বাক প্রবাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ এপ্রিল, ২০১৫, ০৪:০৮:৫৬ বিকাল
আমাদের টাকায় নাকি দেশ চলে ভাই
জানিনাতো!
আমাদের মূল্য নাকি অনেক অনেক
হবে হয়তো।
আমরাতো ভাই খেটে খাওয়া প্রবাস বাস
স্বপ্ন বুকে
আমাদের একটু চাওয়া একটু পাওয়া
থাকা সুখে।
দিনের পর দিন চলে যায় আমরা তবু
বুকে পাথর
চেপে ধরে আকড়ে থেকে আকাশ দেখি
দিবস প্রহর।
আমাদের পথ পানে চেয়ে থাকা আর
নোনা জ্বলে
পরিবার দিন গুনে যায় আসবে আবার
বছর গেলে।
আমাদের গল্প গাঁথায় মধ্যরাতের
টিভি চ্যানেল
প্রশংসার তুবড়ি খেয়ে টান পরে যায়
কারপাল টানেল।
বিপদ এলে ছুটতে গিয়ে থমকে দাঁড়াই
দূতাবাসে
আমাদের মূল্য তখন আকাশ পতন
যায় হতাশে।
বাক্স পেটরার স্বপ্ন গুলো বোঝাই করে
এয়ারপোর্টে
পা রাখতেই ঝাক্কি শুরু কুচকে ভুরু
মজা লুটে।
বলব কি আর আমাদের নাই অধীকার
ভোট ব্যালটে
আমাদের মূল্য কেবল দেশে যখন
রেমিটেন্স জোটে।
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টাকার মেশিন!
মন্তব্য করতে লগইন করুন