শুধু তুমি

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ১৯ এপ্রিল, ২০১৫, ০২:২০:২৯ দুপুর



---কিশোর কারুণিক

কখনো মেঘ বালিকায়

কাক ডাকা ভোরে

কুয়াশা মাখা শিশির বিন্দুতে

আমি খুঁজে পাই অন্য রকম ভালবাসা

যা শুধু তোমার মাঝে নিহিত

রবির হাসিমাখা মুখ

কখনো মুখ লুকানো

কখনো অগোছালো দিবস রজনী

আমি শুধু ফিওে পাই

যা তোমার মাঝে নিহিত

যেখানে সীমা আছে

সেখানে আমি আছি

যেখানে অসীম সেখানে তুমি

তুমি আমিতে সব কিছু

তুমি আমিতে ব্যবধান

চাওয়া পাওয়া চিত্ত সুখ

দুঃখ কিছু কিছুটুক

এই তো আসা এই তো যাওয়া

মাঝে কিছু সময়

দূরে দূরে কিছু দূরে বহু দূরে

তোমাকে পাওয়ার আশায় উন্মুখ আমি

আর আমাকে শুধু তুমি

শুধু তুমি ।

বিষয়: বিবিধ

৮৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315800
১৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৯
বুসিফেলাস লিখেছেন : ভাইজানের আশা আল্লাহ পূরণ করুক
১৯ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৩
256877
কিশোর কারুণিক লিখেছেন : ধন্যবাদ
315817
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
নারী লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
১৯ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৩
256878
কিশোর কারুণিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File