার কোরেছি Love Struck ফতিমাপু খরচের টাকা দিয়েছে Tongue
২৮ মে ২০১৫ সকাল ০৯:৪৭
264269
আলোর কথা লিখেছেন : দাদা ছালসাবিল,আপনি এত ঝগড়াটে কেন???????????????
২৮ মে ২০১৫ সকাল ১০:১০
264277
ছালসাবিল লিখেছেন : Surprised Smug phbbbbt
১০
322231
২৪ মে ২০১৫ বিকাল ০৫:৩৫
এ,এস,ওসমান লিখেছেন : আপু আপনাকে আমাদের বিডি টু ডে ফ্যামিলিতে স্বাগতম।
আশা করি পরবর্তিদিন গুলো ভাল যাবে।
২৬ মে ২০১৫ রাত ০৮:২২
263880
আলোর কথা লিখেছেন : দোয়া করবেন।
ধন্যবাদ।
১১
322235
২৪ মে ২০১৫ বিকাল ০৫:৫৬
ফুটন্ত গোলাপ লিখেছেন : আপনাকে ব্লগে স্বাগতম । আপনার লেখা পাওয়ার আশায় রইলাম । শুভ হোক আপনার আগামীর পথ চলা ।
২৬ মে ২০১৫ রাত ০৮:২৩
263881
আলোর কথা লিখেছেন : ইনশা আল্লাহ্, দোয়া করবেন।
ধন্যবাদ।
১২
322242
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
শেখের পোলা লিখেছেন : ফাতেমা আপু আমারও পছন্দের আপু৷ আিপনিও তাহলে আপুই হলেন৷ তা গুরু মারা বিদ্যা নিয়ে ব্লগে এলেন, এটা আমার পছন্দ নয়৷ তবে আপনার আলোয় ব্লগকে আলোকিত করবেন আশাকরি৷ শুভেচ্ছা স্বাগতম৷ Rose Rose Rose
২৬ মে ২০১৫ রাত ০৮:২৮
263883
আলোর কথা লিখেছেন : মিষ্টি মিষ্টি দুষ্টুমি শেয়ার করলে গুরু মারা হয় না, ভাইয়া।
ধন্যবাদ।
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
264108
ছালসাবিল লিখেছেন : Surprised ভাইয়া Crying উনি তো আমাদের দাদু Crying Tongue দেখেন নি নাম শেখের পোলা Surprised
১৩
322250
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
ইবনে আহমাদ লিখেছেন : স্বাগতম। যিনি আপনাকে এই জগতে নিয়ে আসার কষ্ট করেছেন তার বিরুদ্ধে না লিখলে কি হয়? আমরা আপনার সাথে আছি।
২৬ মে ২০১৫ রাত ০৮:৩১
263884
আলোর কথা লিখেছেন : ভাইয়া, মিষ্টি মিষ্টি দুষ্টুমি শেয়ার করব, বিরুদ্ধে লেখার প্রশ্নই আসে না। সাথে থাকার
জন্য ধন্যবাদ।
১৪
322349
২৫ মে ২০১৫ সকাল ১১:১০
বৃত্তের বাইরে লিখেছেন : ভালো লাগলো আমার মত শান্ত শিষ্ট একজনকে পেয়ে। Happyস্বাগতম Good Luck Rose


২৬ মে ২০১৫ রাত ০৮:৩৩
263885
আলোর কথা লিখেছেন : আমারো ভালো লাগলো আমার মত শান্ত শিষ্ট আপনাকে পেয়ে।
ধন্যবাদ।
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
264109
ছালসাবিল লিখেছেন : Surprised আল্লাহরে উনি নাকি শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট Smug Tongue
২৮ মে ২০১৫ সকাল ১১:২২
264292
বৃত্তের বাইরে লিখেছেন : আপু দেখছেন আপনি যে শান্ত শিষ্ট বিশ্বাস করেনাSurprised Smug Surprised
৩০ মে ২০১৫ রাত ০৮:২২
264919
আলোর কথা লিখেছেন : ছোট ভাই ভেবে ছেড়ে দিলাম ।
১৫
322565
২৬ মে ২০১৫ সকাল ০৫:৩৮
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ স্বাগতম স্বাগতম Rose Rose Rose Rose
১৬
322714
২৬ মে ২০১৫ রাত ০৮:৩৩
আলোর কথা লিখেছেন : ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
264110
ছালসাবিল লিখেছেন : আমার বাড়িতে বেড়াতে আসার জন্য আপনাকেও অনেনেনেনেক ধন্যবাদ Rolling on the Floor Tongue
২৭ মে ২০১৫ রাত ১০:০৯
264173
আওণ রাহ'বার লিখেছেন : Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৭
322973
২৮ মে ২০১৫ রাত ০১:৫৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

আপনাকে স্বাগতম! শুভ ব্লগিং! Good Luck Rose Angel Praying
২৮ মে ২০১৫ সকাল ০৯:৪১
264268
আলোর কথা লিখেছেন : ধন্যবাদ।পাশে থাকবেন।
১৮
323007
২৮ মে ২০১৫ সকাল ০৯:০৬
ঝিঙেফুল লিখেছেন : আপনাকে স্বাগতম! শুভ ব্লগিং Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Bee Bee Bee Bee Bee Bee
১৯
323012
২৮ মে ২০১৫ সকাল ০৯:৪৩
আলোর কথা লিখেছেন : ধন্যবাদ।আপনাদের অনুপ্রেরনাই হবে আমার আগামীর পথ চলা।
২৮ মে ২০১৫ সকাল ০৯:৪৯
264270
ঝিঙেফুল লিখেছেন : মুন আফা আফনি আমারে জবাব না দিয়া কই দিলেন গো? Crying


ঠিক মত জবাব দেন গো মুন আফাSmug
২৮ মে ২০১৫ সকাল ১০:১২
264280
আলোর কথা লিখেছেন : ফারতাম না।
২৮ মে ২০১৫ সকাল ১০:১৪
264282
ঝিঙেফুল লিখেছেন : মুন১৫ আফা আমার ব্লগে ইট্টুখানি বেড়াইতে যাইয়েনLove Struck
২৮ মে ২০১৫ সকাল ১০:৪৬
264284
আলোর কথা লিখেছেন : অহন ফারমুনা, টাইম নাই। ফরে আমু।
২০
353958
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : প্রথমবারের মতো কোনো সিনেমা হল নির্মিত
২১
353977
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File