শুধু তোমার

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ১৩ এপ্রিল, ২০১৫, ১১:২৬:২৩ সকাল

শুধু তোমার

---কিশোর কারুণিক

চোখ বন্ধ করো তুমি আমাকে দেখতে পাবে

বুকে হাত রাখো আমার উপস্থিতি অনুভব করবে

পথ চলো আমাকে পাশে পাবে

উদাসী হাওয়ায় স্বপ্ন আঁকবে

না বলা কথা তুমি বুঝতে পাবে

তাহলে যেন তোমার আর ভালবাসা

পরিপূর্ণতা পাবে

তুমি আমার হবে

আমি শুধু তোমার

শুধু তোমার।

বিষয়: বিবিধ

৮৯০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314780
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৩:৪৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দোকাবাজ ব্লগার.....!!

শিরোনাম দেখে আসলাম.... কিছু না পেয়ে দুঃখ নিয়ে যাচ্ছি ......!!!

আরো বড় এবং ভালো লেখার আহবান জানাচ্ছি।
315784
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২৬
কিশোর কারুণিক লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File