- লিমেরিক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ এপ্রিল, ২০১৫, ০৪:২৭:১৩ বিকাল



যেমন খুশী তেমন সাঁজো সাঁজছে দেখো নেতারা

ঝাড়ু হাতে রাস্তা সাফায় কাস্তে কুড়াল দোতারা

ভোট চাই

দাও ভাই

ভোট পেরোলেই ঘুমান নেতা প্রতুশ্রুতির নেই সাড়া।



আসলো নেতা ঘরে ঘরে বললো কথা হাত জোড়ে

চেনা গান চেনা সুর গাইলো নেতা দেশ ঘুরে

ভিক্ষা চাই

দাও ভাই

সঞ্চারিতে পাল্টায় বোল ধরল সবার ঘাড় ধরে।

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315793
১৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নির্বাচনের পর সব ফকফকা
315795
১৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভোটের আগে জনে জনে ধরে কত বেশ!
ভোটের পরে সব ভুলো উল্টো চালায় দেশ!
ভালো লাগলো অনেক ধন্যবাদ
315809
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
শেখের পোলা লিখেছেন : সাধু সেজে শিয়াল মশাই মাংস খাওয়া বাদ দিয়ে/অহিংসার বাণী শোনায় পল্ট্রী বাড়ির পাশ দিয়ে৷৷মুরগী বুলায় ডাল কুকুরে/
শীয়াল বলে 'কা হুারে'৷
কেমন করে বুঝে নিলি আমার এমন ধান্দাটারে?
315815
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
নারী লিখেছেন : হা হা হা......চমৎকার Applause Applause Applause
আপনার কবিতা গুলো দারুন লাগে Happy
315818
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গরিবের ইজ্জত নিয়ে ফাজলামি করতেছে এই সব শয়তানরা
315826
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এরপরের বার আপনাকে প্রার্থি করব।
315837
১৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : Happy) Cook At Wits' End Big Hug Big Hug Cool @};
315907
২০ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হি হি হি হি ই ই ই ই .... Rolling on the Floor
315919
২০ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৩৬
কাহাফ লিখেছেন :

ধান্ধাবাজদের কৌশুলী কর্মকান্ড বেকুব জনতা বুঝবে কবে.......???? At Wits' End At Wits' End At Wits' End At Wits' End
১০
315933
২০ এপ্রিল ২০১৫ সকাল ০৮:০২
রাইয়ান লিখেছেন : আমাদের দেশটা রঙ্গ রসের একটা চোস্ত আড্ডাখানায় পরিনত হয়েছে। আসল কাজ বা সিরিয়াসনেস বলতে যে একটা জিনিস আছে ভবে , এই জিনিসটাই এই দেশের এইসব মৌসুমী রঙ্গবাজদের জানা আছে কিনা সন্দেহ .... কি আর করবেন , দেখার চোখ দিয়েছেন আল্লাহ , দেখে যান ....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File