আজব কাকা!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ এপ্রিল, ২০১৫, ০৪:২৮:১৭ বিকাল
এইদিকে আয়তো সোনা
মলে দিই কান
মাথায় কতো চুল আছে
মেরে দেখি টান।
আয়না, আয় বলছি
শুনে যা কথা
পিঠে যদি মারি কিল
পাবি নাকি ব্যথা!
ঘোলটা গুলে নিয়ে
খাইয়ে দেব তোকে
দেখা তবে হয়ে যাবে
জ্বলে নাকি বুকে!
কোথায় গেলি ভয় পেলি?
আরে ধ্যুর বোকা
এমনই মজা করে
মিতুর আজব কাকা!
১৮.০৪.২০১৫/১৩.০০
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আয তারমুন্ডুটা ফুটোস্কপ দিয়ে দেখি!
মন্তব্য করতে লগইন করুন