বাক প্রবাস

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ এপ্রিল, ২০১৫, ০৪:০৮:৫৬ বিকাল

আমাদের টাকায় নাকি দেশ চলে ভাই

জানিনাতো!

আমাদের মূল্য নাকি অনেক অনেক

হবে হয়তো।

আমরাতো ভাই খেটে খাওয়া প্রবাস বাস

স্বপ্ন বুকে

আমাদের একটু চাওয়া একটু পাওয়া

থাকা সুখে।

দিনের পর দিন চলে যায় আমরা তবু

বুকে পাথর

চেপে ধরে আকড়ে থেকে আকাশ দেখি

দিবস প্রহর।

আমাদের পথ পানে চেয়ে থাকা আর

নোনা জ্বলে

পরিবার দিন গুনে যায় আসবে আবার

বছর গেলে।

আমাদের গল্প গাঁথায় মধ্যরাতের

টিভি চ্যানেল

প্রশংসার তুবড়ি খেয়ে টান পরে যায়

কারপাল টানেল।

বিপদ এলে ছুটতে গিয়ে থমকে দাঁড়াই

দূতাবাসে

আমাদের মূল্য তখন আকাশ পতন

যায় হতাশে।

বাক্স পেটরার স্বপ্ন গুলো বোঝাই করে

এয়ারপোর্টে

পা রাখতেই ঝাক্কি শুরু কুচকে ভুরু

মজা লুটে।

বলব কি আর আমাদের নাই অধীকার

ভোট ব্যালটে

আমাদের মূল্য কেবল দেশে যখন

রেমিটেন্স জোটে।

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314453
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : এবার দেশের থেকে আসার সময় আমাএ গ্যাস্টিকের ক্যাপসুল রেখে দিয়েছে।।
১৩ এপ্রিল ২০১৫ রাত ০১:৫২
255461
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying
314455
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
১৩ এপ্রিল ২০১৫ রাত ০১:৫২
255462
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ খুব করে
314457
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সত্যি সত্যি কথা। প্রবাসীদের প্রতি সব মায়া মেকি। সুন্দর কবিতা।
১৩ এপ্রিল ২০১৫ রাত ০১:৫২
255463
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ কবি সাহেব
314516
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধুর মিয়া আপনারা মানুষ নাকি!!!
টাকার মেশিন!
১৩ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৩
255464
বাকপ্রবাস লিখেছেন : ভিসা এক্কান আছে চিন্তা গরি চ'ন
১৩ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৪
255491
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রেডি আছি!!! বলা মাত্রই উপস্থিত হব!!
১৩ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪৪
255494
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Surprised Surprised Surprised Surprised Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File