প্রিয় কবি আল মাহমুদ এবং তিনটি অমর কবিতা

লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ১২ জুলাই, ২০১৫, ০৫:৫৪:১৬ সকাল

কবিতা কখনই আমার প্রিয় বিষয় ছিলনা, তবুও বাংলা সাহিত্যে কিছু কিছু অমর কবিতা আছে যেগুলো এখনও নিজের অজান্তেই একাকীত্বের সাথী হয়ে রয়। আল মাহমুদ তেমনি একজন কবি,যাকে বাংলা সাহিত্যের এই যুগের শ্রেষ্ঠ কবি বলা যায়।

আমার কাছে কবি আল মাহমুদ অনন্য উচ্চতায়, শুধু মাত্র তার “কাবিলের বোন” উপন্যাসের জন্য। যে উপন্যাসটি হতে পারত বাংলাদেশের স্বাধীনতার দলীল বা প্রমাণপত্র। স্বাধীনতার পটভূমি নিয়ে এরচেয়ে নির্ভরযোগ্য, বস্তুনিষ্ঠ, চমৎকার উপন্যাস দ্বিতীয়টি পাওয়া দুষ্কর।কিন্তু তা হয়নি !! কারণ, কারণ সবার জানা ।

আল্লাহর অশেষ রহমতে জীবনের কোন এক সময় ইউ টার্ন করে ফিরে এসেছেন সঠিক রাস্তায়, আর ঠিক এই কারণে তার কিছু অমর সৃষ্টি থেকে গেছে অন্ধকারে, শুধু মাত্র ইসলামী ধারার হওয়ার কারণে যুগের শ্রেষ্ঠ কবি হওয়া সত্ত্বেও প্রচারণার অভাবে যে কবিতাটির পতি সময় চরম অবিচার করেছে। অথচ এই কবিতাটিই হতে পারত আধুনিক বাংলার জাগরণের কবিতা, হতে পারত মুক্তির গান।

(এক)

Rose Rose “জেলগেটে দেখা” Rose Rose

সেলের তালা খোলা মাত্রই এক টুকরো রোদ এসে পড়লো ঘরের মধ্যে

আজ তুমি আসবে ।

সারা ঘরে আনন্দের শিহরণ খেলছে । যদিও উত্তরের বাতাস

হাড়েঁ কাঁপন ধরিয়ে দিয়ে বইছে , তবু আমি ঠান্ডা পানিতে

হাত মুখ ধুয়ে নিলাম। পাহারাদার সেন্ট্রিকে ডেকে বললাম,

আজ তুমি আসবে । সেন্ট্রি হাসতে হাসতে আমার সিগ্রেটে

আগুন ধরিয়ে দিল । বলল , বারান্দায় হেটেঁ ভুক বাড়িয়ে নিন

দেখবেন , বাড়ী থেকে মজাদার খাবার আসবে ।

দেখো , সবাই প্রথমে খাবারের কথা ভাবে ।

আমি জানি বাইরে এখন আকাল চলছে । ক্ষুধার্ত মানুষ

হন্যে হয়ে শহরের দিকে ছুটে আসছে । সংবাদপত্রগুলোও

না বলে পারছে না যে এ অকল্পনীয় ।

রাস্তায় রাস্তায় অনাহারী শিশুদের মৃতদেহের ছবি দেখে

আমি কতদিন আমার কারাকক্ষের লোহার জালি

চেপে ধরেছি ।

হায় স্বাধীনতা , অভুক্তদের রাজত্ব কায়েম করতেই কি আমরা

সর্বস্ব ত্যাগ করেছিলাম ।

আর আমাকে ওরা রেখেছে বন্দুক আর বিচারালয়ের মাঝামাঝি

যেখানে মানুষের আত্মা শুকিয়ে যায় । যাতে

আমি আমরা উৎস খুঁজে না পাই ।

কিন্তু তুমি তো জানো কবিদের উৎস কি ? আমি পাষাণ কারার

চৌহদ্দিতে আমার ফোয়ারাকে ফিরিয়ে আনি ।

শত দুর্দৈবের মধ্যেও আমরা যেমন আমাদের উৎসকে

জাগিয়ে রাখতাম ।

চড়ুই পাখির চিৎকারে বন্দীদের ঘুম ভাঙছে ।

আমি বারান্দা ছেড়ে বাগানে নামলাম।

এক চিলতে বাগান

ভেজা পাতার পানিতে আমার চটি আর পাজামা ভিজিয়ে

চন্দ্রমল্লিকার ঝোপ থেকে একগোছা শাদা আর হলুদ ফুল তুললাম ।

বাতাসে মাথা নাড়িয়ে লাল ডালিয়া গাছ আমাকে ডাকলো ।

তারপর গেলাম গোলাপের কাছে ।

জেলখানার গোলাপ , তবু কি সুন্দর গন্ধ !

আমার সহবন্দীরা কেউ ফুল ছিড়েঁ না , ছিঁড়তেও দেয় না

কিন্তু আমি তোমার জন্য তোড়া বাঁধলাম ।

আজ আর সময় কাটতে চায়না । দাড়ি কাটলাম । বই নিয়ে

নাড়াচাড়া করলাম । ওদিকে দেয়ালের ওপাশে শহর জেগে উঠছে ।

গাড়ীর ভেঁপু রিক্সার ঘন্টাধ্বনি কানে আসছে ।

চকের হোটেলগুলোতে নিশ্চয়ই এখন মাংসের কড়াই ফুটছে ।

আর মজাদার ঝোল ঢেলে দেওয়া হচ্ছে

গরীব খদ্দেরদের পাতে পাতে ।

না বাইরে এখন আকাল । মানুষ কি খেতে পায় ?

দিনমজুরদের পাত কি এখন আর নেহারির ঝোলে ভরে ওঠে ?

অথচ একটা অতিকায় দেয়াল কত ব্যবধানই না আনতে পারে ।

আ , পাখিরা কত স্বাধীন । কেমন অবলীলায় দেয়াল পেরিয়ে যাচ্ছে

জীবনে এই প্রথম আমি চড়ুই পাখির সৌভাগ্যে কাতর হলাম ।

আমাদের শহর নিশ্চয়ই এখন ভিখিরিতে ভরে গেছে ।

সারাদিন ভিক্ষুকের স্রোত সামাল দিতে হয় ।

আমি কতবার তোমাকে বলেছি , দেখো

মুষ্টি ভিক্ষায় দারিদ্র্য দূর হয় না ।

এর অন্য ব্যবস্হা দরকার , দরকার সামাজিক ন্যায়ের ।

দুঃখের শিকড় উপড়ে ফেলতে হবে ।

আ , যদি আমার কথা বুঝতে ।

প্রিয়তমা আমার ,

তোমার পবিত্র নাম নিয়ে আজ সূর্য উদিত হয়েছে । আর

উষ্ণ অধীর রশ্মির ফলা গারদের শিকের ওপর পিছলে যাচ্ছে ।

দেয়ালের ওপাশ থেকে ঘুমভাঙ্গা মানুষের কোলাহল ।

যারা অধিক রাতে ঘুমোয় আর জাগে সকলের আগে ।

যারা ঠেলে ।

চালায় ।

হানে ।

ঘোরায় ।

ওড়ায় ।

পেড়ায় ।

আর হাত মুঠো করে এগিয়ে যায় ।

সভ্যতার তলদেশে যাদের ঘামের অমোঘ নদী ।

কোনদিন শুকোয় না । শোনো , তাদের কলরব ।

বন্দীরা জেগে উঠছে । পাশের সেলে কাশির শব্দ

আমি ঘরে ঘরে তোমার না ঘোষণা করলাম

বললাম , আজ বারোটায় আমার ‘দেখা’ ।

খুশীতে সকলেই বিছানায় উঠে বসলো ।

সকলেরই আশা তুমি কোন না কোন সংবাদ নিয়ে আসবে ।

যেন তুমি সংবাদপত্র ! যেন তুমি

আজ সকালের কাড়জের প্রধান শিরোনামশিরা !

সূর্য যখন অদৃশ্য রশ্মিমালায় আমাকে দোলাতে দোলাতে

মাঝ আকাশে টেনে আনলো

ঠিক তখুনি তুমি এলে ।

জেলগেটে পৌছেঁ দেখলাম , তুমি টিফিন কেরিয়ার সামনে নিয়ে

চুপচাপ বসে আছো ।

হাসলে , ম্লান , সচ্ছল ।

কোনো কুশল প্রশ্ন হলো না ।

সাক্ষাৎকারের চেয়ারে বসা মাত্রই তুমি খাবার দিতে শুরু করলে ।

মাছের কিমার একটা বল গড়িয়ে দিয়ে জানালে ,

আবরা ধরপাকড় শুরু হয়েছে ।

আমি মাথা নাড়লাম ।

মাগুর মাছের ঝোল ছড়িয়ে দিতে দিতে কানের কাছে মুখ আনলে ,

অমুক বিপ্লবী আর নেই

আমি মাথা নামালাম । বললে , ভেবোনা ,

আমরা সইতে পারবো । আল্লাহ , আমাদের শক্তি দিন ।

তারপর আমরা পরস্পরকে দেখতে লাগলাম ।

যতক্ষণ না পাহারাদারদের বুটের শব্দ এসে আমাদের

মাঝখানে থামলো ।

********************************************************

(দুই)

এই সে কবিতা, যা আল মাহমুদকে, বাংলা সাহিত্যে আল মাহমুদ হিসাবে স্টাবলিশ করতে মুখ্য ভূমিকায় ছিল। আজও কেন যেন আবেদনে ঘাড়টি পড়েনি, চির অম্লান এক কবিতা:

Rose Rose “নোলক” Rose Rose

আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে

হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।

নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে ?

-হাত দিওনা আমার শরীর ভরা বোয়াল মাছে।

বললো কেঁদে তিতাস নদী হরিণবেড়ের বাঁকে

শাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে।

জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক

সবুজ বনের হরিণ টিয়ে করে রে ঝিকমিক।

বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই,

আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই।

কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন

আমরা তো সব পাখপাখালি বনের সাধারণ।

সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পরি নাতো !

ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো

বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক

হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ।

এলিয়ে খোঁপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা

আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাবো না ।

********************************************************

(তিন)

এখনও পড়ার টেবিলে বসলে, গুন গুন করে এই গানটি গাই, এটা আল মাহমুদের একটি ছড়া কবিতা। সম্ভবত তখন আমি ক্লাস সেভেন বা এইটে পড়ি, এক ঈদে সেজ কাকা ছোট ছোট বাচ্চাদের একটি গানের ক্যাসেট চালালেন, চমৎকার সব গানের সমাহার, এর মধ্যে একটি গান আমার খুব ভাল লেগে যায়। আসলে গানটি শুধু আমার নয়, আমার মত সকল দুরন্তপনা দুষ্টর দল, পড়া চোর দেরই ভাল লাগার কথা।

Rose Rose “পাখির মতো” Rose Rose

আম্মা বলেন, পড়রে সোনা

আব্বা বলেন, মন দে;

পাঠে আমার মন বসে না

কাঁঠালচাঁপার গন্ধে।

আমার কেবল ইচ্ছে জাগে

নদীর কাছে থাকতে,

বকুল ডালে লুকিয়ে থেকে

পাখির মতো ডাকতে।

সবাই যখন ঘুমিয়ে পড়ে

কর্ণফুলীর কূলটায়,

দুধভরা ঐ চাঁদের বাটি

ফেরেস্তারা উল্টায়।

তখন কেবল ভাবতে থাকি

কেমন করে উড়বো,

কেমন করে শহর ছেড়ে

সবুজ গাঁয়ে ঘুরবো !

তোমরা যখন শিখছো পড়া

মানুষ হওয়ার জন্য,

আমি না হয় পাখিই হবো,

পাখির মতো বন্য।

Rose Rose Rose Rose Rose

পরিশেষে মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি “ হে দয়াময় আপনি প্রিয় কবি আল মাহমুদকে নেক হায়াত দিন, তাকে ইসলামের খেদমত করার আর সুযোগ দিন” আমীন।

বিষয়: বিবিধ

৬৬৪৯ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329648
১২ জুলাই ২০১৫ সকাল ০৮:১২
জোনাকি লিখেছেন : প্রথমটা পড়ে মন ভরে গেছে। পরেরগুলো পরে পড়বো। থ্যাঙ্কস।
১৫ জুলাই ২০১৫ রাত ০১:২১
272258
লজিকাল ভাইছা লিখেছেন : ধন্যবাদ জোনাকি আপু, " কাবিলের বোন" বই টি পড়ার অনুরোধ থাকল । Good Luck Good Luck
১৬ জুলাই ২০১৫ রাত ০১:০৭
272364
জোনাকি লিখেছেন : ঠিকাছে, নেটে সার্চ করলে পাওয়া যাবে তাইনা?
329666
১২ জুলাই ২০১৫ দুপুর ১২:২৬
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ অনেক ধন্যবাদ স্বাগতম
329669
১২ জুলাই ২০১৫ দুপুর ১২:৪৭
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আমার খুৃ্ব আফসোস হয় আমরা জ্ঞানী মানুষদের কাজে লাগাতে পারলাম না , কবির এই পড়ন্ত বেলায় তার সেবা করার মত লোক নেই, তার কাছ থেকে লেখা বের করে কাগজে লেখার মত লোক নেই , অথচ তার কত ভক্ত !!!!
১৫ জুলাই ২০১৫ রাত ০১:২৭
272259
লজিকাল ভাইছা লিখেছেন : হুম ভাই, একবার কবির একটি সাক্ষাৎকার পড়েছিলাম সেখানে তিনি খুব আফসোস করে বলেছিলেনঃ কেন তোমাদের মধ্যে এই দোদুল্যমানতা, কেন এত হীনমন্যতা , আমার পরিচিত সমাজ আমার স্পর্শে আস্তে চায় কিন্তু আবার তথাকথিত সেকুলার মিডিয়ার ভয়ে নিজেদের কে লুকিয়ে রাখতে চায়। আমার কাছ থেকে লেখা সংগ্রহ করবে কিন্তু জাত যাওয়ার ভয়ে তা প্রকাশে এত ভয় কেন ?
ধন্যবাদ ভাই
329675
১২ জুলাই ২০১৫ দুপুর ০১:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : প্রিয় কবি নিয়ে পোস্ট ভাল লাগল। অনেক ধন্যবাদ...
১৫ জুলাই ২০১৫ রাত ০১:৩০
272260
লজিকাল ভাইছা লিখেছেন : প্রিয় কবির তিনটি অমর কবিতা দিলাম, যাতে আমার জানতে পারি কত বর মাপের মানুষ ছিলেন তিনি?? কত বড় অবহেলা করেছি আমরা তাকে, শুধুমাত্র আদর্শিক কারনে ?? ধন্যবাদ পড়ার জন্য ।
329734
১৩ জুলাই ২০১৫ রাত ১২:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগল।
আল মাহমুদ এর অদৃষ্টবাদিদের রান্নাবান্না আমার বেশি ভাল লাগে।
১৫ জুলাই ২০১৫ রাত ০১:৩২
272262
লজিকাল ভাইছা লিখেছেন : আপনাদের আরও একবার স্মরণ করিয়ে দিলাম, আল মাহমুদ নামে একজন যুগ সেরা কবি আমাদের আছে।
329748
১৩ জুলাই ২০১৫ রাত ০১:০৫
আফরা লিখেছেন : আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে কবিতাটা পড়েছিলাম কিন্তু এটা যে উনার লিখা জানতাম না খুব ভাল লাগল লজিকাল ভাইছা ভাইয়া ।

মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি “ হে দয়াময় আপনি প্রিয় কবি আল মাহমুদকে নেক হায়াত দিন, তাকে ইসলামের খেদমত করার আর সুযোগ দিন” আমীন।
১৫ জুলাই ২০১৫ রাত ০১:৩৫
272265
লজিকাল ভাইছা লিখেছেন : আমীন । ধন্যবাদ আপু, অনুরধ করব যদি কখনও হাতে কিছু অবসর সময় পেয়েই যান তবে " কাবিলের বোন" উপন্যাস একবার পড়বেন। আমি জানি রাজনীতিতে আপনার আগ্রহ নেই, তবুও সত্য জানার জন্য, ভবিষ্যৎ প্রজন্মর কাছে সত্য পোছিয়ে দেওয়া জন্য। Good Luck Good Luck
329750
১৩ জুলাই ২০১৫ রাত ০১:৪২
নূর আল আমিন লিখেছেন : আমীন।
১৫ জুলাই ২০১৫ রাত ০১:৩৭
272266
লজিকাল ভাইছা লিখেছেন : আমীন। ধন্যবাদ । কাবিলের বোন উপন্যাসটি পড়ার অনুরধ থাকল ।
329754
১৩ জুলাই ২০১৫ রাত ০৩:৪৩
তবুওআশাবা্দী লিখেছেন : আমি যদি কবির কবিতার একটা প্রিয় লিস্ট করি তাতে "সোনালী কাবিন" থাকবে হিমালয়ের সমান উচ্চতায়| “জেলগেটে দেখা”কোন সময়ের লেখা? আগে পড়িনি| আসলে এখন কবিতা আর পড়া হয়না নানা কারণেই| ভালো লাগলো|অনেক ধন্যবাদ
১৫ জুলাই ২০১৫ রাত ০১:৩৮
272267
লজিকাল ভাইছা লিখেছেন : ঠিকই বলেছেন। জেলগেট কবিতাটি সম্প্রতিক কালের।
১৫ জুলাই ২০১৫ রাত ০১:৩৮
272268
লজিকাল ভাইছা লিখেছেন : ঠিকই বলেছেন। জেলগেট কবিতাটি সম্প্রতিক কালের। ধন্যবাদ পড়ার জন্য ।
330130
১৫ জুলাই ২০১৫ রাত ১১:২৩
বৃত্তের বাইরে লিখেছেন : প্রথমটা পড়িনি আগে । শেষের দুইটা ভালো লাগত পড়তে। ধন্যবাদ আপনাকে Good Luck
২২ আগস্ট ২০১৫ রাত ১১:৩১
279281
লজিকাল ভাইছা লিখেছেন : আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ।
১০
330879
২০ জুলাই ২০১৫ রাত ১১:০৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমার প্রিয় একজন কবি। পরের দুইটা মুস্তই আছে। প্রথমটার কিছু অংশ আগে পড়েছিলাম, ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য
২২ আগস্ট ২০১৫ রাত ১১:৩২
279282
লজিকাল ভাইছা লিখেছেন : আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ আমুসি ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File