স্বার্থ / অণুগল্প
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ এপ্রিল, ২০১৫, ১১:৪৪:৫০ সকাল
-আচ্ছা বাবাকে আমাদের বাসায় নিয়ে আসলে হয়না? চায়ের কাপটা এগিয়ে দিতে দিতে সুমনার প্রশ্ন
- কেন, বিথীর বাসায়তো ভালোই আছে, বিথী কি বলেছে কিছু বাবা প্রসংগে?
- না ঠিক তা না, বাবার বয়েস হয়েছে, কি খায় না-খায়, তাছাড়া ছেলে থাকতে মেয়ের বাসায় থাকাটা ভাল দেখায়না, লোকে শুনে ভাববে আমি রাখতে চাইছিনা বাবাকে।
নীরব এর নামটা স্বার্থক হয়েছে, নামটা কে দিয়েছিল নীরব জানতে চায়নি কখনো, তবে নীরবেই সব সয়ে যাবার দারুণ অভ্যাস আছে তার। পেপারে চোখ বোলাতে বোলাতে ভাবছিল, কি ব্যাপার সুমনার আজ এমন পরিবর্তনের হেতু কি? যে সুমনা বিয়ের ছয় মাসের মাথায় বলেছিল "তোমার চৌদ্দ গুষ্ঠিকে রেধে খাওয়ানোর জন্য তোমাকে বিয়ে করিনি আমি," তারপর অনেক ঝড় তুফান শেষে আলাদা বাসা ভাড়া নিতে বাধ্য হলো নীরব। হঠাৎ মা মারা যাবার পর বৃদ্ধ বাবাকে দেখার আর কেউ ছিলনা তাই বিথী এসে বাবাকে নিয়ে গেল। নিরব মুখ ফুটে বলেছিল "বাবা আমার সাথেই থাকবে," কিন্তু সেটা যে সুমনার কথা নয় সেটা বুঝার আর বাকি থাকেনা।
-এই শোন না কি ভয়ংকর ব্যাপার, সুমনা নিরবের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করে, নীরবের তখনো পেপারের দিকেই মনযোগ
- "হুম বল শুনছি।"
-আমাদের পাশের ফ্ল্যাটের ছোট্ট বাবু আছেনা, কি যেন নাম তন্ময় না কি..
-হুম কি হলো তন্ময় এর?
-খুঁজে পাওয়া যাচ্ছেনা, বাসার নতুন বুয়াটা আনা নেওয়া করতো, আজ দু'জনেরই হদিস সেই...
-সব শুনে নীরব একটা বড় নিশ্বাস ছাড়ল, তারপর নিজেই যেন নিজেকে বলল, "হুম শ্রুতিকে স্কুলে আনা নেয়ার কাজে বুয়ার উপর ভরসা করা চলবেনা, একজন বিশ্বস্ত লোক দরকার।"
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন