- লিমেরিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ এপ্রিল, ২০১৫, ০৪:২৭:১৩ বিকাল
যেমন খুশী তেমন সাঁজো সাঁজছে দেখো নেতারা
ঝাড়ু হাতে রাস্তা সাফায় কাস্তে কুড়াল দোতারা
ভোট চাই
দাও ভাই
ভোট পেরোলেই ঘুমান নেতা প্রতুশ্রুতির নেই সাড়া।
আসলো নেতা ঘরে ঘরে বললো কথা হাত জোড়ে
চেনা গান চেনা সুর গাইলো নেতা দেশ ঘুরে
ভিক্ষা চাই
দাও ভাই
সঞ্চারিতে পাল্টায় বোল ধরল সবার ঘাড় ধরে।
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভোটের পরে সব ভুলো উল্টো চালায় দেশ!
ভালো লাগলো অনেক ধন্যবাদ
শীয়াল বলে 'কা হুারে'৷
কেমন করে বুঝে নিলি আমার এমন ধান্দাটারে?
আপনার কবিতা গুলো দারুন লাগে
ধান্ধাবাজদের কৌশুলী কর্মকান্ড বেকুব জনতা বুঝবে কবে.......????
মন্তব্য করতে লগইন করুন