খেয়ার প্রতীক্ষায়
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৪ মে, ২০১৫, ০১:৩৪:১১ রাত
সকাল-দুপুর-বিকেল গড়িয়ে সন্ধ্যা,
খেয়ার প্রতীক্ষায় উম্মত্ত। কখন ভিড়বে ঘাটে?
তিমির রাত্রি, তুমুল উত্থাল সমুদ্র,
চারিদিকে নেকড়ের আনাগোনা।
'
আঁধার ছিরে আবছা আলো সমেত কম্পিত খেয়া,
প্রাণপণ চেষ্টা ভিড়বে ঘাটে ।
উত্থাল সমুদ্রে হাঙরের জটর পেরিয়ে
আদৌ কি পৌঁছবে ঘাটে ?
'
পাটাতন কম্পিত খেয়া ,
প্রাণপণ ব্যর্থ চেষ্টায় ভাসতে ভাসতে দিকভ্রম,
তারপর হাঙরের জটরে অদৃশ্য ।
'
ক্রমশ তিমির রাত্রির গভীরতা হতাশা মুছে দেয়।
নেকড়ে বেষ্টিত প্রতিক্ষার মুর্মুষূ সময়
দেখিয়ে দেয় আকাশ মিশে যাওয়া সমুদ্রের
ওপার থেকে সোনালি আভা।
এবার সূর্যোদয় নিশ্চিত।
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই মানে কি ভাইয়া ?
মন্তব্য করতে লগইন করুন