কেমন আছে মোহন মুন্সি...???
লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ১৯ এপ্রিল, ২০১৫, ১১:৪৩:১৪ রাত
"মোহন মুন্সি" যার মিথ্যা জবানবন্দীর কারনে কামারূজ্জামান ভাই শহীদ হলেন।
গতকাল শেরপুর গিয়েছিলাম। সম্মানিত কামারুজ্জামান ভাই এর কবরটা দেখার জন্য। তাঁর রেখে যাওয়া ইয়াতিমখানা, মসজিদ এর পাশেই তিনি কবরস্থ হয়েছেন।
ফেরার পথে হঠাৎ ছবির এই ভদ্রলোকের সাথে দেখা। নাম আজিজুর রহমান রন্জু। তিনি মোহন মুন্সির আপন ভাগ্নে। তার কাছ থেকেই মোহন মুন্সির বর্তমান খবরটা পেলাম। মোহন মুন্সি এখন শেরপুর হাসপাতালে ভর্তি আছে। কিছুদিন আগে সে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে পা পিছলে ময়লার মধ্যে পরেযায়। প্রায় গলা পর্যন্ত ডুবে যায়। প্রথম দিকে সমস্ত শরীরে ছোট ছোট ইনফেকশন হয়। এখন সেগুলো দিন দিন বড় হচ্ছে আর সবসময় পূজ বের হচ্ছে।।
হাজার বছর বেঁচে থাকুক মোহন মুন্সিরা।
(সংগৃহীত)
বিষয়: বিবিধ
১৪৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহর বিচার অবশ্যই পাকড়াও করবে সবাই কে, হয়তো তাৎক্ষণিক বা কিছু টা সময় নিয়ে!
আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক!!
আন্ নিসাঃ ১১২
মন্তব্য করতে লগইন করুন