আমি উড়তে শিখেছি

লিখেছেন লিখেছেন মোঃ অয়েজুল হক ১২ এপ্রিল, ২০১৫, ০৩:২৫:০৯ দুপুর

আমি উড়তে শিখেছি

আমি মুক্ত বাতাসে উড়ে বেড়াই আজ- ডানা নেই

উড়া আমার জন্য সহজ, উড়তে শিখেছি

মুহুর্তের মধ্যে যারা উড়ে যায় সূদুর দিগন্তে, উড়ে যায় তেপান্তরে

ওরা ছুয়ে দিয়েছে আমায়- পরশ পাথর

আমিও উড়তে শিখেছি একটু খানি ছোঁয়ায়, সামান্য কয়েক মুর্হুত

আমি উড়ে বেড়াই সেখানে নশ্বর চোখে দেখতে পাবেনা কেউ

আমার কাছে প্রতিনিয়ত খাবার আসে- কোন মুখ সে খাবারের স্বাদ বোঝেনা

প্রিয় বন্ধু ............. আমায় নিয়ে ভেবোনা, আমি সুখে আছি।

হায় সংবাদটা সত্যিই যদি তোমাদের দিতে পারতাম- একটা বর্ননা

সুখ ও সুখের ঘর, মনোরম আর সৌন্দর্য কাকে বলে সব....

না, সে সুযোগ নেই।

সত্য ও সুন্দরের পথে অবিচল থাকো- একদিন তুমি উড়তে শিখবে

সুখ ছুঁয়ে যাবে তোমায় আর দুঃখ নয় কোনকালে

আমি উড়তে শিখেছি।

বিষয়: সাহিত্য

১৩১২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314450
১২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
315300
১৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৩
মোঃ অয়েজুল হক লিখেছেন : ধন্যবাদ আপনাকে দুষ্টু পোলা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File